এই মুহূর্তে




ডানকুনিতে ওভারব্রিজ থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা, ঝলসে গেল দেহ




নিজস্ব প্রতিনিধি, ডানকুনি: রবিবার ডানকুনি স্টেশনের চার নম্বর প্লাটফর্মের ওপর ওভার ব্রিজের থেকে এক ব্যক্তি ঝাঁপ দেয় হাওড়া – বর্ধমান লোকাল ট্রেনের(Howrah – Bardhaman Local Train) ওপর। তখন সবে মাত্রই ট্রেনটি ডানকুনি স্টেশনে প্রবেশ করে। হাই ভোল্টেজ তারে ওই ব্যক্তির দেহ স্পর্শ হলে নিমেষে তা গলে যায়। এরপর মৃতদেহটি আটকে যায় ট্রেনের ছাদে। ঝলসানো দেহ ঝুলতে থাকে। যা দেখে আঁতকে ওঠেন যাত্রীরা। এরপর খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ডানকুনি থানা(Dankuni P.S.) ও জিআরপি। ওই দেহ উদ্ধার করে দেওয়া হয়। বেশ কিছুক্ষণ পর আবার ট্রেন চলাচল শুরু হয়।

তবে ঝাঁপ দেওয়া ওই ব্যক্তিকে তার পরিচয় কি এবং কেনই বা তিনি এইভাবে আত্মহত্যা করলেন তা জানতে পুলিশ তদন্ত শুরু করেছে। পুলিশের পক্ষ থেকে আত্মহত্যা করা ওই ব্যক্তির পরিবারের সঙ্গে যোগাযোগ স্থাপন করা হয়েছে। জানা গিয়েছে ওই ব্যক্তি বেশ কিছুদিন থেকেই মানসিক অবসাদে ভুগছিলেন। মৃত ব্যক্তির নাম শেখ মারুফ(Sk.Maruf)। বাড়ি ডানকুনির মৃগালা ছাউনীপাড়া এলাকায়। প্রতিবেশী আত্মীয়দের সঙ্গে অসংলগ্ন কথাবার্তা বলছিলেন। তবে প্রাথমিক কারণ এটাই নাকি অন্য কারণ আছে তা খতিয়ে দেখছে পুলিশ। রোজকার মতো রবিবার ছুটির দিনে দুপুরে ব্যস্ততা ছিল ডানকুনি স্টেশনে। প্রত্যক্ষদর্শীরা জানান, জানান হাওড়া শিয়ালদা সব শাখায় ট্রেন চলছিল সকাল থেকে স্বাভাবিক ছন্দে । স্টেশন থেকে ওভার ব্রিজ সর্বত্র ভিড় ছিল যাত্রীদের।

এরই মধ্যে রবিবার দুপুরে ঘটে গেল এক ভয়ঙ্কর ঘটনা ডানকুনি স্টেশনে। ওভার ব্রিজ থেকে ঝাঁপ দিলেন এক ব্যক্তি। যিনি কিছুক্ষণ আগে ওই যাত্রীদের ভিড়ে মিশে ছিলেন। মুহূর্তের মধ্যে ওই যাত্রী এই ধরনের ঘটনা ঘটিয়ে বুঝবেন তা কেউ ভাবতে পারেননি। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে রেল পুলিশ ততক্ষণে হইচই পড়ে যায় ট্রেন যাত্রীদের মধ্যে। ওই ব্যক্তি কেন আত্মহত্যা করল মানসিক অবসাদের জন্যই কিনা তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ। এই আত্মহত্যার ঘটনায় ডানকুনি শাখায় রবিবার ছুটির দিনে দুপুরবেলায় বেশ কিছুক্ষণ স্বাভাবিক ট্রেন চলাচল ব্যাহত হয়।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

সোমবার চাকরিহারাদের নবান্ন অভিযান ঠেকাতে শনিবার থেকে ‘লোহার ব্যারিকেড’ বসাচ্ছে পুলিশ

হোয়াটসঅ্যাপে নাবালিকা ছাত্রীকে অশ্লীল বার্তা, গ্রেফতার স্কুলের প্রিন্সিপাল

আন্তর্জাতিক প্রতিযোগিতায় ৬’টি পদক জিতে ভারতের নাম উজ্জ্বল করলেন মালদার গৃহবধূ

সকাল থেকেই স্তব্ধ যশোর ও ভিআইপি রোডের একাংশ, চরম দুর্ভোগে লক্ষ-লক্ষ যাত্রী, নির্বিকার পুলিশ

প্রাণনাশের আশঙ্কা, বাড়ানো হল ভাঙড়ের ১০ তৃণমূল নেতার নিরাপত্তা

মানিকচকে তিন দিন নিখোঁজ থাকার পর আমবাগান থেকে মহিলার ঝুলন্ত দেহ উদ্ধার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ