এই মুহূর্তে




বাগুইআটিতে চুরির কিনারা, বারাসতে বড়মার মন্দিরে দুঃসাহসিক চুরি




 

নিজস্ব প্রতিনিধি,বারাসত ও বাগুইহাটি: রাজ্যের জেলায় জেলায় এবার মন্দিরগুলিকে টার্গেট নিয়েছে একদল দুষ্কৃতী। রাতের অন্ধকারে বিগ্রহের সোনা – রুপোর অলংকার এবং প্রণামী বাক্সের টাকা পয়সা লুট করছে তারা। কেন তারা এই ধরনের ঘটনা ঘটাচ্ছে তা জানতে সিআইডি টিম তদন্ত শুরু করেছে।এদিকে,খোদ বারাসত শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত ঐতিহ্যবাহী বড় মা কালী মন্দিরে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়াল। বৃহস্পতিবার গভীর রাতে এই চুরির ঘটনায় পুলিশি নিরাপত্তা প্রশ্নচিহ্নের মুখে। গোটা ঘটনাটি ধরা পড়েছে সিসি ক্যামেরার ফুটেজে(CCTV Footage)। আর সেই ফুটেজে স্পষ্ট দেখা যাচ্ছে, একটি বারমুডা ও নীল জামা পরে, মাথায় টুপি দেওয়া এক মাঝবয়সী যুবক বড় মা কালী মন্দিরের প্রণামি বাক্স নিয়ে টানাটানি করছে। এরপর মন্দিরের রেলিংয়ের সঙ্গে বাঁধা থাকা প্রণামি বক্সের শিকল ভাঙল। তারপর সে চলে যায় পাশের গলিতে। এর কয়েক সেকেন্ড পর ফিরে এসে বুকে করে আগলে প্রণামি বক্সটি নিয়ে চলে যায়। শুক্রবার সাতসকালে বিষয়টি জানাজানি হতেই গোটা এলাকায় শোরগোল পড়ে গিয়েছে।

মন্দিরের পুরোহিত বিদ্যাধর সৎপতি বলেন, প্রণামি বক্সে অনেক টাকা ছিল। সেটি তুলে নিয়ে সব টাকায় গায়েব করে দিয়েছে এক দুষ্কৃতী। আর প্রনামি বাক্স পড়েছিল পাশের একটি জঙ্গলে। পুলিস এসে তা উদ্ধার করেছে। বারাসাত শহরে মাঝেমধ্যেই চুরির ঘটনা ঘটছে। এবার আমাদের মন্দিরও রেহাই পেলে না। ফলে, বিষয়টি নিয়ে উদ্বেগ বাড়ছে।এদিকে,বাগুইহাটি(Baguihati) চাউল পট্টি কালী মন্দিরে চুরির ঘটনায় ২২ দিনের মাথায় কিনারা।বাগুইহাটি চাউল পট্টি কালী মন্দিরে চুরির ঘটনায় ২২ দিনের মাথায় কিনারা। সিসিটিভি ফুটেজ দেখেই জালে দুস্কৃতী। শুক্রবার বেলা সওয়া বারোটার সময় এই সংক্রান্ত বিষয়ে বাগুইআটি থানায় প্রেস মিট করে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তদন্তের বিস্তারিত তথ্য জানালেন ডি সি পি, এয়ারপোর্ট ঐশ্বর্য্য সাগর ।প্রায় ২৫০ টিরও বেশী ক্লোজ সার্কিট ক্যামেরার ছবি দেখে দুষ্কৃতিকারীকে চিহ্নিত করল বাগুইআটি থানার পুলিশ। বাগুইহাটি চাউল পট্টি কালী মন্দিরে চুরির ঘটনায় ২২ দিনের মাথায় কিনারা হল। চাকদহ থানা এলাকার রবীন্দ্রনগর থেকে গ্রেপ্তার করা হল রাজেশ দে নামে এক ব্যক্তিকে। আজ তাকে বারাসত আদালতে পেশ করা হবে। ধৃতকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে চুরি যাওয়া স্বর্ণালংকার উদ্ধার করতে চায় তদন্তকারী আধিকারিকেরা।

এর আগে একই মন্দিরের ২০১৪ সালে চুরির ঘটনা ঘটেছিল, সেই চুরির ঘটনায় জনৈক রাজেশ দে জড়িত ছিল এমনটাই জিজ্ঞাসাবাদ সূত্রে প্রাথমিকভাবে জানা গেছে। জানা গেছে এই রাজেশ দে ঘুরে ঘুরে কাপড় বিক্রি করার আড়ালে বিভিন্ন জায়গায় রেইকি করতো। পরবর্তী সময়ে চুরি করে চম্পট দিত।প্রসঙ্গত, গত ২৪ শে ফেব্রুয়ারি ভোররাত্রে রাজারহাট গোপালপুর পৌরসভার অন্তর্গত বাগুইআটি চাউল পট্টির গোপাল শেঠের বাজার কালীমন্দিরে সোনার গয়না এবং টাকা চুরি হয়েছিল। ভোরবেলা দোকানদারেরা দোকান খুলতে এসে দেখেন মন্দিরের তালা ভাঙ্গা। মন্দির কমিটির বক্তব্য অনুযায়ী বেশ কয়েক ভরি সোনার গয়না এবং পূজার বাসনপত্র নিয়ে চোরেরা চম্পট দিয়েছিল। বাগুইআটি থানার পুলিশ দ্রুত ঘটনার ফলে আসে এবং একজনকে আটক করে। বাগুইআটি থানার আইসি(IC Baguiati) নিজে ঘটনাস্থলে আসেন এবং ২৪ ঘণ্টার মধ্যে চুরির কিনারা করার প্রতিশ্রুতি দিয়েছিলেন।

২৫০ টির অধিক সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হয়েছে সেই ফুটেজে দেখা যাচ্ছে ২৩ শে ফেব্রুয়ারি রাত ১ঃ৫৫ মিনিটে কালীমন্দিরে প্রবেশ করে রাত ৩:০৪ মিনিটে ব্যাগ হাতে নিয়ে বেরিয়ে যেতে দেখা যায়। এলাকার সিসিটিভি ফুটেজ, থানার সিসিটিভি ফুটেজ, ট্রাফিক সিসিটিভি ফুটেজ, দক্ষিণ দমদম পৌরসভা সিসিটিভি ফুটেজ, এমনকি দমদম স্টেশন সিসিটিভি ফুটেজ দেখা যায় কৃষ্ণনগর লোকালে ওঠে। এরপর প্রত্যেকটি স্টেশনের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে। চাকদহ থানা, এবং বাগুইআটি থানা যৌথ অভিযানে রবীন্দ্রনগর থেকে গ্রেপ্তার করা হয় রাজেশ দে।বিধান নগর কমিশনারেট এর পক্ষ থেকে চুরির ঘটনা দুষ্কৃতির ছবি দিয়ে সন্ধান চাই, যে এই ব্যক্তির সন্ধান পুলিশকে দিতে পারবে তাকে ১০ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে। এরই পাশাপাশি বিধান নগর কমিশনারেটের পক্ষ থেকে এই চুরির কিনারা করতে একটি বিশেষ তদন্তকারী দল তৈরি করে অ্যাডিশনাল ইন্সপেক্টর ইনচার্জ এর নেতৃত্বে।পুলিশের এই সাফল্যের জন্য বাজার কমিটির পক্ষ থেকে বাবুলাল রাজবংশীর নেতৃত্বে পুলিশ আধিকারিকদের সংবর্ধনা দেওয়া হয়।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

গুজরাত পুলিশের হাতে বাংলাদেশি সন্দেহে আটক মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিক, পরে মুক্ত

২৭ থেকে ২৯ এপ্রিল বঙ্গে ধেয়ে আসছে দুর্যোগ, সমুদ্রে যেতে মানা মৎস্যজীবীদের

ঝালদার মসজিদ থেকে পাকিস্তান মুর্দাবাদ হিন্দুস্তান জিন্দাবাদের স্লোগান

জঙ্গি যোগে আটক কৃষ্ণনগরের যুবক, ভয় দেখাতে গিয়ে নিজেই পুলিশের জালে, তদন্তে NIA

দিঘায় মন্দির উদ্বোধন, যান চলাচল নিয়ন্ত্রণে কী ব্যবস্থা প্রশাসনের

ভারত – বাংলাদেশ সীমান্ত লাগোয়া গ্রামে গলা কেটে খুন, এলাকায় চাঞ্চল্য

Advertisement




এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর