এই মুহূর্তে




গরুকে বাঁচাতে গিয়ে বিদ্যুতের মারণ ছোবল, নিমেষে মৃত্যু একই পরিবারের ৪ জনের




নিজস্ব প্রতিনিধি,জলপাইগুড়ি: গরুকে বাঁচাতে গিয়ে বিদ্যুতের মারণ ছোবল, নিমেষে মৃত্যু একই পরিবারের ৪ জনের।বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল একই পরিবারের চার জনের। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে গজলডোবার(Gajaldoba) ভোরের আলো প্রকল্পের কাছে টাকিমারি এলাকায়। একই সঙ্গে একটি গোরুরও মৃত্যু হয়েছে। জানা গেছে, বাড়িতে হুকিং করে অবৈধ ভাবে বিদ্যুৎ সংযোগ নিতে গিয়েই এই দুর্ঘটনা ঘটে। যেই তারের মাধ্যমে বিদ্যুৎ সংযোগ নেওয়া হয়েছিল সেই তার ছিঁড়ে পড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয় একটি গোরু। গোরুটিকে বাঁচাতে এগিয়ে যান বাড়ির মালিক। তখন ঘটনাস্থলেই বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। তাঁকে বাঁচাতে গিয়ে একে একে তাঁর স্ত্রী, ছেলে ও ছোট নাতির মৃত্যু হয়।।

মৃতদের মধ্যে রয়েছেন বাড়ির মালিক পরেশ দাস (৭০) তার স্ত্রী দিপালী দাস (৬০) ছেলে মিঠুন দাস (৩৫) এবং মেয়ের ঘরের নাতি সুব্রত অধিকারী (২)। স্থানীয়রা জানিয়েছেন, সন্ধ্যা নাগাদ মাঠ থেকে গরু বাড়িতে নিয়ে বাড়িতে ফিরছিলেন পরেশ দাসের ছেলে মিঠুন দাস। এই সময় তাঁর বাবা পরেশ দাস বাড়ির পাশে থাকা ইলেকট্রিক তারের সঙ্গে হুকিং করছিলেন। হঠাৎ তারটি ছিঁড়ে পড়ে গরুটির ওপর। গরুটিকে বাঁচাতে গিয়ে প্রথমে বিদ্যুৎস্পৃষ্ট হন পরেশ দাস। তাঁকে বাঁচাতে ছুটে আসেন স্ত্রী দিপালী দাস। তিনিও একই ভাবে বিদ্যুৎস্পৃষ্ট হন। এরপরেই পরেশবাবুর ছেলে মিঠুন দাস বাবা-মাকে বাঁচাতে ছুটে আসে। তখন তাঁর কোলে ছিল বোনের ছেলে সুব্রত অধিকারী। বিদ্যুতের ছোবলে তাঁদের দু’জনেরই মৃত্যু হয়। স্থানীয় বাসিন্দা কালাচাঁদ দাস বলেন, ‘সন্ধ্যায় এমন ঘটনা শুনতে পেয়ে স্তম্ভিত হয়ে গিয়েছি।’

টাকিমারী এলাকার বাসিন্দা বিজেপি নেতা দুলাল অধিকারী বলেন, ‘ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে ছুটে যাই এলাকায়। প্রবল বৃষ্টি হচ্ছিল । তার মাঝেই দেখতে পাই পরিবারের চারজন সদস্য অচেতন অবস্থায় পড়ে রয়েছে। এমন মর্মান্তিক ঘটনায় শোকাহত আমরা সকলেই।’ স্থানীয় ভোরের আলো থানার ওসি সন্দীপ দত্ত জানান, চারজনকে উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাদের মৃত ঘোষণা করেছে চিকিৎসক।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

সুবর্ণরেখা নদী পারাপারের সময় জলে ডুবে মৃত্যু হস্তি শাবকের

ধান্যকুড়িয়ার বল্লভ রাজবাড়ির দিঘির পাড়ে ঠাকুর – চাকরদের ঘরগুলি জঙ্গলে পরিণত হয়েছে

দুর্গাপুজোর আগে দৃষ্টিহীনদের দৃষ্টি ফেরালেন বিধায়ক ও চিকিৎসক সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায়

শুক্রবার বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে ঘনিয়ে আসছে দুর্যোগ, পুজোয় ভাসবে কলকাতা

নবদ্বীপের গৌরাঙ্গ সেতুতে ফের বড়সড় ফাটল,ভারী যান চলাচল বন্ধ

মাটির দুর্গা নয়, জলপাইগুড়িতে এবার বাজিমাত করবে জীবন্ত দুর্গা

Advertisement

এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর