এই মুহূর্তে

খড়গপুর পুরসভা পেল নতুন পুরপ্রধান, দায়িত্বে কল্যাণী ঘোষ

নিজস্ব প্রতিনিধি: অবশেষে নতুন পুরপ্রধান পেল রাজ্যের রেলশহর হিসাবে পরিচিত পশ্চিম মেদিনীপুর(Paschim Midnapur) জেলার অন্যতম মহকুমা শহর খড়গপুর(Kharagpur Municipality)। পূর্বেকার পুরপ্রধান ইস্তফা দেওয়ার সাড়ে ৩ মাসের মাথায় নতুন পুরপ্রধানের নাম ঘোষণা করে দেওয়া হল। আগামী পয়লা বৈশাখ নতুন পুরপ্রধান তাঁর দায়িত্বগ্রহণ করবেন বলেই তৃণমূলের তরফে জানানো হয়েছে। খড়গপুর পুরসভার দুই দফার চেয়ারম্যান ছিল প্রদীপ সরকার(Pradip Sarkar)। কিন্তু নানা ইস্যুতে তাঁর সঙ্গে দলের কাউন্সিলরদের বিরোধ বাঁধে। সেই কারণে গত বছরের ২১ ডিসেম্বর খড়গপুর পুরসভার পুরপ্রধানের পদ থেকে প্রদীপকে ইস্তফা দিতে বলা হয় এবং তিনি তা দিয়েও দেন। তারপর থেকেই কার্যত অভিভাবকহীণ হয়ে পড়ে রাজ্যের রেলশহর। সেই জায়গা থেকে শহরের নতুন পুরপ্রধান কে হবেন তা নিয়ে কয়েক মাস ধরেই প্রশ্ন ঘুরছিল শহরের পাশাপাশি জেলার রাজনীতিতেও।

আরও পড়ুন তৃণমূলের সাংসদ পদ থেকে আচমকাই ইস্তফা লুইজিনহো ফ্যালেরিওর

অবশেষে সেই প্রশ্নের উত্তর মিলল মঙ্গলবার দুপুরে। এদিন তৃণমূলের(TMC) পশ্চিম মেদিনীপুর জেলার সভাপতি সুজয় হাজরা জানিয়ে দিয়েছেন, খড়গপুর পুরসভার নতুন পুরপ্রধান হচ্ছে শহরের ৫ বারের কাউন্সিলর কল্যাণী ঘোষ(Kalyani Ghosh)। তিনি ৭ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর। খড়গপুর পুরসভায় এই প্রথম কোনও মহিলা চেয়ারম্যান হচ্ছেন। এর আগে এই পুরসভায় কোনও মহিলা চেয়ারম্যান হননি। এদিন তৃণমূলের জেলা পার্টি অফিসে সাংবাদিক বৈঠক করে নতুন চেয়ারপার্সন কল্যাণীর নাম ঘোষণা করেন সুজয়। চেয়ারপার্সন হিসাবে পয়লা বৈশাখ শপথগ্রহণ করবেন কল্যাণী। এর আগে পুরপারিষদ এবং প্রশাসক হিসাবে দায়িত্ব পালন করেছেন কল্যাণী। এদিন তিনি সকলকে নিয়ে কাজ করার বার্তা দিয়েছেন। পাশাপাশি এদিন সুজয় এটাও জানিয়েছেন, ‘প্রদীপ সরকার কাউন্সিলর হিসাবে রয়েছেন। আগামিদিনে দল তাঁকে কোনও দায়িত্ব দিলে তা জানিয়ে দেওয়া হবে।’ অর্থাৎ নতুন পুরবোর্ড গড়া হলেও সেখানে বড় কোনও দায়িত্ব পাচ্ছেন না প্রদীপ।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

সুকান্তের জেলায় ভোট প্রশিক্ষণে গরহাজির ৭০০ কর্মীকে শোকজ

১৪ বছর আগে শিলান্যাস, আজও বাস্তবায়িত হয়নি আমতা-বাগনান রেলপ্রকল্প

সন্দেশখালিতে ফের রাজনৈতিক পতাকা লাগানোকে কেন্দ্র করে উত্তেজনা ,সংঘর্ষ

হার নিশ্চিত দেখেই দিল্লিতে ছুট বিজেপি প্রার্থী বিস্তার

ইডি-সিবিআইয়ের ভূমিকা নিয়ে কমিশনের কাছে নালিশ তৃণমূলের

কাঁচড়াপাড়ার মুকুলের বাড়িতে আশীর্বাদ নিতে গেলেন অর্জুন সিং

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর