এই মুহূর্তে




ছেলের মোটরসাইকেলের চাকায় ওড়না জড়িয়ে প্রাণ গেল মায়ের, মর্মান্তিক দুর্ঘটনা বর্ধমানে

নিজস্ব প্রতিনিধি, নলা: বর্ধমানে মর্মান্তিক দুর্ঘটনা। ছেলের মোটরসাইকেলের চাকায় ওড়না জড়িয়ে প্রাণ গেল মায়ের ।দেহ ময়নাতদন্ত হল বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে।এক হৃদয়বিদারক পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন সোনালি সাহা(Sonali Saha) বয়স ৫৩ বছরের এক মহিলা।দেহ ময়নাতদন্ত হল সোমবার বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে।তার বাড়ি বর্ধমান সদর থানার(Bardhaman Sadar P.S.) অন্তর্গত শ্যামসুন্দরপুর গ্রামের বাসিন্দা। পরিবার সূত্রে জানা গেছে, রবিবার বিকেলে ছেলে’র বাইকে চেপে বর্ধমান শহর থেকে বাড়ি ফিরছিলেন তিনি। ফেরার পথে ১৯ নম্বর জাতীয় সড়কের(19 National High Way) নলা এলাকায় ঘটে যায় মর্মান্তিক ঘটনা।চোখের পলকেই বিপদ— চলন্ত বাইকের পিছনে বসা অবস্থায় হঠাৎই সোনালি দেবীর ওড়না বাইকের চাকায় জড়িয়ে পড়ে।

মুহূর্তের মধ্যেই তিনি ভারসাম্য হারিয়ে মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন রাস্তার পাশে। স্থানীয়রা ও ছেলেটি তড়িঘড়ি করে তাঁকে উদ্ধার করে বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসা শুরু করার কিছুক্ষন পরেই কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া । ছেলের সামনে এমন মর্মান্তিক মৃত্যুতে ভেঙে পড়েছে পরিবার।পুলিশ সূত্রে জানা গেছে, দুর্ঘটনার কারণ হিসেবে ওড়না বাইকের চাকায় জড়িয়ে যাওয়াকেই প্রাথমিকভাবে ধরা হচ্ছে ।

এই দুর্ঘটনা আবারও মনে করিয়ে দিল চলন্ত মোটরসাইকেলে ওড়না, শাড়ির আঁচল বা লম্বা পোশাক পরিহারে সতর্ক থাকার প্রয়োজনীয়তা। এক মুহূর্তের অসাবধানতা যে কেড়ে নিতে পারে একটি জীবন, সেই বেদনাদায়ক বাস্তবের সাক্ষী রইল বর্ধমানের নলা এলাকা। সাধারণ মানুষের একটাই প্রশ্ন এই মর্মান্তিক দুর্ঘটনার পরেও কি চেতনা ফিরবে না মোটরসাইকেলের চালক ও আরোহীদের?

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

সোনাগাছির যৌনকর্মীরা কার্তিক পুজোয় মেতে উঠলেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তর সঙ্গে

বেআইনি ভাবে পুকুর ভরাটের অভিযোগ রেশন ডিলারের বিরুদ্ধে

হাসপাতাল থেকে উধাও হয়ে যাওয়া সদ্যোজাত শিশুকে ভাঙড় থেকে উদ্ধার করল কলকাতা পুলিশ, গ্রেফতার ২

জগদ্দলে বিজেপির মণ্ডল সভাপতির পদ পাইয়ে দিতে ৩০ হাজার টাকা ঘুষ নেওয়ার অভিযোগ RSS নেতার বিরুদ্ধে

অপরিচিতার কাছে শিশু পুত্রকে রেখে ওষুধ কিনতে যান মা, সদ্যোজাতকে নিয়ে উধাও যুবতী

রাজ্য ও ভিন রাজ্যের কয়েকশো বাংলাদেশি হাকিমপুর সীমান্তের পথে, আটক করল বিএসএফ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ