এই মুহূর্তে




এনআরসি আতঙ্ক! পূর্ব জামালপুরের পরিযায়ী শ্রমিকের অস্বাভাবিক মৃত্যুতে রাজনৈতিক কাজিয়া

নিজস্ব প্রতিনিধি ,জামালপুর: আবার এক পরিযায়ী শ্রমিকের এস আই আর আতঙ্কে মৃত্যু হল। পূর্ব বর্ধমানের জামালপুরের পরিযায়ী শ্রমিকের মৃত্যু তামিলনাড়ুতে(Tamilnadu)। মৃত পরিযায় শ্রমিকের নাম বিমল সাঁতরা(Bimal Santra),(৫১)। জামালপুরের নবগ্রামের বাসিন্দা বিমল সাঁতরা। তার ছেলে বাপি সাঁতরার দাবি তার বাবার এস আই আর আতঙ্কে মৃত্যু হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় এর নির্দেশে মৃত পরিচয় শ্রমিকের বাড়িতে যাচ্ছেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ। তৃণমূলের একটি প্রতিনিধি দল হয় পরিযায়ী শ্রমিকের বাড়িতে রওনা দিয়েছেন। যদিও এই বিষয়ে অযথা আতঙ্ক ছড়ানো হচ্ছে বলে তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ এনেছে বিজেপি। জানা গিয়েছে তামিলনাড়ুর তাঞ্জিবুর জেলার ওড়াকান্দু (Orakandu)পাটু কুটা এলাকায় চাষের জমিতে ধান রুইতে গিয়েছিলেন বিমল সাঁতরা। বর্তমানে কাজ বন্ধ ছিল। বাড়ি ফিরে আসার সিদ্ধান্ত নিয়েছিলেন। এর মধ্যেই এসআইআর (SIR)বাংলায় চালু হবে বলে তিনি খবর পান। সব নটি ঠিক আছে কিনা কিভাবে বাড়ি ফিরবেন অর্থনৈতিক পরিস্থিতি এসব নিয়ে চিন্তায় ছিলেন বিমল বাবু এমনটাই দাবি তার ছেলে বাপি সাঁতরার। অসুস্থ হয়ে পড়েছিলেন তামিলনাড়ুতে।

তামিলনাড়ু তাঞ্জিবুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছিলেন। চিকিৎসাধীন অবস্থায় সেখানে তার মৃত্যু হয়। শুক্রবার তামিলনাড়ুর হাসপাতালে ময়না তদন্ত করা হয়। এরপর শনিবার সন্ধ্যায় ওই পড়ে যায় শ্রমিকের দেহ বাড়ি ফিরিয়ে আনা হয়। মৃতদেহ বাড়িতে আনার পর ছেলে বাপি সাঁতরা দাবি করেন তার বাবার এস আই আর আতঙ্কে মৃত্যু হয়েছে। তারপরই শুরু হয় রাজনৈতিক তরজা।গলসির বিধায়ক(MLA Galshi) অলক মাঝির দাবি, সাধারণ মানুষ এস আই আর নিয়ে আতঙ্কিত। কি হবে কিছু বোঝা যাচ্ছে না ।বাংলায় এস আই আর চালুর বিষয়টি জানার পরেই বিমল সাঁতরা আতঙ্কিত হয়ে অসুস্থ হন।

এরপর তামিলনাড়ুর হাসপাতালে তার মৃত্যু হয়। এই খবর পাওয়ার পর পরিবারের পাশে থাকার বার্তা দিয়েছে রাজ্যের শাসক দলের নেতারা। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দেশে জেলা সভাপতি রবি চট্টোপাধ্যায় এবং বর্ধমান পুরসভার মেয়র পরিষদ ও রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ মৃত পরিযায়ী শ্রমিকের পরিবারের সঙ্গে দেখা করতে তার বাড়ি উদ্দেশ্যে রওনা দেন। এদিকে বিজেপির জামালপুর মণ্ডলের সভাপতি প্রতাপচন্দ্র পাল বলেন যে, কোন মৃত্যু দুঃখজনক ।কিন্তু তৃণমূল এস আই আর নিয়ে অপপ্রচার করছে ।শারীরিক কারণে ওই ব্যক্তি মারা গিয়েছে। তৃণমূল এটাকে নিয়ে রাজনীতি করছে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

প্রকাশ্যে SIR এর ভিন্ন ছবি, গ্রামে ফিরে স্কুলপড়ুয়াদের খাওয়ালেন পরিযায়ী শ্রমিক

ফ্রিজের মধ্যে ফুলকপিকে জড়িয়ে রয়েছে সাপ, চাঞ্চল্য মালদহে

খড়িবাড়ির পর শিলিগুড়ি! জাল জন্ম ও মৃত্যু শংসাপত্র চক্রের হদিশ, ধৃত ১

ঐতিহাসিক মুদ্রা থেকে দেশ বিদেশের ডাকটিকিট, মাইক্রোবায়োলজিস্টের সংগ্রহ দেখলে চমকে যাবেন

চেন্নাইয়ে কাজে গিয়ে মৃত্যু, পরিযায়ী শ্রমিক অসীমের দেহ ফিরল বাহারি গ্রামে, শোকের ছায়া বীরভূমে

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ