এই মুহূর্তে




শৌচাগার পরিস্কার করতে নেমে বিষাক্ত গ্যাসে প্রাণ গেল ২ ভাইয়ের




নিজস্ব প্রতিনিধি,ইংরেজবাজার: নির্মীয়মাণ বাড়ির শৌচাগারের ভিতরে ঢুকে কাজ করতে গিয়ে মৃত্যু হল দুই ভাইয়ের। এই ঘটনায় অসুস্থ হয়েছে আরও একজন শ্রমিক । তাঁর চিকিৎসা চলছে মালদা মেডিকেল কলেজ। শনিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে ইংরেজবাজার শহরের সুকান্তপল্লিতে(Sukantapally)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত দুই ভাইয়ের নাম উজ্জ্বল মণ্ডল (২৮) এবং অসিত মণ্ডল (২৫) । তাঁদের বাড়ি রেজবাজার থানার বাগবাড়ি বাঁধরোড এলাকায়। ছেলেদের মৃত্যুর খবর শুনে অসুস্থ হয়ে পড়েছেন অমল মণ্ডল (২৫)। তার বাড়ি ইংরেজবাজার থানার(Englishbazar P.S.) কাজিগ্রাম গ্রাম পঞ্চায়েতের করমনি গ্রামে।

এদিন তিনজন সুকান্তপল্লি এলাকার একটি নির্মীয়মান বাড়ির শৌচাগারের ভিতরে সাটারিং খুলছিল। সেই সময় ট্যাঙ্কের ভিতরে গ্যাসে অসুস্থ হয়ে পড়ে সবাই তিনজনকে উদ্ধার করতে গেলে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে সাটারিংয়ের কাঠ তাতেই আহত এবং অসুস্থ হয় ভেতরে থাকা সকলে। এই দুর্ঘটনা সময় তিনজন জখম হলে তাদেরকে মালদা মেডিকেল কলেজে(Malda Hospital) স্থানীয়রা উদ্ধার করে নিয়ে আসে। মেডিকেল কলেজের কর্তব্যরত চিকিৎসাকেরা দুইজন শ্রমিককে মৃত বলে জানিয়ে দেয়।

পুরো বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে , বাড়ির মালিকের নাম প্রসেনজিৎ বর্মন। পেশায় তিনি স্কুল শিক্ষক। সেখানেই তিনি একটি নতুন বাড়ি তৈরি করছিলেন । পুলিশ বাড়ির মালিককে জিজ্ঞাসাবাদ করছে। মৃতদেহ দুটি ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। মৃত দুই শ্রমিকের বাড়ির লোকজনদের খবর দিয়েছে পুলিশ। ওই বাড়িটিতে বৈধ অনুমতি নিয়ে নির্মাণ কাজ হচ্ছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে স্থানীয় কাউন্সিলর চৈতালি সরকার জানিয়েছেন। এই ঘটনাই ওই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

হাজার হাজার টাকা প্রতারণার ঘটনায় প্রতারককে দড়ি দিয়ে বেঁধে চলল গণপ্রহার

ব্যাপক বৃষ্টিতে ইছামতি নদীর জলস্তর বৃদ্ধি, ভাঙতে পারে কাঠের সেতু, আতঙ্কিত স্বরূপনগরবা

বৃদ্ধা মায়ের সম্পত্তি হাতিয়ে নিয়ে অত্যাচারের অভিযোগ পুত্র ও তার স্ত্রী’র বিরুদ্ধে

নকল আধার কার্ড ব্যবহার করে সরকারি কাজ পাইয়ে দেওয়ার অছিলায় প্রতারণা, ধৃত ১

ডাবল ইঞ্জিন রাজ্যে বিজেপি ভোট দিতে দেয় না, ফের তোপ মমতার

৩২ বছর আগের সেই দিনের AI ভিডিও বানিয়ে ২১ জুলাইয়ের প্রচারে তৃণমূল

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ