এই মুহূর্তে




দালাল সহ ৪ বাংলাদেশিকে গ্রেফতার হাঁসখালি থানার পুলিশের




নিজস্ব প্রতিনিধি, নদিয়া : ফের চার বাংলাদেশি সহ এক দালালকে গ্রেফতার করল নদিয়ার হাঁসখালি থানার পুলিশ। ধৃতদের পুলিশ হেফাজত চেয়ে আদালতে পেশ করেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর সোমবার সকালে হাঁসখালি রামনগর ২ পঞ্চায়েতের পন্ডিতপুর বাজার এলাকায় বিশেষ অভিযান চালায় হাঁসখালি থানার পুলিশ। সেখানেই ৪ অবৈধ বাংলাদেশীকে গ্রেফতার করেছে পুলিশ।

জানা গিয়েছে, ৪ বাংলাদেশি বছর খানেক আগে অবৈধ ভাবে ভারতে প্রবেশ করে উত্তর ২৪ পরগনা হয়ে চেন্নাই এবং ব্যাঙ্গালুরু চলে যায়। সোমবার সকালে তারা হাঁসখালি থানা এলাকায় পৌঁছয়। এরপর অবৈধভাবে দালালের সাহায্যে বাংলাদেশে ফেরত যাওয়ার পরিকল্পনা করেছিল। এরপর হাসখালি থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে তাদেরকে গ্রেফতার করে। রানাঘাট আদালতে পুলিশ হেফাজতে চেয়ে পাঠায় হাঁসখালি থানার পুলিশ।

পুলিশ সূত্রে খবর, ধৃত চার বাংলাদেশি  মোঃ শাকিল শেখ, তুলি বেগম, শিউলি বেগম, সুমন মিয়া। ধৃতরা বাংলাদেশের ফেনি, বরিশাল, খুলনা জেলার বাসিন্দা বলে জানা গিয়েছে। অন্যদিকে ধৃত দালাল শুভঙ্কর দলপতি উত্তর চব্বিশ পরগনার জেলার জয়ন্তীপুর এলাকার  পেট্রাপোল থানার বাসিন্দা বলে পুলিশ জানতে পেরেছে।

অন্যদিকে, সোমবার সকালে ভারত বাংলাদেশের সীমান্ত এলাকায় এক ব্যক্তিকে ইতস্তত ঘোরাফেরা করতে দেখে সন্দেহ হয় সীমান্তের টহলরত ১৪৩ নাম্বার ব্যাটেলিয়ানের তারালী সীমান্তের জওয়ানদের। তাকে জিজ্ঞাসাবাদ করতেই সে জানায় তার কাছে বাংলাদেশে যাওয়ার কোন বৈধ কাগজপত্র নেই। এক দালালের মাধ্যমে বাংলাদেশে যাওয়ার চেষ্টা করছিল। তারপরেই তাকে আটক করে স্বরূপনগর থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পুলিশ সূত্রে জানা যায় ধৃত ব্যক্তির নাম মনিরুল ইসলাম। বাংলাদেশের সাতক্ষীরার বাসিন্দা সে। দালাল ও বাংলাদেশি সহ এই দুজনকেও গ্রেফতার করে বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হয়েছে।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

কলকাতায় মেঘলা আকাশ, সকাল থেকেই চলছে বৃষ্টি

কংসাবতী নদী সাঁতরে বাড়ি ফিরতে গিয়ে জলের স্রোতে তলিয়ে গেলেন বলরামপুরের এক ব্যক্তি

কদম্বগাছির পীরগাছাতে শিশুদের ব্যবহৃত প্যাম্পারস কারখানার গোডাউনে বিধ্বংসী অগ্নিকাণ্ড

চন্দ্রকোনাতে বন্যায় ফের প্রাণ কাড়ল এক যুবকের, উদ্ধার মৃতদেহ

শৌচাগার পরিস্কার করতে নেমে বিষাক্ত গ্যাসে প্রাণ গেল ২ ভাইয়ের

মালদায় ‘ম্যাঙ্গো হাব ‘করার দাবি জানিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে চিঠি আম ব্যবসায়ী সংগঠনের

Advertisement




এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ