এই মুহূর্তে




ক্যানিংয়ে জলে ডুবে দুই শিশুর মৃত্যু, মৃতদেহ দুটি নিয়ে ৩ ঘন্টা ধরে চলল ঝাড়ফুঁক




নিজস্ব প্রতিনিধি,ক্যানিং : জলে ডুবে মৃত্যু হল দুই শিশুর। শুক্রবার বিকালে ঘটনাটি ঘটেছে ক্যানিং থানার অন্তর্গত নিকারিঘাটা পঞ্চায়েতে সাতমুখী বাজার সংলগ্ন দুমকি পূর্বপাড়া গ্রামে(Dumki Purbapara Village)। মৃত দুই শিশুর নাম তামবির মোল্লা(৭) ও হাসানুর গাজী(৫) । এমন ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। ক্যানিং থানার বিশাল পুলিশ বাহিনী মৃত দুই শিশুর দেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে। স্থানীয় সুত্রে জানা গিয়েছে , শুক্রবার ওই দুই শিশু খেলা করছিল। সেই সময় ছোটাছুটি করতে গিয়ে বাড়ির অদুরে একটি পুকুরে পড়ে যায় একে একে দুজনে। হাবুডুবু খেতে থাকে দুটি শিশু।

তাদের আর্তনাদ কেউ শুনতে পায় না।এদিকে দুই পরিবারের লোকজন ওই দুই শিশুকে বিকেল নাগাদ বিস্তর খোঁজাখুঁজি শুরু করে। বাড়ির অদূরে একটি পুকুরে তাদের মৃতদেহ ভাসতে দেখে।পরিবারের লোকজন ও এলাকার মানুষজন জড়ো হয় পুকুর পাড়ে। ওই দুই শিশুকে মৃত অবস্থায় উদ্ধার করে। এরপর ওঝা-গুণিন ডেকে ওই দুই মৃত শিশুকে মাথায় করে পুকুরে জল ছিটিয়ে ঘোরানো হয়।এলাকার মানুষের বিশ্বাস শিশু দুজন বেঁচে উঠবে। এমনটা চলতে থাকে দীর্ঘপ্রায় ঘন্টা তিনেক সময়।

ঘটনার খবর পায় ক্যানিং থানার পুলিশ। মৃতদেহ উদ্ধার করতে গেলে প্রথমে পুলিশকে বাধা দেয় স্থানীয়রা। পরে ক্যানিং থানার(Caning P.S.) বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে হাজির হয়। মৃত দুই শিশুর দেহ উদ্ধার করে। ক্যানিং মহকুমা হাসপাতালে দুই শিশুকে নিয়ে গেলে চিকিৎসকরা ওই দুই শিশুর মূৃত্যু নিশ্চিত করেন। পরে দেহ দুটি ময়না তদন্তে পাঠায় পুলিশ। অন্যদিকে এমন মর্মান্তিক ঘটনায় এলাকায় নেমে আসে শোকের ছায়া।তবে ঠিক কি ভাবে এমন দুর্ঘটনা ঘটলো সে বিষয়ে তদন্ত শুরু করেছে ক্যানিং থানার পুলিশ।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

কংসাবতী নদী সাঁতরে বাড়ি ফিরতে গিয়ে জলের স্রোতে তলিয়ে গেলেন বলরামপুরের এক ব্যক্তি

কদম্বগাছির পীরগাছাতে শিশুদের ব্যবহৃত প্যাম্পারস কারখানার গোডাউনে বিধ্বংসী অগ্নিকাণ্ড

চন্দ্রকোনাতে বন্যায় ফের প্রাণ কাড়ল এক যুবকের, উদ্ধার মৃতদেহ

শৌচাগার পরিস্কার করতে নেমে বিষাক্ত গ্যাসে প্রাণ গেল ২ ভাইয়ের

মালদায় ‘ম্যাঙ্গো হাব ‘করার দাবি জানিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে চিঠি আম ব্যবসায়ী সংগঠনের

মেমারিতে অঙ্গনওয়াড়ির খিচুড়িতে টিকটিকি, ব্যাপক শোরগোল

Advertisement




এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ