এই মুহূর্তে




জন্মের আগেই পেটে থাকা সন্তান এবং মায়ের মৃত্যু ঘিরে চাঞ্চল্য মালদায়




নিজস্ব প্রতিনিধি,ইংলিশ বাজার: পৃথিবীর আলো আর দেখা হল না। জন্ম হওয়ার আগেই পেটে থাকা সন্তান এবং মায়ের মৃত্যু। মালদায় আবার একটি বেসরকারি নার্সিংহোমের গাফিলতির কারণে প্রাণ হারালেন গর্ভবতী মা এবং গর্ভে থাকা সন্তান। মালদার ইংলিশ বাজারের(Englishbazar) মিল্কি এলাকায় এই বেসরকারি নার্সিংহোমের বিরুদ্ধে ইতিমধ্যেই মালদহ জেলা শাসকের কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। জানা গেছে, মালদার ইংলিশবাজার ব্লকের খাসখোল(Khaskhol) এলাকার বাসিন্দা তাসলিমা খাতুনের বিয়ে হয়েছিল শোভনগর গ্রাম পঞ্চায়েতের মোহনপুর এলাকার বাসিন্দা পেশায় পরিযায়ি শ্রমিক শেখ হাসিফুলের সাথে।

রবিবার সকাল ঠিক ১০ নাগাদ প্রসব যন্ত্রণা এবং পায়ে ব্যাথা নিয়ে ওই গৃহবধূকে ইংলিশ বাজারের মিল্কি এলাকায় একটি নার্সিংহোমে ভর্তি করা হয়। ওই দিনই দুপুর ১:৫০ নাগাদ নার্সিংহোম এর পক্ষ থেকে নিজেই অ্যাম্বুলেন্স (Ambulance)ডেকে ওই গর্ভবতী মহিলাকে মালদা মেডিকেল কলেজের রেফার করে। কিন্তু সেখানে নিয়ে আসা হলে চিকিৎসকরা জানান অনেকক্ষণ আগেই মারা গেছে তাদের রোগী। পরিবারের অভিযোগ সিজারের আগেই তাদের রোগীকে মেরে ফেলেছে নার্সিংহোম কর্তৃপক্ষ। দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলে নার্সিংহোম কর্তৃপক্ষের বিরুদ্ধে চিকিৎসার গাফিলতির অভিযোগ তুলে সোমবার এই মর্মে জেলা শাসকের কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। এদিকে সোমবার ওই গৃহবধূর দেহ ময়না তদন্ত করার পর বিকেলের পর পরিবারের হাতে তুলে দেওয়া হয়।

তবে যদিও এই বিষয়ে ওই নার্সিংহোম (Nurshing Home)কর্তৃপক্ষের কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি‌। পুলিশ ঘটনার তদন্ত করছে। ময়না তদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর ওই গৃহবধূর মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হতে পারবে পুলিশ। পরিবারের সদস্যরা ঐ নার্সিংহোম কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ এনে কঠোর শাস্তির দাবি জানিয়েছে।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

বুধবার নিম্নচাপ ঝাড়খণ্ডে সরলেও সমুদ্র থাকবে উত্তাল, ৪ জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

পঞ্চম শ্রেণির ছাত্রীর শ্লীলতাহানিকে কেন্দ্র করে অগ্নিগর্ভ ডালখোলা

ভরতপুরে জাল আধারকার্ড চক্র,পুলিশের জালে ২পাণ্ডা

সোনারপুর কলেজে ছাত্রীকে দিয়ে মাথা মালিশে অভিযুক্ত তৃণমূলের ছাত্র নেতা

ইংলিশবাজারে সংঘর্ষে আহত পুলিশ কর্মী ও সিভিক ভলান্টিয়াররা, ভাঙচুর দোকানপাট, বাড়িঘর

SSCর বিজ্ঞপ্তি জারির সিদ্ধান্ত খারিজ সহ ৩ আর্জি নিয়ে হাইকোর্টে মামলা

Advertisement




এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ