এই মুহূর্তে




হাসনাবাদে একাধিক বাংলাদেশি নাগরিকদের শ্বশুরকে বাবা সাজিয়ে ভোটার লিস্টে নাম তোলার অভিযোগ

নিজস্ব প্রতিনিধি,হাসনাবাদ: একাধিক বাংলাদেশি নাগরিক শ্বশুরকে বাবা সাজিয়ে ভোটার লিস্টে নাম তোলার অভিযোগ ।আবার কেউ এখনো ভোটারই হতে পারেনি, বিয়ে করে বসবাস করছে দিব্যি এই দেশে।সংবাদমাধ্যমের প্রতিনিধিদের দেখে কেউ বাড়ি ছেড়ে পালালো , আবার কারুর বউ বাড়িতে থেকে বেরিয়ে এসে আমাদের সঙ্গে কথা বললেন, কারোর বউ আবার গেটে তালা মেরে বারান্দায় বসে দূর থেকে আমাদের সাথে কথা বললেন। যাতে আমরা কোন মতে বাড়িতে ঢুকতে না পারি।উত্তর ২৪ পরগনা বসিরহাট মহকুমার হাসনাবাদের(asnabad) কাঠুরিয়া পাড়া এলাকার ঘটনা*এই এলাকায় বেশ কয়েকজন বাংলাদেশি বসবাস করে , অধিকাংশ শ্বশুরকে( বাবা সাজিয়ে ভোটার লিস্টে নাম তুলেছে ।

কেউ আবার বাংলাদেশ থেকে এসে এখানে বিয়ে করেছে কিন্তু এখনো ভোটার লিস্টের নাম তুলতে পারেনি । এই অভিযোগ পেয়ে সংবাদ মাধ্যমের কর্মীরা যখন ঘটনাস্থলে যায় তখন আব্দুল আহাদ গাজী বাড়িতে নেই বলে দাবি করলেন তার সাজানো মা । ওই সাজানো মা বাড়ির গেটে তালা দিয়ে বারান্দায় বসে থাকলেন। তিনি বলেন, আব্দুল আহাদ গাজীর পাতানো বাবা নুরুজ্জামান গাজী ও বাড়িতে নেই। তিনি কাজে গেছেন । আর মনি সর্দার যে বাড়িতে বিয়ে করেছে সেই বাড়িতে যাওয়ার আগেই মনি সর্দারের স্ত্রী সফুরা বিবি রাস্তায় এসে সংবাদমাধ্যমের কর্মীদের সঙ্গে কথা বলেন । তার বাড়িটা তিনি নিজে তো দেখালেন না এমনকি আশেপাশে দু একজন যারা ছিল তারাও দেখিয়ে দিলেন না ।

সফুরা বিবির দাবি-মনি সর্দারের এর বাড়ি কোথায় তিনি নিজেই জানে না । স্বামীর সঙ্গে তার এখন ছাড়াছাড়ি হয়ে গেছে ।সেই কারণে স্বামী কোথায় থাকে তাও তিনি জানেন না বলে দাবি করছেন । আর একজনতো বলেই দিলেন এলাকার পঞ্চায়েতের প্রধান মেম্বাররাই সেই সময় ভোটার করে দিয়েছিল । আমরা কি বুঝি ।যদিও এই বিষয়ে হাসনাবাদ পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি এস্কেন্দার গাজী বলেন,ভোটার তো আর আমরা করি না । ভোটের করে ইলেকশন কমিশন । যদি এরকম হয়ে থাকে তাহলে ইলেকশন কমিশনের(Election Comission) দোষ । তবে আমরা শুনলাম আমরা প্রশাসনিক দফতরে জানাবো যাতে এই সমস্যার সমাধান হয় ।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

উত্তরপ্রদেশের কুখ্যাত গ্যাংস্টার মহম্মদ সহরাব রিপন স্ট্রিট থেকে গ্রেফতার

SIR ফর্ম বিলির ক্ষেত্রে কলকাতা পিছিয়ে, দ্রুত কাজ শেষ করতে সময়সীমা নির্ধারিত করল কমিশন

বনগাঁয় সন্দেহজনক ব্যাগ খুলতেই বেরিয়ে এল মৃত মানুষের মাথার খুলি ও হাড়গোড়

চার বছর আগে চলে যাওয়া গৃহবধূ ভোটার কার্ডের খোঁজে প্রাক্তন স্বামীর বাড়িতে, তারপর…

৫ দিন নিখোঁজ থাকার পর জলাশয়ে ভাসল শিশুকন্যার দেহ, শোকের ছায়া গ্রামে

‘ভোটে লড়ার জন্য টিকিট চাইনি’, ফের সরব দিলীপ ঘোষ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ