এই মুহূর্তে




পুজোর আগে ফালাকাটায় ফের পদ্মফুল শিবিরে ভাঙন ধরাল ঘাসফুল

নিজস্ব প্রতিনিধি ফালাকাটা: আলিপুরদুয়ার জেলায় দূর্গা পুজোর আগে ফালাকাটায় দলবদলের ঘটনা অব্যাহত। দুর্গাপুজোর আর ক’দিন বাকি। তবে তার আগে রাজনৈতিক দলগুলি প্রস্তুতি নিচ্ছে আগামী বিধানসভা নির্বাচনের। কারণ,বছর ঘুরলেই ভোট। তাই রবিবার সন্ধ্যায় ফালাকাটায় পদ্ম শিবিরে বড় ভাঙন ধরাল তৃণমূল কংগ্রেস। এদিন ব্লকের ময়রাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের লছমনডাবরি মৌজায় ১৩/২৪,১৩/২৫,১৩/২৬ নাম্বার বুথের ২৮টি পরিবার বিজেপি ছেড়ে তৃণমূলের পতাকা হাতে নেয়। দলে সবাইকে স্বাগত জানান তৃণমূলের জেলা সাধারণ সম্পাদক তথা ফালাকাটা পঞ্চায়েত সমিতির সভাপতি সুভাষ চন্দ্র রায় ও দলের ফালাকাটা গ্রামীণ ব্লক সভাপতি সঞ্জয় দাস।

সঞ্জয় জানান,ফালাকাটার(Falakata) বিভিন্ন অঞ্চলে বিজেপি ছেড়ে অনেকেই আমাদের দলে যোগ দিচ্ছেন। সবাইকে স্বাগত জানানো হচ্ছে। এদিনও ২৮টি পরিবার তৃণমূল কংগ্রেসে(TMC) যোগ দেয়। এই মানুষগুলি দীর্ঘদিন ধরে বিজেপি করত৷ কিন্তু সাম্প্রদায়িক বিজেপির(BJP) সঙ্গ ছেড়ে সবাই রবিবার উন্নয়নের জোয়ারে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলে আসেন এবং মা,মাটি,মানুষের সরকারের হাত শক্ত করেন।

সুভাষ চন্দ্র রায় জানান,সাম্প্রদায়িক,দাঙ্গাবাজ ধর্ম নিয়ে ভেদাভেদকারী বিজেপি নামক দল ত্যাগ করে উন্নয়নের কান্ডারি জননেত্রী মমতা বন্দোপাধ্যায়ের(Mamata Banerjee) হাতকে এবং উন্নয়নকে আরো মজবুত করতেই এদিন ২৮টি পরিবার আমাদের দলে যোগ দেয়। সবাইকে জাতীয়তাবাদী সবুজ অভিনন্দন জানানো হয়। আগামী দিনেও ফালাকাটা বিধানসভা জুড়ে এই যোগদান পর্ব অব্যাহত থাকবে।

ভাঙ্গন ধরবে গেরুয়া ব্রিগেডে।স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি যারা বিভিন্ন মোহতে গেরুয়া শিবিরে যোগ দিয়েছিল তাদের সেই মোহভঙ্গ হয়েছে। সকলেই এখন ফিরে আসতে চাইছেন মা মাটি মানুষের দলে। উন্নয়নের জোয়ারে সকলেই এখন সাথী হতে চাইছেন। আগামী বিধানসভা নির্বাচনের আগে বহু মানুষ এভাবেই তৃণমূল কংগ্রেস মুখী হয়ে উঠবে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

হাকিমপুর সীমান্তে বাংলাদেশ ফিরে যাওয়ার জন্য অনুপ্রবেশকারীদের ভিড় বাড়ছে

এবার রবিবারেও মিলবে কল্যাণী ,কৃষ্ণনগর এসি লোকাল ট্রেন ঘোষণা পূর্ব রেলের

শিলিগুড়ি জংশন স্টেশন থেকে উদ্ধার ৪ নাবালিকা, টাকার লোভ দেখিয়ে পাচারের অভিযোগ

উত্তরপ্রদেশের কুখ্যাত গ্যাংস্টার মহম্মদ সহরাব রিপন স্ট্রিট থেকে গ্রেফতার

SIR ফর্ম বিলির ক্ষেত্রে কলকাতা পিছিয়ে, দ্রুত কাজ শেষ করতে সময়সীমা নির্ধারিত করল কমিশন

বনগাঁয় সন্দেহজনক ব্যাগ খুলতেই বেরিয়ে এল মৃত মানুষের মাথার খুলি ও হাড়গোড়

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ