28ºc, Haze
Friday, 24th March, 2023 9:18 pm
নিজস্ব প্রতিনিধি, ভাটপাড়া: অত্যাধুনিক প্রযুক্তির দুনিয়ায় বর্তমান প্রজন্ম সোশ্যাল মিডিয়ায় বুদ হয়ে পড়েছে। ফেসবুক (Facebook), হোয়াটস এপ, টুইটার নিয়ে মগ্ন স্কুল ও কলেজ পড়ুয়ারা। কিন্তু দিনকে দিন বেড়েই চলেছে সাইবার ক্রাইম। তাই অনলাইন থেকে দূরে থাকতে মঙ্গলবার ব্যারাকপুর কমিশনারেটের অন্তর্গত ভাটপাড়া থানায় (Bhatpara P.S.) স্কুল পড়ুয়াদের নিয়ে সচেতনতা শিবিরের আয়োজন করা হয়েছিল। সোশ্যাল মিডিয়া নিয়ে স্কুল-কলেজ পড়ুয়াদের সতর্ক থাকার পরামর্শ দিলেন পুলিশ অধিকারিকরা।
উক্ত সচেতনতা শিবিরে হাজির ছিলেন ভাটপাড়া থানার সেকেন্ড অফিসার সুকুমার ভৌমিক । রথতলা ফিঙেপাড়া গার্লস হাই স্কুলের শিক্ষিকা শীলা ভট্টাচার্য, সুজাতা নিয়োগী ও সংগীতা পাল সরকাররাও ওই ক্লাসে যোগ দেন। পুলিশের পক্ষ থেকে ছাত্রীদের অনলাইন চ্যাটিং (ON Line Chating) এর সময় কি কি সতর্কতা অবলম্বন করা উচিত তা নিয়ে বিভিন্ন নির্দেশ দেওয়া হয়। শুধু তাই নয় অপরিচিতর সঙ্গে বন্ধুত্ব করার সময় কিভাবে সতর্ক থাকতে হবে সে নিয়েও পরামর্শ দেওয়া হয়।
অনলাইনে যে বিভিন্ন প্রলোভন দেখানো হয়, তা কিভাবে এড়িয়ে চলতে হবে সে ব্যাপারেও সুপরামর্শ দেন ভাটপাড়া থানার অফিসার। ছাত্রীদের সোশ্যাল নেটওয়ার্কিং (Social Networking ) সাইট নিয়ে নানা ধরনের প্রশ্ন করা হয় এবং তাদের কাছ থেকেও তাদের মনের মধ্যে কি কি জিজ্ঞাসা আছে তা জানতে চাওয়া হয় পুলিশের পক্ষ থেকে। শিক্ষিকাদের পক্ষ থেকে এই সাইবার ক্রাইম প্রসঙ্গে পড়ুয়াদের সতর্ক করতে আগামী দিন পাঠ্যপুস্তকে বিষয়বস্তু করার বিষয়টি সামনে আনা হয়।