এই মুহূর্তে




হালিশহরে ঘরের টালি খুলে ভিতরে প্রবেশ করে স্ত্রীকে খুন করল স্বামী




নিজস্ব প্রতিনিধি,হালিশহর: উত্তর ২৪ পরগনা জেলার হালিশহর ভুতবাগান এলাকায় ঘরের ৬’টি টালি খুলে ভেতরে ঢুকে নিজের স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে গলার নলি কেটে খুন করার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে।ঘটনাটি ঘটছে হালিশহর(Halisahar) ভুত বাগান এলাকায়। মৃতের নাম জ্যোৎস্না মন্ডল( ৪৫)। অভিযুক্ত স্বামির নাম উজ্জ্বল মন্ডল। এই ঘটনার পর ফেরার অভিযুক্ত উজ্জ্বল মন্ডল। সকাল বেলায় ঘরের টালি খুলে ভিতরে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে স্ত্রির গলার নলি কেটে খুন করে পালিয়ে যায়।এরপর স্থানীয় বাসিন্দারা ছুটে এসে পুলিশ কে খবর দেয়।বীজপুর থানার পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায়। তদন্তে পুলিশ জানতে পারে,নিজের স্ত্রীর গলা কেটে হত্যা করে কাঁচরাপাড়ার উজ্জ্বল মন্ডল ।

দীর্ঘদিন ধরে পারিবারিক সমস্যা চলত উজ্জ্বল মণ্ডলের স্ত্রী জ্যোৎস্না মন্ডল(Joysna Mandal) ও উজ্জল মণ্ডলের মধ্যে। পারিবারিক ঝামেলায় এমন পর্যায়ে চলে যায় যে সোমবার রাতে স্ত্রী জ্যোৎস্না মন্ডলের গলার নলি ধারালো অস্ত্র দিয়ে কেটে খুন করলেন তার নিজের স্বামী সেই ঘটনায় হতবাক সকলে ইতি। ইতিমধ্যেই স্বামী উজ্জ্বল মণ্ডলকে গ্রেফতার করেছে বীজপুর থানার পুলিশ। প্রসঙ্গত বাসন্তীতে দেওরের হাতে খুন হতে হয়েছিল বৌদিকে। ঠিক সেই একই রকম ঘটনা প্রকাশ্যে এল কাঁচরাপাড়া শহরে। কাঁচরাপাড়া শহরের ২৪ নম্বর ওয়ার্ডের চিত্তরঞ্জন কলোনির বাসিন্দার বছর ৪৫ এর জ্যোৎস্না মন্ডল প্রতিদিনের মতো নিজের ঘরেই শুয়ে ছিলেন ।

কিন্তু গভীর রাতে পেয়ারা গাছ বেঁয়ে ওপরে উঠে ঘরের ছ’টি টালি খুলে ঘরে প্রবেশ করে তার স্বামী উজ্জ্বল মণ্ডল(Ujjal Mandal)। ভেতরে প্রবেশ করে স্ত্রীর গলা কেটে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করে। ইতিমধ্যে এই ঘটনা প্রকাশ্যে এসেছে।এর আগেও বহুবার তার শাশুড়িকে তার শ্বশুর প্রাণে মারার হুশিয়ারি দিয়েছিল ।ঠিক গত সোমবার তা শেষ পর্যায়ে পৌঁছে দেয় তার শ্বশুরমশাই। তার শ্বশুরমশাইয়ের কঠোর থেকে কঠোর শাস্তির দাবি করেছেন বৌমা সহ প্রতিবেশীরা।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ভরতপুরে অবৈধ সম্পর্কের জেরে খুন ,মাটি খুঁড়ে মৃতদেহ উদ্ধার করল পুলিশ

চাঁচলে পাটক্ষেত থেকে মহিলার বস্তাবন্দি কঙ্কালসার দেহ উদ্ধার

বহরমপুরে ঘর জামাইয়ের হাঁসুয়ার কোপে খুন হলেন শাশুড়ি, এলাকায় উত্তেজনা

চরম উৎকণ্ঠা কাটিয়ে ইজরায়েল থেকে দেশে ফিরলেন শালবনির অনিরুদ্ধ

জগন্নাথ মন্দিরের রথযাত্রায় হাজির থাকতে বুধে দিঘা পৌঁছচ্ছেন মমতা

‘কালীগঞ্জে আনন্দকে ঢেকে দিল…’ কেন এমন বললেন শতাব্দী রায়?

Advertisement




এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ