এই মুহূর্তে




উল্টোরথে দিঘায় জনজোয়ার, মাসির বাড়ি থেকে মন্দিরে ফিরলেন জগন্নাথ




নিজস্ব প্রতিনিধি, দিঘা: পূর্ব মেদিনীপুর জেলার দিঘায় রথ যাত্রায় উন্মাদনা তুঙ্গে। গোটা দিঘা সৈকত শহর মেতেছে উৎসবে। উল্টো রথে উন্মাদনা তুঙ্গে। ভক্তদের ঢল নেমেছে দিঘা সমুদ্র সৈকতে।দিঘায় (Digha)উল্টোরথে লোকারণ্য । মাসির বাড়ি থেকে ঘরে ফিরছেন জগন্নাথ, বলরাম, সুভদ্রা।উল্টোরথের দিনও মাসির বাড়ি কমিটির তরফ থেকে ১০ হাজার মানুষকে অন্নপ্রসাদ বিতরণ করা হয়। সৈকত শহরে উল্টোরথে লক্ষাধিক মানুষের সমাগমে সকলের জন্য প্রসাদের ব্যবস্থা করেছে মন্দির কর্তৃপক্ষ। মাসির বাড়ি থেকে মন্দিরে ফিরছেন জগন্নাথদেব, বলরাম, সুভদ্রা।

প্রভুর ফিরতি যাত্রার সমস্তরকম আয়োজন শেষ করে ফেলেছেন দিঘা জগন্নাথ মন্দির ট্রাষ্ট কমিটি ও পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন। ভিড় জমতে শুরু করেছে শহরে। আঁটোসাট নিরাপত্তা সৈকতনগরীজুড়ে। পর্যটকদের যাতে কোনও সমস্যা না হয় তার জন্য স্বাস্থ্য দফতরের কর্মীরা সকাল থেকেই মোতায়েন রয়েছেন। রয়েছে এয়ার অ্যাম্বুল্যান্স(Air Ambulance)। আলোক শয্যায় সেজে উঠেছে গোটা সৈকত শহর। মাসির বাড়ি থেকে রথে চড়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন জগন্নাথ বলরাম ও সুভদ্রা।

উল্টো রথে রীতি নিয়ম মেনে পুজো পাঠ করা হয়। দিঘায় উল্টো রথে উপস্থিত ছিলেন হাজার হাজার পর্যটক। রথযাত্রায় উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(CM Mamata Banerjee)। উল্টো রথে মুখ্যমন্ত্রী না এলেও উপস্থিত ছিলেন রাজ্যের একাধিক নেতা-মন্ত্রীরা। তাদের ঘিরে ছিল কড়া নিরাপত্তাবলয়।প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে দিঘায় জগন্নাথ মন্দির হওয়ার পর এ বছরই প্রথম সেখানে রথের আয়োজন করা হয়। রথযাত্রার সোনার ঝাড়ু দিয়ে নাস্তা পরিষ্কার করে রথে রশিতে টান দিয়ে রথযাত্রা সূচনা করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়(CM Mamata B। লক্ষ লক্ষ ভক্তের সমাগম হয়েছিল দিঘা সমুদ্র সৈকতে। ইতিমধ্যে দিঘার জগন্নাথ মন্দিরের প্রসাদ গোটা রাজ্যে বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হচ্ছে রাজ্যের শাসক দলের পক্ষ থেকে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ব্যবসায়ীকে উপদেশ দিয়ে নগদ টাকা ও গয়না নিয়ে পালাল পোশাক পরা ‘পুলিশ’

রবিতে দুঃসংবাদ, দক্ষিণবঙ্গের ৭ জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস

ব্যারাকপুরে তৃণমূল কাউন্সিলরের দাদা সহ ৪ কুখ্যাত দুষ্কৃতী পুলিশের জালে

পরিচয় ভাঁড়িয়ে ‘আব্দুল’ হয়ে গেলেন ‘নেহা’, ১০ বছর ঘাঁপটি মেরে বসবাসের পর গ্রেফতার বাংলাদেশি যুবক

ভরা দামোদরের জলে স্নান করতে নেমে তলিয়ে মৃত্যু মামা – ভাগ্নের

বাঁকুড়ায় স্ত্রীকে পুড়িয়ে খুন করায় নাবালক ছেলের সাক্ষ্যে যাবজ্জীবন সাজা প্রাক্তন সেনা কর্মীর

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ