27ºc, Haze
Wednesday, 29th March, 2023 12:55 am
নিজস্ব প্রতিনিধি: বিজেপি (BJP) বিরোধী দলগুলির বরাবরের অভিযোগ, বঙ্গ রাজনীতির সৌজন্য নষ্ট করছে গেরুয়া শিবির। বিজেপি প্রতিমন্ত্রী, সাংসদ, বিধায়কদের বক্তব্য বারবার বেলাগাম হয়েছে। বিজেপি বিরোধীদের মারার নিদান থেকে বিডিও, পুলিশকে গাছে বেঁধে মার বা বিডিও’দের ঘরে তালা ঝুলিয়ে দেওয়ার নিদান সাম্প্রতিক কালে দিয়েছেন একাধিক জন। আবারও বেফাঁস গেরুয়া শিবিরের আরও এক বিধায়ক (MLA)। তিনি বাঁকুড়া জেলার ওন্দার বিধায়ক অমরনাথ শাখা।
অবশ্য এই প্রথম নয়। বিজেপি বিধায়ক অমরনাথ শাখা এর আগেও বিতর্কে জড়িয়েছিলেন বেফাঁস মন্তব্যের জন্য। আবারও বেলাগাম মন্তব্য করে তিনি নিজেই বোঝালেন ‘অমর আছেন সেই অমরেই’। মঙ্গলবার বিকেলে বাঁকুড়া জেলার সোনামুখী ব্লকের কোচডিহি এলাকায় বিজেপির একটি কর্মসূচিতে যান ওই বিধায়ক। সেখানেই তাঁর নিদান, দিদির দূতদের ঝাঁটা পেটা করার। তিনি বলেন, দিদির দূত মানে দিদির ভূত। সেই ভূতরা ঘরে ঘরে গেলে তাঁদের ঝাঁটা পেটা করুন।
কারও নাম না করে বলেন, মা ও ছেলে দু’জনে রাজ্যকে জর্জরিত করেছেন। বাংলাকে অশান্ত করছেন। পশ্চিমবঙ্গকে বাংলাদেশ করার চেষ্টা করছেন। এরপরেই বিজেপি বিধায়কের নিদান, ওঁদের বাংলা ছাড়া করতে হবে। বিজেপি বিধায়কের এমন মন্তব্যের পরেই বইছে সমালোচনার ঝড়। এর ফলে তীব্র অস্বস্তিতে পড়েছে বিজেপি। তৃণমূলের পক্ষ থেকে এই প্রসঙ্গে বলা হয়েছে, বিজেপি মানেই কু-কথার রাজনীতি। বাংলায় অশান্তি ছড়ানোর চেষ্টা করছে গেরুয়া শিবির।