27ºc, Haze
Wednesday, 29th March, 2023 12:52 am
নিজস্ব প্রতিনিধি: তৃণমূল (TMC) কর্মীদের ওপরে লাঠি এবং টাঙি নিয়ে চড়াও হওয়ার অভিযোগ বিজেপির (BJP) বিরুদ্ধে। অতর্কিত আক্রমণে গুরুতর জখম হন সবুজ শিবিরের ৩ জন। আহতের তালিকায় রয়েছেন স্থানীয় নেতা এবং কর্মী। এই ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। বাঁকুড়া জেলার ঘটনা।
রবিবার পাত্রসায়রে সভা যুবনেত্রী সায়নী ঘোষের। ওই সভার প্রস্তুতি সেরে গত শনিবার রাতে ফিরছিলেন তৃণমূল কর্মীরা। তখনই তাঁদের ওপর হামলা করে বিজেপি। অভিযোগ এমনটাই। ভয়াবহ এই ঘটনাটি ঘটেছে পাত্রসায়র ব্লকের বেলুট রসুলপুর গ্রাম পঞ্চায়েতের গড়েরডাঙা এলাকায়। বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের তাণ্ডবে গুরুতর আহত হন বেলুট এলাকার বুথ সভাপতি সাধন কুণ্ডু, শ্যামদাসপুর বুথের তৃণমূল পঞ্চায়েত সদস্যের স্বামী প্রশান্ত রুইদাস এবং সবুজ শিবিরের কর্মী বাবলু মাঝি।
আহতদের উদ্ধার করে প্রথমে নিয়ে যাওয়া হয়েছিল ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। পরে তাঁদের নিয়ে আসা হয় বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে। আহতদের দাবি, বিজেপির অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য জোর করা হচ্ছিল। তাতে না যাওয়ার জন্যই আক্রমণ চালানো হয়েছে।
শনিবারের এই ঘটনা প্রকাশ্যে আসতেই প্রবল অস্বস্তিতে পড়েছে জেলা বিজেপি। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। এলাকা জুড়ে ছড়িয়ে পড়েছে উত্তেজনা।