এই মুহূর্তে




বোলপুরে তৃণমূলের কোর কমিটির বৈঠকে গরহাজির কাজল শেখ, শিবির বদলের জল্পনা তুঙ্গে

নিজস্ব প্রতিনিধি, বোলপুর:বোলপুরে বীরভূম জেলা তৃণমূলের কোর কমিটির গুরুত্বপূর্ণ বৈঠক। আলোচনার কেন্দ্রে “SIR” ইস্যু। বৈঠকে অনুপস্থিত কাজল শেখ(Kajal Sk.)।শনিবার বোলপুরে জেলা তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে অনুষ্ঠিত হল বীরভূম জেলা তৃণমূল কোর কমিটির এক গুরুত্বপূর্ণ বৈঠক। জেলা রাজনীতিতে “SIR” নিয়ে চলা তীব্র বিতর্ক ও সাম্প্রতিক প্রশাসনিক পরিস্থিতির প্রেক্ষিতে এদিনের বৈঠক ঘিরে রাজনৈতিক মহলে দেখা যায় প্রবল কৌতূহল।কোর কমিটির আহ্বায়ক অনুব্রত মণ্ডলের(Anubrata Mandal) উপস্থিতিতেই বৈঠকের সূচনা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন বিধানসভার ডেপুটি স্পিকার ও কোর কমিটির চেয়ারপারসন আশিষ ব্যানার্জি, বোলপুরের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, বীরভূমের দুই সাংসদ শতাব্দী রায়(Satabdi Roy) ও অসিত মাল, লাভপুরের বিধায়ক অভিজিৎ সিনহা, জেলা পরিষদের মৎস্য কর্মাধ্যক্ষ রবি মুর্মু এবং জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক সুদীপ্ত ঘোষ।

তবে বৈঠক শুরুর সময় পর্যন্ত কোর কমিটির অপর দুই সদস্য—জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ ও সিউড়ির বিধায়ক বিকাশ রায়চৌধুরী উপস্থিত ছিলেন না বলে জানা গিয়েছে।দলীয় সূত্রে খবর, এদিনের বৈঠকে “SIR” প্রসঙ্গটি নিয়ে গভীর আলোচনা হয়। পাশাপাশি জেলার সাংগঠনিক পরিস্থিতি, আসন্ন পঞ্চায়েত পর্বের প্রস্তুতি ও ভোটার তালিকা সংশোধন অভিযান নিয়েও বিস্তারিত পর্যালোচনা করা হয় বলে জানা গিয়েছে।বৈঠক শেষে জেলা নেতৃত্বের তরফে কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ঘোষণা করা হয় নি । বোলপুরে অনুষ্ঠিত এই বৈঠককে ঘিরে বীরভূম জেলা জুড়ে তৃণমূল মহলে তীব্র আগ্রহ ও জল্পনা তৈরি হয়। শুক্রবার ভার্চুয়াল বৈঠকে সর্বস্তরের তৃণমূল নেতাদের ভোটার তালিকার এস আই আর সংশোধনের বিষয় নির্দিষ্ট রূপরেখা তৈরি করে দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। শনিবার বোলপুরের তৃণমূল দলীয় কার্যালয়ের কমিটির বৈঠকে জেলার বাসিন্দাদের সহায়তা বার্তা কিভাবে দিতে হবে তা নিয়ে আলোচনা করেন অনুব্রত মণ্ডল।

নভেম্বর মাসের প্রথম সপ্তাহ থেকে কর্মী ও ভূত তরে কর্মীরা বাড়ি বাড়ি যাবেন সাধারণ মানুষকে নতি পত্র জোগাড়ের সাহায্য করবেন নতি জোগাড়ে যাদের অসুবিধা তাদের পাশে দাঁড়াবেন একজন প্রকৃত ভোটার যাতে ভাবনা যায় সে দিকে তৃণমূল কর্মীরা লক্ষ্য রাখবে। এলাকার সাংসদ বিধায়ক পঞ্চায়েত প্রধান ব্লক সভাপতি অঞ্চল সভাপতি প্রত্যেকে মানুষের পাশে দাঁড়িয়ে ভোটার তালিকা প্রতিটি নাম যাচাই করবে, যাতে কেউ বঞ্চিত না হয়। কোর কমিটির বৈঠকে আরো সিদ্ধান্ত নেওয়া হয় এস আই আর এর নামে বৈধ ভোটারদের নাম কোনভাবেই যাতে ভাবনা পড়ে সেদিকে অঞ্চলগতভাবে এবং পুরসভা ক্ষেত্রে প্রতিটি ওয়ার্ডে সহায়তা কেন্দ্র খুলে নজর রাখতে হবে। বোলপুর সিউড়ি রামপুরহাট তিনটে মহকুমায় প্রতিটি বিধানসভায় ওয়ার রুম খোলার পাশাপাশি এস আই আর এর ফরম পূরণ এবং অন্যান্য সমস্যার জন্য সহায়তা কেন্দ্র তৈরি করার সিদ্ধান্ত নেওয়া হয়।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

হাকিমপুর সীমান্তে বাংলাদেশ ফিরে যাওয়ার জন্য অনুপ্রবেশকারীদের ভিড় বাড়ছে

এবার রবিবারেও মিলবে কল্যাণী ,কৃষ্ণনগর এসি লোকাল ট্রেন ঘোষণা পূর্ব রেলের

শিলিগুড়ি জংশন স্টেশন থেকে উদ্ধার ৪ নাবালিকা, টাকার লোভ দেখিয়ে পাচারের অভিযোগ

উত্তরপ্রদেশের কুখ্যাত গ্যাংস্টার মহম্মদ সহরাব রিপন স্ট্রিট থেকে গ্রেফতার

SIR ফর্ম বিলির ক্ষেত্রে কলকাতা পিছিয়ে, দ্রুত কাজ শেষ করতে সময়সীমা নির্ধারিত করল কমিশন

বনগাঁয় সন্দেহজনক ব্যাগ খুলতেই বেরিয়ে এল মৃত মানুষের মাথার খুলি ও হাড়গোড়

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ