এই মুহূর্তে




কালীগঞ্জে ভোট গণনার মধ্যেই বোমাবাজিতে নাবালিকার মৃত্যু, কাঠগড়ায় তৃণমূল




নিজস্ব প্রতিনিধি, কালীগঞ্জ: নদিয়া জেলার কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচনে যখন ১৮ রাউন্ডের গণনা শেষ হয়েছে সেই সময় তৃণমূলের বিজয় মিছিল থেকে বোমা ছোড়া হয়, বলে অভিযোগ। সিপিএমের বাড়ি লক্ষ্য করে বোমা ছোড়া হয়। চতুর্থ শ্রেণীর এক ছাত্রীর মৃত্যু হয়।এই ঘটনায় ওই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এলাকায় প্রচুর পরিমাণে পুলিশ পাঠানো হয়েছে। এই ঘটনাকে দুঃখজনক বলে মন্তব্য করেছেন সব রাজনৈতিক দল।কালীগঞ্জের মোলান্দি গ্রামে(Molandi Village) এই ঘটনা ঘটে। পুলিশকে কড়া নিরাপত্তা ওব্যবস্থা নেওয়ার নির্দেশ মুখ্যমন্ত্রীর(CM)।

৯ বছরের বালিকার মৃত্যু হয়েছে। বোমার আঘাতে গুরুতর জখম নাবালিকার ঘটনাস্থলেই মৃত্যু হয়।কালীগঞ্জে বোমা হামলার ঘটনায় ১ জনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি। এই ঘটনার কড়া ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে। জেলা প্রশাসনের কাছ থেকে গোটা বিষয়ে রিপোর্ট তলব করা হয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে। জেলা প্রশাসন কী রিপোর্ট দেয়, এখন সেটাই দেখার। নিহত নাবালিকার নাম তার নাম তামান্না খাতুন। সিপিএমের একাধিক কর্মী সমর্থকদের বাড়িতে বোমা ছাড়া হয়েছে ওই গ্রামে বলে অভিযোগ।অভিযোগ ভোটের ফল প্রকাশ হতেই তৃণমূল কর্মীরা সিপিআইএম সমর্থকদের উপর বোমাবাজি করে। সেই সময় ওই নাবালিকা বোমার আঘাতে গুরুতর জখম হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয়। এলাকাবাসী এবং পরিবারের

অভিযোগ আজ ভোট গণনা চলাকালীন নবম রাউন্ডের শেষে যখন তৃণমূল এগিয়ে থাকে তখনই এই পরিবারের উপর চড়া হয় স্থানীয় ব্লক সভাপতি নেতৃত্বে বেশ কিছু তৃণমূল কর্মী সমর্থক তারপর বোমাবাজি শুরু হয় বাড়িতে। ছোট্ট নাবালিকা স্নান করতে যাওয়ার সময় তার গায়ে বোমা লাগে এবং সেখানেই ঘটনাস্থলে মৃত্যুবরণ করে ওই নাবালিকা। নাবালিকার পরিবার সিপিআইএম করে সেক্ষেত্রে তৃণমূলের পক্ষ থেকে বারংবার তাদেরকে হুমকি দেয়া হয়েছে এর আগেও ভোট চলাকালীন তাদেরকে হুমকি দেয়া হয়েছে। অবিলম্বে অভিযুক্ত তৃণমূলের ভূত সভাপতিকে গ্রেপ্তার এবং তার শাস্তির দাবি তুলেছে পরিবার।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

জয়নগরের দক্ষিণ বারাসতে প্রায় ৩ কোটি টাকা ব্যয়ে তৈরি হল বৈদ্যুতিক চুল্লি

ন্যাজাটে নাবালিকাকে ধর্ষণ করে খুনের ঘটনায় গ্রেফতার বিজেপি নেতা সহ ২

বুধবার নিম্নচাপ ঝাড়খণ্ডে সরলেও সমুদ্র থাকবে উত্তাল, ৪ জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

পঞ্চম শ্রেণির ছাত্রীর শ্লীলতাহানিকে কেন্দ্র করে অগ্নিগর্ভ ডালখোলা

ভরতপুরে জাল আধারকার্ড চক্র,পুলিশের জালে ২পাণ্ডা

সোনারপুর কলেজে ছাত্রীকে দিয়ে মাথা মালিশে অভিযুক্ত তৃণমূলের ছাত্র নেতা

Advertisement




এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ