এই মুহূর্তে




কুলতলিতে টেবিল ফ্যানে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃত্যু, তদন্ত পুলিশ




নিজস্ব প্রতিনিধি, কুলতলি: দক্ষিণ ২৪ পরগনা জেলার কুলতলির মৌপীঠ কোস্টাল থানা এলাকার গুড়গুড়িয়া গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক মহিলার। মৃতার নাম সরমা মুদি (৩২)। ঘটনাটি ঘটে সোমবার দুপুর বেলা। জানা গেছে ওই মহিলা তার স্বামী রাজু মুদির সঙ্গে দুপুর বেলা একসঙ্গে ভাত খাচ্ছিলেন। খাওয়ার সময় একটি টেবিল ফ্যান(Tabel Fan) চলছিল। স্ত্রীর আগে খাওয়া শেষ হয়ে যাওয়ায় তার স্বামী রাজু মদি উঠে বাথরুমে চলে যান। তখনো খাওয়া শেষ হয়নি স্ত্রীর। খেতে খেতেই সরমা দেবী টেবিল ফ্যানটি সরাতে যান। তখনই তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন।

তার আর্তনাদে স্বামী বাথরুম থেকে ছুটে এসে দেখেন তার স্ত্রী মাটিতে অচৈতন্য হয়ে পড়ে আছেন। সঙ্গে সঙ্গে স্বামী চিৎকার করে উঠলে পাড়া-প্রতিবেশীরা ছুটে আসেন। এরপর ও চৈতন্য অবস্থায় শরমাকে স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশের অনুমান ওই ফ্যানের তারে বা বিদ্যুতের সুইচ বোর্ডে শট সার্কিটের দরুন বিদ্যুৎপৃষ্ট হয়ে ওই মহিলার মৃত্যু হয়েছে। পুলিশ মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।

ওই দম্পতির তিনটি সন্তান রয়েছে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। ঘটনা তদন্ত শুরু করেছে মৈপীঠ কোস্টাল থানা(Maipith Costal P.S.)। স্বামীর বয়ান রেকর্ড করেছে পুলিশ। তদন্তের স্বার্থে ওই টেবিল ফ্যানটি পুলিশ আটক করেছে।বিদ্যুৎ দফতর থেকে বারবার গ্রাহকদের সতর্ক করে বলা হয় গৃহস্থালি বৈদ্যুতিক সরঞ্জাম ব্যবহার করার সময় বৈদ্যুতিক তারে যাতে কোন শর্ট সার্কিট না থাকে তার জন্য অভিজ্ঞ ইলেকট্রিক মিস্ত্রিদের দিয়ে কাজ করানো উচিত। না হলে বর্ষার দিনে যে কোন সময় দুর্ঘটনা ঘটতে পারে।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

জয়নগরের দক্ষিণ বারাসতে প্রায় ৩ কোটি টাকা ব্যয়ে তৈরি হল বৈদ্যুতিক চুল্লি

ন্যাজাটে নাবালিকাকে ধর্ষণ করে খুনের ঘটনায় গ্রেফতার বিজেপি নেতা সহ ২

বুধবার নিম্নচাপ ঝাড়খণ্ডে সরলেও সমুদ্র থাকবে উত্তাল, ৪ জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

পঞ্চম শ্রেণির ছাত্রীর শ্লীলতাহানিকে কেন্দ্র করে অগ্নিগর্ভ ডালখোলা

ভরতপুরে জাল আধারকার্ড চক্র,পুলিশের জালে ২পাণ্ডা

সোনারপুর কলেজে ছাত্রীকে দিয়ে মাথা মালিশে অভিযুক্ত তৃণমূলের ছাত্র নেতা

Advertisement




এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ