এই মুহূর্তে

দিলীপকে ‘মুখে তালা’ দিতে বলে কড়া চিঠি দিলেন অরুণ

নিজস্ব প্রতিনিধি:  বিজেপির সর্ব ভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। ইদানিং দলের বিভিন্ন নেতাদের বিরুদ্ধে তিনি বিস্ফোরক মন্তব্য করেছেন। বারবার বিস্ফোরক মন্তব্য করেছেন সংবাদ মাধ্যমে। তাঁর সঙ্গে শুভেন্দু অধিকারী বা সুকান্ত মজুমদারের বিবাদ রাজ্য রাজনীতিতে আলোচনার অন্যতম রসদ। হিরণ চ্যাটার্জির সঙ্গেও তাঁর বচসা নিয়ে হয় রাজনৈতিক মহলে গুঞ্জন। দলে ‘আদি’ নেতৃত্ব ও কর্মীদের পক্ষে সওয়াল করে তিনি নিয়েছিলেন সাংসদ অনুপম হাজরার পক্ষ। তাঁকেই ‘মুখে তালা’ দিতে বলে কড়া চিঠি পাঠালেন বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক। 

মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষকে চিঠি পাঠিয়েছেন গেরুয়া শিবিরের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অরুণ সিং। এই খবর প্রকাশ্যে আসে মঙ্গলবার। চিঠি পাঠানো হয়েছিল গত সোমবার। সূত্রের খবর, বিজেপি নেতৃত্বকে বারবার একাধিক ইস্যুতে আক্রমণ করেছেন দিলীপ ঘোষ। সংবাদমাধ্যমেও একাধিকবার নিশানা করেছিলেন দলেরই একাধিক নেতাকে। তাই তাঁকে চিঠি দিয়ে বলা হয়েছে, দলের কারও বিরুদ্ধে প্রকাশ্যে মুখ খুলতে না। চিঠিতে আরও লেখা রয়েছে, এই ধরণের রাজনৈতিক আচরণ গ্রহণযোগ্য নয়। প্রকাশ্যে বিতর্কিত মন্তব্যে দলের নেতা ও দল অস্বস্তিতে পড়ে।

এই বিষয়ে দিলীপ ঘোষ অবশ্য জানিয়েছেন, তিনি কোনও চিঠি পাননি। চিঠি পেলে তারপর তিনি উত্তর দেবেন। উল্লেখ্য, এর আগেও দিলীপ ঘোষকে সরানো হয়েছিল রাজ্য সভাপতির পদ থেকে। তখনও তিনি জানিয়েছিলেন তিনি কিছু জানেন না। এই বিষয়ে তৃণমূলের পক্ষ থেকে মুখপাত্র কুণাল ঘোষ বলেন, বিজেপি এখন নব্য ও তৎকাল নেতা ও কর্মীদের নিয়ে চলতে চান। বিজেপি এখন শূণ্যের মুখে। দল্টাই দাঙ্গাবাজ। একা দিলীপ ঘোষকে চুপ করতে বলে কিছু হবে না। বাম শিবিরের পক্ষ থেকে সুজন চক্রবর্তীর প্রশ্ন, মুখ বন্ধ করতে করতে তাঁর দল নির্দেশ দিয়েছে কিন্তু বিজেপি কি একবারও বলেছে, তাঁর বক্তব্য গুলো ঠিক নয়?

সূত্রের খবর, রাজ্য নেতৃত্বের বিরুদ্ধে একাধিকবার মুখ খোলায় দিলীপ ঘোষের বিরুদ্ধে কেন্দ্রের নেতৃত্বের কাছে বারবার অভিযোগ জানিয়েছিলেন রাজ্যের বিজেপি নেতৃত্ব। সেই অভিযোগের ওপর ভিত্তি করেই এই পদক্ষেপ নিয়েছে কেন্দ্র বিজেপি। 

উল্লেখ্য, কটাক্ষ করে বিজেপির (BJP) সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ (DILIP GHOSH) বিঁধেছিলেন নিজের দলের নেতাদেরকেই। বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতির নিশানায় বর্তমান রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (SUKANTA MAJUMDER) এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (SUVENDU ADHIKARY)। রাজনৈতিক মহল অন্তত এমনটাই মনে করছে। দিলীপ ঘোষ বলেছিলেন, ‘তাঁদের ইচ্ছা পূর্ণ হয়েছে’। এরপরেই সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছিলেন তিনি। বলেছিলেন, ‘আমি বাংলার দায়িত্বে নেই। দল জিতিয়ে দেখান এবার’। শুধু তাই নয় এদিন দিলীপ ঘোষ বলেছিলেন, ৪০ শতাংশ ভোট পেয়ে দেখালে তিনি মেনে নেবেন ওঁদের কথা। এও বলেছিলেন, নাহলে তিনি ভাববেন ওঁরাই তৃণমূলের সঙ্গে হাত মিলিয়ে বিজেপিকে শেষ করে দিচ্ছেন। অবশ্য কারও নাম না করেই এদিন বিস্ফোরক হন দিলীপ ঘোষ। রাজনৈতিক মহলের মতে, এই চ্যালেঞ্জ শুভেন্দু ও সুকান্তের উদ্দেশ্যেই। এমনকি বিজেপির অন্দরেও শোনা যাচ্ছে এই কথাই। 

উল্লেখ্য, তৃণমূল থেকে বিজেপিতে যোগ দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। তারপর বিজেপি যেখানেই তাঁকে দায়িত্ব দিয়েছে, সেখানেই নেমে এসেছে দলে ধস। পুর নির্বাচন হোক বা উপ নির্বাচন ব্যর্থ শুভেন্দু। সম্প্রতি তাঁর গড় থেকেই ২০০ জন দলীয় কর্মী গণ ইস্তফার হুমকি দিয়েছেন। আবার বারবার কথায় কথায় যুদ্ধ হয়েছে দিলীপ ও সুকান্তের। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সফরেও সবসময় দেখা গিয়েছে শুভেন্দু ও সুকান্তকে। দেখা মেলেনি দিলীপের। সেবারেও অভিমানী ছিলেন স্পষ্ট বক্তা দিলীপ। আর এদিন বিস্ফোরক হয়ে ছুঁড়লেন চ্যালেঞ্জ। অবশ্য তাঁর পাশে দাঁড়িয়েছেন  লকেট চট্টোপাধ্যায়। তিনি বলেন, দিলীপ ঘোষ বাংলার নেতা। বাংলাতেই থাকবেন। 

এর আগেও ‘নব্য’ ও ‘তৎকাল’ বিজেপির বিরুদ্ধে মুখ খুলেছিলেন দিলীপ। বলেছিলেন, দলে পুরানোদের গুরুত্ব দেওয়া উচিৎ। নাম না করে শুভেন্দুকেও আক্রমণ করেছিলেন তিনি। সুকান্ত প্রসঙ্গে বলেছিলেন, অভিজ্ঞতা কম। সম্প্রতি দিলীপ ঘোষ স্পষ্ট করে এও বলেছিলেন, তিনি কোথাও যাবেন না। থাকবেন বাংলাতেই। 

উল্লেখ্য, ৭ জুন কলকাতায় দলের কার্যকারিণী বৈঠক করতে আসবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। সূত্রের খবর, ১ দিন আগেই রাজ্যের রাজধানীতে চলে আসবেন তিনি। তাঁর সফরের আগেই দিলীপ ঘোষ হয়ে উঠেছেন বিস্ফোরক। বলেছেন, তিনি ভুল করে থাকলে দল এগাতে পারত না। গেরুয়া শিবিরে যোগ দেওয়া নেতাদের নাম না নিয়ে কটাক্ষ করে বলেছেন, যোগ্যতা নেই- নাম মুখে নেন না- পাত্তা দেন না। আরও প্রশ্ন করেন, তাঁরা দলকে কী দিয়েছেন? 

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

কাঁচড়াপাড়ার মুকুলের বাড়িতে আশীর্বাদ নিতে গেলেন অর্জুন সিং

‘অমৃতা রায়কে দেখলে বোঝা যায় মেকলের উদ্ধৃতি কত দামী’, দাবি ব্রাত্যের

‘একসঙ্গে জ্বালাবে’ লিখে আত্মঘাতী দম্পতি

বিজেপিকে বিপাকে ফেলে জঙ্গলমহলের একাধিক আসনে প্রার্থী কুড়মিদের

শ্যামনগরে পুকুর ভরাট রুখতে ছুটে গেলেন বিএলআরও

ভোটের ডিউটি থেকে ছাড়, খাদ্য দফতরের আধিকারিকদের একাংশের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর