এই মুহূর্তে




ঘুটিয়ারি শরীফে গ্রেফতার বাংলাদেশি মহিলা,তদন্তে পুলিশ




নিজস্ব প্রতিনিধি,ঘুটিয়ারি শরীফ : অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করার অপরাধে এক বাংলাদেশিকে গ্রেফতার করল ঘুটিয়ারি শরীফ ফাঁড়ি পুলিশ। গ্রেফতার বাংলাদেশি মহিলা। নাম বিউটি বেগম(Beauty Bagam) (২৭) । বাংলাদেশের নওসন্দি জেলার শিবপুরের (Sibpur)বাসিন্দা ওই মহিলা। পুলিশ সূত্রে জানা যায় , গত দুমাস আগে তার বন্ধু রিনার হাত ধরে বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে প্রবেশ করে সে। এরপর ভারতে প্রবেশ করার পর চলে যায় মুম্বাই। ভারতে অবৈধভাবে প্রবেশ করার কারণে যাতে পুলিশের চোখে ধরা না পড়ে , সেই কারণে জায়গা বদল করে চলে আসে দক্ষিণ ২৪ পরগনা জেলার ঘুটিয়ারি শরীফ এলাকায়।

ঘুটিয়ারি শরীফের দেওয়ানপাড়া একটি বাড়ি ভাড়া নিয়ে থাকতে শুরু করে ওই মহিলা। এলাকায় ভিক্ষুকের কাজ করে সংসার চালাতো ওই মহিলা। এমনটাই পুলিশ সূত্রে জানা যায়। ওই মহিলার সঙ্গে আর কেউ বাংলাদেশ(Bangladesh) থেকে চোরাপথে এসেছিল কিনা তা পুলিশ খতিয়ে দেখছে। রাজ্যের সীমান্তবর্তী বিভিন্ন এলাকা থেকে একের পর এক অবৈধ বাংলাদেশিরা গ্রেফতার হচ্ছে। কেউ ভারতীয় দালালের সাহায্যে নকল ভারতীয় পরিচয় পত্র নিয়ে ঢুকে পড়েছে। অনেকে আবার চোরা পথে এসে বাংলাদেশ ফিরে যাওয়ার সময় ধরা পড়ছে।

মূলত কাজের সন্ধানে প্রবেশ করছে বাংলাদেশিরা। ওপার বাংলায় কাজ নেই। খাবার নেই। রোজগার নেই। মোল্লা ইউনূস সরকারের ভুল নীতি আর ধর্মের আক্রমণ ওপার বাংলার অর্থনৈতিক পরিকাঠামোকে ভেঙে ফেলেছে। সেই কারণে ওপার বাংলার মানুষ জন ক্ষুধার জ্বালা নিবারণ করতে কাজের সন্ধানে চোরা পথে ভারতে প্রবেশ করছে। কিন্তু বিএসএফ ও পুলিশ প্রশাসন সতর্ক থাকায় উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ সর্বত্র অবৈধ যে সকল বাংলাদেশীরা বিনা ভিসায় প্রবেশ করছে তাদের গ্রেফতার করছে।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

কলকাতা বিমানবন্দর এলাকা থেকে ধরা পড়ল ভগবানগোলায় স্বামীকে খুনের ঘটনায় স্ত্রী ও প্রেমিক

বর্ধমানের পালসিট মোড়ে ভয়াবহ দুর্ঘটনায় মৃত ১

ভগবানগোলায় স্ত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার, খুনের অভিযোগে গ্রেফতার স্বামী

ধর্ষণে অভিযুক্ত তৃণমূল নেতার জামিন আর্জি খারিজ জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের

দত্তপুকুরে জলাশয় থেকে বাস কর্মীর মৃতদেহ উদ্ধার, তদন্তে পুলিশ

অল্পের জন্য প্রাণরক্ষা! রেলব্রিজ থেকে কালনাগিনীতে ঝাঁপ দিয়ে বাঁচলেন দাদু-নাতনি

Advertisement




এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ