এই মুহূর্তে




শুভেন্দু অধিকারীকে পূর্ব বর্ধমানে বুধবারের বদলে রবিবার মিছিল করার অনুমতি কলকাতা হাইকোর্টের

নিজস্ব প্রতিনিধি: শুভেন্দু অধিকারীকে বুধবারের বদলে রবিবার পূর্ব বর্ধমানের মিছিল করার অনুমতি দিল হাইকোর্ট। ঐদিন রাজ্যের বিরোধী দলনেতা মিছিল করলে রাজ্যের আপত্তি নেই বলে ডিভিশন বেঞ্চে জানাল রাজ্য । রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী(Subhendu Adhikari) জোড়া মিছিলের বিরোধিতা করে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে দ্বারস্থ হয়েছিল রাজ্য। রাজ্যে তরফে দ্রুত শুনানির আর্জি জানানো হয়েছিল। মঙ্গলবার একটি মিছিল ছিল উত্তর চব্বিশ পরগনার সোদপুরে। অপর মিছিলটি বুধবার পূর্ব বর্ধমানে হওয়ার কথা। কিন্তু মঙ্গলবার হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল এবং স্মিতা দাস দে ‘ র বেঞ্চ দ্বিতীয় মিছিলটি বুধবারের বদলে রবিবার করার নির্দেশ দেয়। আগামী ৯ নভেম্বর রবিবার শুভেন্দু অধিকারী সেখানে মিছিল করলে রাজ্যের আইনজীবীর কোন বিরোধিতা নেই বলে জানিয়ে দেওয়া হয়।

এদিকে মঙ্গলবার হাইকোর্টে শুনানি শুরু হওয়ার আগেই সোদপুরের মিছিল শুরু হয়ে যায়। বিজেপি আইনজীবী ওই মিছিলের অনুমতির বিষয়ে প্রশ্ন করলে বিচারপতি জানান আদালতের নির্দেশ নামায় বিষয়টি উল্লেখ থাকবে। জোড়া মিছিলের অনুমতি না মেলায় সোমবারই হাইকোর্টে দ্বারস্থ হয়েছিল বিজেপি(BJP)। তাদের বক্তব্য ছিল তারা রাজ্যে আইনশৃঙ্খলা অবনতির বিরুদ্ধে এবং মানুষের নিরাপত্তার নিশ্চিত করার দাবিতে ওই দুটি মিছিল করতে চায়। কিন্তু পুলিশের মিছিলের অনুমতি দিচ্ছে না বলে আদালতে অভিযোগ করে বিজেপি। কিন্তু পুলিশ মিছিলে অনুমতি দিচ্ছে না বলে আদালতে অভিযোগ করে বিজেপি । সোমবার বিচারপতি কৌশিক চন্দ্র শুভেন্দুকে মঙ্গলবার সোদপুর এবং বুধবার পূর্ব বর্ধমানের(Purba Bardhaman) মিছিল করার অনুমতি দিয়েছিলেন।

তার বিরোধিতা করে উচ্চ আদালতে আবেদন জানায় রাজ্য। দুটি মিছিল বন্ধ করার আবেদন জানায় রাজ্য।এদিকে রাজ্যের তরফে জানানো হয় মঙ্গলবার রাস উৎসব ও বুধবার গুরু নানকের জন্মদিন। তাই ওই এলাকাগুলিতে মিছিল করলে প্রশাসনিক সমস্যা দেখা দিতে পারে। ডিভিশন বেঞ্চের শুনানিতে বিজেপির আইনজীবী জানান বুধবার গুণনকের জন্মদিন সেই উপলক্ষে শিখ ধর্মাবলম্বী মানুষের কথা ভেবে কর্মসূচি পিছিয়ে দিতে প্রস্তুত বিজেপি। এরপরই মঙ্গলবার হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল এবং স্মিতা দাস দে’র বিবিসান বেঞ্চ জানিয়ে দেয় শুভেন্দু অধিকারীকে বুধবারের বদলে পূর্ব বর্ধমানের মিছিল করতে হবে রবিবার।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ডেঙ্গুর বলি ভাঙড়ের লাঙলপোতার মাজেদা বিবি, আইডি হাসপাতালে চিকি‍ৎসাধীন অবস্থায় মৃত্যু

পার্থের মুক্তি নিয়ে মুখ খুললেন ‘বান্ধবী’ অর্পিতা, কী বললেন?

‘কারও দুটো বউ থাকতে পারে, আমার একটা বান্ধবী থাকতে পারে না?’- জেলমুক্তির পর অর্পিতাকে নিয়ে মুখ খুললেন পার্থ

ম্যাচের দিনগুলিতে ইডেন গার্ডেন্সের আশেপাশে সমস্ত রকমের গাড়ি পার্কিং নিষিদ্ধ, যান চলাচল হবে নিয়ন্ত্রণ

সল্টলেকে ডেঙ্গির মরশুম অব্যাহত, এক মাসে আক্রান্ত ১০৯ জন

‘চাকরি দিতে কার থেকে টাকা নিয়েছি?’- জেলমুক্তির পরেই স্বমহিমায় পার্থ, জনগণের উদ্দেশ্যে লিখলেন খোলা চিঠি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ