-273ºc,
Friday, 2nd June, 2023 4:30 am
নিজস্ব প্রতিনিধি: মন্ত্রী বীরবাহা হাঁসদা’র (BIRBAHA HANSDA) সম্পর্কে কুরুচিকর মন্তব্যের অভিযোগ তুলে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (SUVENDU ADHIKARY) বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হল। সেই সঙ্গে এদিন ব্লক যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে একটি ধিক্কার মিছিলও বের করা হয়।
মঙ্গলবার সিঙ্গুর থানায় এই অভিযোগ দায়ের করে তৃণমূল। অভিযোগ দায়ের করেছেন দু’ই আদিবাসী যুবক। তাঁদের নাম- রাকেশ মাণ্ডি ও প্রকাশ কিস্কু। থানার সামনে দেখানো হয়েছে বিক্ষোভও।
উল্লেখ্য, সম্প্রতি তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ নিজের ট্যুইটার হ্যান্ডেল থেকে একটি ভিডিও আপলোড করেন। তাতে দেখা যাচ্ছে, শুভেন্দু অধিকারী মেজাজ হারিয়ে বলছেন, ‘এগুলা শিশু। এই দেবনাথ হাঁসদা, এই বীরবাহা, যে গুলা বসে আছে সেই গুলা শিশু। আমার জুতার তলায় থাকে’। এই বক্তব্যকে হাতিয়ার করেই সরব হয়েছে তৃণমূল।
আরও পড়ুন: ভিডিও ট্যুইট করে শুভেন্দুর প্রতি কুণালের প্রশ্ন, এ কেমন আদিবাসী প্রীতি!
গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নাম না করে বলেছিলেন, ‘কাওকে জুতোর নিচে থাকবে বা দাঁড় কাক বলা ঠিক নয়’। ওইদিন কারামন্ত্রী অখিল গিরির কড়া সমালোচনা করেন মুখ্যমন্ত্রী। সেই সঙ্গে দলের তরফে ক্ষমাও চেয়ে নেন তিনি। বলেছিলেন, অখিল অন্যায় করেছেন। এই জন্য তাঁকে সতর্ক করা হয়েছে। ভবিষ্যতে যাতে এমন বাজে কাজ না করেন, তার জন্য কড়া নির্দেশও দেওয়া হয়েছে। এরপরে রাষ্ট্রপতি সম্পর্কে মুখ্যমন্ত্রী বলেন, ‘রাষ্ট্রপতি অসাধারণ মহিলা। তাঁকে আমি সম্মান করি। পছন্দ করি। খুব মিষ্টি ওঁ’।
গত রবিবার ও সোমবারে মুখ খুলেছিলেন আদিবাসী উন্নয়ন দফতরের মন্ত্রী বীরবাহা হাঁসদা। গত রবিবার কারামন্ত্রীর কুরুচিকর মন্তব্যের তীব্র বিরোধিতা করে তিনি বলেছিলেন, রূপ এবং জাতি নিয়ে মন্তব্য সমর্থনযোগ্য নয়। তা অন্যায়। রাজনীতি যারা করেন তাঁরা কোনও মন্তব্য করার আগে সচেতন থাকতে হবে।
গতকাল মন্ত্রী বীরবাহা বলেছিলেন, শুভেন্দু যখন তাঁকে এভাবে বলেছিলেন তখন কেউ প্রতিবাদ করেনি। মন্ত্রীর প্রশ্ন, ‘আমিও তো আদিবাসী’ তাহলে কেন প্রতিবাদ করা হয়নি? ওই বক্তব্যও তো সমর্থনযোগ্য নয়।