এই মুহূর্তে




চাঁচলে প্রশাসনের নির্দেশ অগ্রাহ্য করে চিকিৎসা চালানোর অপরাধে সিল হল নার্সিংহোম




নিজস্ব প্রতিনিধি,চাঁচল: প্রশাসনে নির্দেশ অগ্রাহ্য করেই দেদার চলছিল নার্সিং হোম। চলছিল নিয়মিত রোগী ভর্তি করে চিকিৎসা।হচ্ছিল অস্ত্রোপচার সহ নানান চিকিৎসা।ব্লক প্রশাসন সূত্রে নার্সিংহোম খোলা রাখার কথা জানতে পেরে কঠোর পদক্ষেপ করল জেলা প্রশাসন।সম্পূর্ণভাবে সিল করে দেওয়া হল ওই নার্সিংহোম।মঙ্গলবার চাঁচল(Chachal) সামসি বাইপাস লাগোয়া ওই নার্সিং হোমটি(Nurshing Home) সিল করেন চাঁচল ২ ব্লকের বিডিও শান্তনু চক্রবর্তী।বিডিও বলেন,যা করা হয়েছে জেলা প্রশাসনের নির্দশেই পদক্ষেপ করা হয়েছে।ফ্রশাসন সূদ্দে জানাগেছে গত মে মাসের ১৫ তারিখে জেলা স্বাস্থ্য দফতরের একটি বিশেষ দল ওই নার্সিং হোম পরিদর্শন করেন।

সেই পরিদর্শনে একাধিক বেনিয়ম ও পরিকাঠামোগত ত্রুটি সামনে আসে।অভিযোগ,অপারেশন থিয়েটার ও লেবার রুমের ভেতরে পাওয়া গেছে ব্যবহৃত সিরিঞ্জ।সেখানে সিজার হলেও নবজাতক শিশুদের জন্য ছিলনা বিশেষজ্ঞ কোনো চিকিৎসক।এছাড়াও নার্সিংহোমের রেজিষ্টারের একাধিক গড়মিল দেখেন পরিদর্শনকারী কর্তারা।পাশাপাশি ল্যাবরেটরিতেও(Labratory) দেখা যায় বেনিয়ম।স্বাস্থ্য দফতরের তরফে জানানো হয় সঠিক পরিকাঠামো ও পর্যাপ্ত কর্মী ছাড়া এই নার্সিংহোম চললে তা মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর ও বিপদজনক।১৫২/১/খ ভারতীয় ন্যায় সংহিতার অধীনে জারি করা শর্ত সাপেক্ষে নার্সিংহোম বন্ধের নোটিশ দেওয়া হয়।মে মাসের ২০ তারিখে ১৫৭/২ ভারতীয় ন্যায় সংহিতার অধীনে এই নোটিশ গৃহীত হতেছিল।

কিন্তু বাস্তবে নোটিশের কার্যকারিতা হয়নি।নিয়ম না মেনেই নার্সিংহোম চালাচ্ছিল কর্তৃপক্ষ।তারপরেই এদিন প্রশাসনের পদক্ষেপে সিল(Seal) করা হয়।যদিও এপ্রসঙ্গে নার্সিংহোমের মালিক মতিউর রহমান দাবি করেন,নিয়মানুযায়ী আমাকে যে জরিমানা ধার্য্য করা হয়েছিল।সোমবার সেই জরিমানা জমা দিয়েছি।কিন্তু তার আগেই এই নোটিশ কার্যকর হয়ে যায়।পরিকাঠামো সব ঠিক করা হয়েছে। কিন্তু গোটা নার্সিংহোম সিল করে দেওয়া হয়েছে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

‘জল ছাড়ার পরিমাণ কমাতে হবে, ফের ডিভিসি-কে চিঠি পাঠাল রাজ্য

পরিবারে রয়েছে বিজেপির পঞ্চায়েত সদস্য, সেই বাড়িতেই ঠাঁই নেই মহিলার

প্রেমের প্রলোভন দেখিয়ে নাবালিকাকে ধর্ষণ, ভিডিও রেকর্ড করে ব্ল্যাকমেইল, গ্রেফতার ২

যৌন নিগ্রহে অভিযুক্তের ২৫ বছরের সাজা ঘোষণা করল আদালত

বাটখারা দিয়ে শাশুড়িকে খুন, যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ পুত্রবধূকে

টোটো দৌরাত্ম্য কমাতে সিউড়িতে চালু জোড়-বিজোড় নীতি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ