এই মুহূর্তে




ইছামতি নদীর বাঁধে ৭০ফুট ভাঙ্গন,আতঙ্কে এলাকাবাসীরা




নিজস্ব প্রতিনিধি,হিঙ্গলগঞ্জ: উত্তর ২৪ পরগনা জেলার হিঙ্গলগঞ্জের ১৩ নম্বর স্যান্ডেলার বিল সুইচগেট সংলগ্ন ইছামতি নদীর(Ichamoti River) বাঁধে ৭০ফুট ভাঙ্গন।আতঙ্কে এলাকাবাসীরা।বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জের ১৩ নম্বর স্যান্ডেলার বিল। ১৩ নম্বর সানডেলার বিল সুইসগেট সংলগ্ন এলাকায় ইছামতি নদীর বাঁধ আনুমানিক ৬০ থেকে ৭০ ফুট ধস নেমে বসে গিয়ে ভাঙ্গন ধরেছে। গত কয়েক বছর ধরে আইলা, আমফান, বুলবুল সহ একাধিক প্রাকৃতিক বিপর্যয়ে বহু মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই আবারও এই নদীর বাঁধ ভাঙ্গনে বর্ষার সময়ে সাধারণ মানুষজন আতঙ্কিত। এলাকাবাসী নিতিশ মন্ডল, উদ্দীপ আলী সরকার জানিয়েছেন ,সকলেই আতঙ্কে আছেন। নদীর বাঁধের যা পরিস্থিতি হয়ে গেছে তাতে এই ভরা কোটালে যে কোনো মুহূর্তে জল ঢুকে যাবে এলাকায়।

তাই সাধারন মানুষ চাইছেন দ্রুত বাঁধ মেরামতির ব্যবস্থা করা হোক। এ বিষয়ে স্যান্ডেলের বিল গ্রাম পঞ্চায়েতের প্রধান পরিতোষ বিশ্বাস তিনি জানিয়েছেন, পঞ্চায়েতের পক্ষ থেকে নজরদীরি করা হচ্ছে। BDO হিঙ্গলগঞ্জকে জানানো হয়েছে এবং ইরিগ্রেশন দফতরকেও জানানো হয়েছে। গ্রামবাসীরা আরো বলেন ,ওই এলাকায় একাধিক সময় বাঁধ ভেঙ্গে গ্রামের মধ্যে নোনা জল ঢুকে ক্ষতিগ্রস্ত হয়েছে ।একদিকে সবজি ফসল অন্যদিকে সাদা মাছ চাষিরা তাই আতঙ্কে রয়েছে ।

আবার যদি সেই ভয়াবহ চেহারা নেয় নদী তখন কি হবে। আশঙ্কার মেঘ মাথায় নিয়ে রয়েছেন ওইসব গ্রামের বাসিন্দারা।গ্রামবাসীরা জানান, কত বৃহস্পতিবার থেকেই এই ভাঙ্গন শুরু হয়েছে। ধীরে ধীরে ভাঙ্গনের ব্যাসার্ধ বাড়ছে। পঞ্চায়েত থেকে বিডিওকে সমস্ত কিছু জানানো হচ্ছে। এরপর বিডিওর পক্ষ থেকে গোটা বিষয়টি সেচ দফতরকে রিপোর্ট করা হচ্ছে। এখন দেখার বিষয় কত দ্রুত সেচ দফতর এই ভাঙ্গন রোধে ব্যবস্থা গ্রহণ করে।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

জয়নগরের দক্ষিণ বারাসতে প্রায় ৩ কোটি টাকা ব্যয়ে তৈরি হল বৈদ্যুতিক চুল্লি

ন্যাজাটে নাবালিকাকে ধর্ষণ করে খুনের ঘটনায় গ্রেফতার বিজেপি নেতা সহ ২

বুধবার নিম্নচাপ ঝাড়খণ্ডে সরলেও সমুদ্র থাকবে উত্তাল, ৪ জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

পঞ্চম শ্রেণির ছাত্রীর শ্লীলতাহানিকে কেন্দ্র করে অগ্নিগর্ভ ডালখোলা

ভরতপুরে জাল আধারকার্ড চক্র,পুলিশের জালে ২পাণ্ডা

সোনারপুর কলেজে ছাত্রীকে দিয়ে মাথা মালিশে অভিযুক্ত তৃণমূলের ছাত্র নেতা

Advertisement




এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ