এই মুহূর্তে




ভরতপুরে অবৈধ সম্পর্কের জেরে খুন ,মাটি খুঁড়ে মৃতদেহ উদ্ধার করল পুলিশ




নিজস্ব প্রতিনিধি,ভরতপুর: খুন করার পাঁচ দিন পর কবরস্থান থেকে মৃতদেহ উদ্ধার করল পুলিশ। ভরতপুরে অবৈধ সম্পর্কের জেরে মদের আসরে যুবককে ডেকে শ্বাসরোধ করে খুন করা হয়। পরে ঘটনাস্থল থেকে প্রায় দুই কিলোমিটার দূরে একটি কবরস্থানে মাটি খুঁড়ে দেহ পুঁতে রাখা হয়েছিল।অবৈধ সম্পর্কের জেরে মদের আসরে যুবককে ডেকে শ্বাসরোধ করে খুন। পরে ঘটনাস্থল থেকে প্রায় দুই কিলোমিটার দূরে একটি কবরস্থানে মাটি খুঁড়ে ওই যুবকের দেহ পুঁতে রাখা হয়। নৃশংস এই ঘটনাটি ঘটে ভরতপুর থানার(Bharatpur P.S.) ভরতপুর গ্রামের পশ্চিমপাড়া এলাকায়। পুলিশ জানিয়েছে, মৃতের নাম রহিদুল ইসলাম(Rahidul Islam) ওরফে মিঠুন শেখ (৩৭)। পশ্চিমপাড়া এলাকাতেই তাঁর বাড়ি। মঙ্গলবার মৃত যুবকের বাড়ি থেকে প্রায় দুই কিলোমিটার দূরে একটি কবরস্থান থেকে মাটি খুঁড়ে দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। এই ঘটনায় পুলিশ মৃতের দুই প্রতিবেশ যুবককে গ্রেফতার করেছে। তাদের জেরা করেই পুলিশ দেহের সন্ধান পায়।

মৃতের পরিবার দূত্রে জানা গিয়েছে, মৃত যুবক পেশায় মাংস বিক্রেতা ছিলেন। গত বৃহস্পতিবার রাত নয়টা নাগাদ বৃষ্টির সময় ওই যুবক স্কুটি নিয়ে বাড়ি ফেরেন। এরপর একটি ফোন কল পেয়ে বাড়ি থেকে হাওয়াই চপ্পল পড়ে বেরিয়ে যান। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় খোঁজ নিয়েও সন্ধান পাননি। শুক্রবার পরিবারের লোকজন ভরতপুর থানায় যুবকের নিখোঁজ ডায়েরি করেন। যদিও শনিবার মৃতের বাড়ি থেকে কিছুটা দূরে ওই যুবকের নতুন হাওয়াই চপ্পলটি একটি পুকুর পাড়ের কাছে পড়ে থাকতে দেখেন। এরপর পুলিশ রবিবার ওই পুকুরে জাল ফেলে তল্লাশি করে কোন লাভ হয়নি।এদিকে ভরতপুর থানার পুলিশ এই ঘটনার তদন্তে নেমে একটি ফোন কলের সন্ধান পান। তাতে দেখা গিয়েছে, গত ২৫দিন ধরে ওই নম্বরে মৃত যুবকের সঙ্গে বহুবার কথা হয়েছে। এমনকি শেষ কলটিও(Last Call) ওই নম্বরে এসেছিল। এরপর পুলিশ ঘটনার তদন্তে নেমে মৃতের দুই প্রতিবেশি যুবকের সন্ধান পান। জীগর শেখ ও আফসার শেখ নামে পুলিশ ওই দুই প্রতিবেশি যুবককে গ্রেফতার করে। এরপর পুলিশ ধৃতদের জেরা করে খুনের ঘটনার কথা জানতে পারে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত যুবকদের পরিবারের এক মহিলার সঙ্গে মৃত যুবকের অবৈধ সম্পর্ক ছিল। যে কারণে দুইপক্ষের মধ্যে কয়েকবার মনোমালিনতাও হয়। এরপর গত বৃহস্পতিবার রাতে জীগর শেখ রাত ন’টা নাগাদ রহিদুলকে ফোনে ডেকে নেয়। এরপর বাড়ির কাছে ওই পুকুরপাড়ে তিনজনে মদের আসর বসায়। সেখানে উভয়পক্ষের মধ্যে কথা কাটাকাটি হলে রহিদুলের গলায় দড়ি পেঁচিয়ে শ্বাসরোধ করে মেরে ফেলা হয়। আফসার মৃত যুবককে চেপে ধরে ও জীগর গলায় ফাঁস দেয় বলে পুলিশ জানতে পেরেছে।এরপর এদিন পুলিশ ধৃতদের কান্দি মহকুমা আদালতে (Kandi Court)পাঠালে পুলিস রিমাইন্ডে নেওয়া হয়। পরে মঙ্গলবার বিকেলের দিকে পুলিশ ধৃতদের সঙ্গে করে মৃতের বাড়ি থেকে প্রায় দুই কিলোমিটার দূরে প্রতিবেশি ঝিকড়া গ্রামের কবরস্থানে যায়। ওই কবরস্থানের(Cemetery) একেবারে শেষ প্রান্তে মাটি খুঁড়ে দেহ পুঁতে রাখা হয়েছিল। পুলিশ দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায়।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ন্যাজাটে নাবালিকাকে ধর্ষণ করে খুনের ঘটনায় গ্রেফতার বিজেপি নেতা সহ ২

বুধবার নিম্নচাপ ঝাড়খণ্ডে সরলেও সমুদ্র থাকবে উত্তাল, ৪ জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

পঞ্চম শ্রেণির ছাত্রীর শ্লীলতাহানিকে কেন্দ্র করে অগ্নিগর্ভ ডালখোলা

ভরতপুরে জাল আধারকার্ড চক্র,পুলিশের জালে ২পাণ্ডা

সোনারপুর কলেজে ছাত্রীকে দিয়ে মাথা মালিশে অভিযুক্ত তৃণমূলের ছাত্র নেতা

ইংলিশবাজারে সংঘর্ষে আহত পুলিশ কর্মী ও সিভিক ভলান্টিয়াররা, ভাঙচুর দোকানপাট, বাড়িঘর

Advertisement




এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ