এই মুহূর্তে




মালদা জেলার তৃণমূলের চেয়ারপার্সন হলেন বাবলা সরকারের স্ত্রী চৈতালি সরকার




নিজস্ব প্রতিনিধি: মালদায় নিহত তৃণমূল কাউন্সিলর বাবলা সরকারের স্ত্রী চৈতালি সরকারকে দলের বিশেষ দায়িত্ব দেওয়া হল। বাবলা সরকার খুন হওয়ার পর মালদায় গিয়ে তার স্ত্রীর সঙ্গে দেখা করে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন চৈতালি সরকারকে(Chaitali Sarkar) বাবলা সরকারের অসমাপ্ত কাজ এগিয়ে নিয়ে যেতে হবে। দল চৈতালি সরকারকে যে দায়িত্ব দেবে তা বুঝিয়ে দিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো।মালদায় জেলার চেয়ারপার্সন করা হল নিহত বাবলা সরকারের স্ত্রীকে।চৈতালি সরকার এই দায়িত্ব পাওয়ার পর প্রতিক্রিয়া দিতে গিয়ে জানান,’ আমি মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি, আমাকে এই দায়িত্ব দিয়েছেন ।সব রকম ভাবে আমি দলের জন্য কাজ করে যাব।’ শুক্রবার তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক রদবদলে উল্লেখযোগ্য কিছু নাম সামনে এসেছে।উত্তর দিনাজপুর চেয়ারম্যান করা হল হামিদুর রহমানকে। তিনি চোপড়ার বিধায়ক। 

বিষ্ণুপুর সাংগঠনিক জেলাতেও সভাপতি বদল। সরানো হল অলোক মুখার্জিকে।পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি সাংগঠনিক জেলায় পীযূষ পণ্ডা ছিলেন জেলা সভাপতি। তা অপরিবর্তিত রাখা হয়। কিন্তু তমলুক সাংগঠনিক জেলার সভাপতি বদল করে দেওয়া হল। অসিত চট্টোপাধ্যায়ের পরিবর্তে সেখানে জেলা সভাপতি করা হয়েছে সুজিত কুমার রায়কে। ঘাটাল সাংগঠনিক জেলা সভাপতি পরিবর্তন করা হয়েছে। অজিত মাইতি সভাপতি হয়েছেন।পুরুলিয়া সভাপতি হয়েছেন রাজীব লোচন সোরেন। বীরভূমের জেলা সভাপতি পদ থেকে সরানো হয় অনুব্রত মণ্ডলকে(Anubrata Mondal)। বীরভূমের জন্য সাতজনের কোর কমিটি গঠন করা হয়েছে। পাশাপাশি দুজন সাংসদকে সদস্য করা হয়েছে কমিটির।উত্তর কলকাতার সভাপতি পদ থেকে সরানো হল সুদীপ বন্দ্যোপাধ্যায়কে(Sudip Bandopadhay)। ন’ জন বিধায়ককে কোর কমিটিতে যুক্ত করা হয়েছে। চেয়ারপার্সন হিসেবে থাকবেন সুদীপ। সমস্ত জেলার সভাপতি চেয়ারম্যানের নাম ঘোষণা হলেও উত্তর ২৪ পরগনার বারাসত সাংগঠনিক জেলার চেয়ারম্যান এবং সভাপতি নাম ঘোষণা করা হল না।সাংগঠনিক ক্ষেত্রে বড়সড় রদবদল না হলেও, বেশ কয়েকটি জায়গাতে কয়েকটি পরিবর্তন হয়েছে।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

কলকাতা বিমানবন্দর এলাকা থেকে ধরা পড়ল ভগবানগোলায় স্বামীকে খুনের ঘটনায় স্ত্রী ও প্রেমিক

বর্ধমানের পালসিট মোড়ে ভয়াবহ দুর্ঘটনায় মৃত ১

ভগবানগোলায় স্ত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার, খুনের অভিযোগে গ্রেফতার স্বামী

ধর্ষণে অভিযুক্ত তৃণমূল নেতার জামিন আর্জি খারিজ জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের

দত্তপুকুরে জলাশয় থেকে বাস কর্মীর মৃতদেহ উদ্ধার, তদন্তে পুলিশ

অল্পের জন্য প্রাণরক্ষা! রেলব্রিজ থেকে কালনাগিনীতে ঝাঁপ দিয়ে বাঁচলেন দাদু-নাতনি

Advertisement




এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ