এই মুহূর্তে




কয়েক ভরি সোনার গয়নায় সেজে উঠেছেন দেবী, বুড়িমাকে দেখতে জনজোয়ার কৃষ্ণনগরে

নিজস্ব প্রতিনিধি: লক্ষ লক্ষ ভক্ত সমাগম হয় কৃষ্ণনগরের বুড়িমার পুজোকে কেন্দ্র করে। ভরি ভরি সোনার অলংকারে সজ্জিত হন দেবী মূর্তি। সে সব গয়না ভক্তদের দান করা। সংসারের মঙ্গল কামনা এবং বিভিন্ন কারণ নিয়ে দেবীর শরণাপন্ন হন ভক্তবৃন্দরা। নদিয়ার কৃষ্ণনগরের চাষাপাড়া বারোয়ারির জগদ্ধাত্রী দেবী বুড়িমার নাম ছড়িয়ে রয়েছে জগৎ জুড়ে।

দেবী অত্যন্ত জাগ্রত বলেই পরিচিত প্রত্যেকের কাছে। প্রত্যেক বছর মন্দির প্রাঙ্গণে দেবীর আরাধনায় ছুটে আসেন লক্ষ লক্ষ ভক্তবৃন্দ। এই বছরও উপচে পড়া ভিড় ভক্তদের। ভিড় সামাল দিতে কমিটির পক্ষ থেকে নেওয়া হয়েছে বেশ কিছু উদ্যোগ। এছাড়াও সুব্যবস্থাও রাখা হয়েছে ভক্তদের জন্য। বৃহস্পতিবার সকাল থেকে দেবীর কাছে পুজো অর্পণ করার জন্য লম্বা লাইন পড়েছে ভক্তদের।

নদিয়ার রাজা কৃষ্ণচন্দ্র রায় প্রথম জগদ্ধাত্রী পুজোর সূচনা করেছিলেন। এরপর তা ছড়িয়ে পড়ে সারা বঙ্গে। চন্দননগরের আলোকসজ্জার খ্যাতি রয়েছে এই জগদ্ধাত্রী পুজোকে কেন্দ্র করেই। তবে সাবেকিয়ানার ছোঁয়া রয়েছে নদিয়ায়। নদিয়ার কৃষ্ণনগর থেকেই শুরু হয়েছিল জগদ্ধাত্রী পুজোর সূচনা। রাজবাড়িতে দেবী মূর্তি স্থাপন করে পুজো শুরু করেছিলেন রাজা কৃষ্ণচন্দ্র রায়। তাই ঐতিহ্যের ছোঁয়া রয়েছে নদিয়ার জগদ্ধাত্রী আরাধনায়। 

আর নদিয়ায় যত জগদ্ধাত্রী পুজো হয় তার মধ্যে অন্যতম বুড়িমা। চাষাপাড়া বারোয়ারির প্রায় ২৫৩ বছরের এই পুজোর ঐতিহ্য এখনও নজিরবিহীন। যত দিন যাচ্ছে ততই খ্যাতি ছড়িয়ে পড়ছে গোটা দেশজুড়ে। শনিবার বুড়িমার শোভাযাত্রা, তাই এখন থেকেই রয়েছে প্রশাসনিক তৎপরতা। জগদ্ধাত্রী আরাধনাকে কেন্দ্র করে কৃষ্ণনগর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তায় রয়েছে নো এন্ট্রি। আর প্রত্যেকটি পুজো মণ্ডপে রয়েছে পুলিশি প্রহরা। তাই একপ্রকার বলা যেতেই পারে জগদ্ধাত্রী পুজোয় জমজমাট কৃষ্ণনগরের প্রতিটি কোণ।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

শিলিগুড়ি জংশন স্টেশন থেকে উদ্ধার ৪ নাবালিকা, টাকার লোভ দেখিয়ে পাচারের অভিযোগ

উত্তরপ্রদেশের কুখ্যাত গ্যাংস্টার মহম্মদ সহরাব রিপন স্ট্রিট থেকে গ্রেফতার

SIR ফর্ম বিলির ক্ষেত্রে কলকাতা পিছিয়ে, দ্রুত কাজ শেষ করতে সময়সীমা নির্ধারিত করল কমিশন

বনগাঁয় সন্দেহজনক ব্যাগ খুলতেই বেরিয়ে এল মৃত মানুষের মাথার খুলি ও হাড়গোড়

চার বছর আগে চলে যাওয়া গৃহবধূ ভোটার কার্ডের খোঁজে প্রাক্তন স্বামীর বাড়িতে, তারপর…

৫ দিন নিখোঁজ থাকার পর জলাশয়ে ভাসল শিশুকন্যার দেহ, শোকের ছায়া গ্রামে

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ