27ºc, Haze
Wednesday, 29th March, 2023 12:24 am
নিজস্ব প্রতিনিধি, বজবজ: বজবজের জুটমিলে বিধ্বংসী আগুন। বজবজ পৌরসভার ৩ নং ওয়ার্ডে অবস্থিত বজবজ(Budge Budge) জুটমিল। সোমবার বিকাল সাড়ে ৪টে নাগাদ আগুন দেখে এলাকার লোক। জুটমিলের ভেতরে প্রচুর পরিমাণে দ্রাহ্য পদার্থ মজুত থাকার কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। জানা যাচ্ছে, জুটমিলের মধ্যে প্রচুর পরিমাণে পাট(Jute) মজুত আছে। তাতেই আগুন লেগে বিধ্বংসী চেহারা নেয়। দমকলের ৭ টি ইঞ্জিনের সাহায্যে আগুন (Fire)নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে দমকল কর্মীরা। আগুন নেভানোর কাজে বেগ পেতে হয় দমকল কর্মীদের। এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়েছে। আগুন নেভানোর কাজে হাত লাগিয়েছে এলাকার মানুষ। ঘটনাস্থলে বজবজ থানার পুলিশ এসে এলাকা খালি করে দেয়। মনে করা হচ্ছে শট সার্কিট থেকে আগুন লেগেছে। হতাহতের কোনও খবর নেই। জুটমিলের কতৃপক্ষের তরফে ক্ষয়ক্ষতির পরিমাণ কিছু জানানো হয়নি। আগুন যাতে ওই এলাকায় ছড়িয়ে না পড়ে তার জন্য দমকল কর্মীরা আপ্রাণ চেষ্টা চালাচ্ছে।
বিস্তারিত আসছে …..