এই মুহূর্তে




মালদায় অপরাধ দমনে পুলিশের নয়া পদ ডিএসপি (ক্রাইম), অনুমোদন দিল নবান্ন




নিজস্ব প্রতিনিধি,মালদা: মালদায় অপরাধ দমনে পুলিশে নয়া পদ অনুমোদন পেল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে মালদায় বিভিন্ন ধরনের অপরাধমূলক কাজ এবং খুন সহ নানা ধরনের অপরাধের ঘটনা রুখতে জেলা পুলিশে আরও একটি নতুন পদের অনুমোদন দিল রাজ্য সরকার। মালদা জেলা পেল ডিএসপি (ক্রাইম) পদ। তৃণমূল নেতা বাবলা সরকার খুনের ঘটনার পর জেলা পুলিশের পরিকাঠামো বাড়াতে সরকারের তরফে কিছু উদ্যোগ নেওয়া হয়। তার অঙ্গ হিসাবে জেলা পুলিশের ক্রাইম বিভাগে একজন পৃথক ডেপুটি পুলিশ সুপার নিয়োগের প্রস্তাবে রাজ্যের স্বরাষ্ট্র দফতর অনুমোদন দিয়েছে।

বছর কয়েক আগে মালদায় নিযুক্ত করা হয় অতিরিক্ত পুলিশ সুপার (গ্রামীন) এবং এসডিপিও (কালিয়াচক)। এসডিপিও চাঁচলকে এবার মালদা ডিএসপি (ক্রাইম)(DSP Crime) পদে নিযুক্ত করা হয়। এই নতুন ডিএসপি (ক্রাইম) অফিসার নিয়োগ হওয়ার বিষয়টি জানিয়েছেন মালদার পুলিশ সুপার(SP) প্রদীপকুমার যাদব। তিনি জানান, রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার যখন মালদায় পরিদর্শনে এসেছিলেন তখনই বিভিন্ন থানার মধ্যে অপরাধ জনিত ঘটনা পর্যালোচনা ও এই ঘটনাগুলিতে কোথায় কি ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে তা নিয়ে একটি নতুন পদ তৈরি করা নিয়ে আলোচনা হয়। সেই অনুযায়ী রাজ্যের স্বরাষ্ট্র দফতর মালদায় সব ধরনের অপরাধ দমনে ডিএসপি( ক্রাইম) পদ সৃষ্টি করার জন্য সবুজ সংকেত দেয়।

মালদায় ক্রমাগত মাদক পাচার জাল নোটের কারবারের পাশাপাশি রাজনৈতিক খুনের ঘটনা বৃদ্ধি পাচ্ছে। শুধু তাই নয় অপরাধীদের আনাগোনা বৃদ্ধি পাওয়া এবং ভিন রাজ্যের অপরাধীরা এসে আশ্রয় নেওয়ার ঘটনায় মালদায় প্রশাসন রীতিমতো চিন্তিত। বাংলাদেশ সীমান্ত লাগোয়া মালদায় ইতিমধ্যে ড্রোন ক্যামেরার ব্যবহারের ক্ষেত্রে বিধি নিষেধ আরোপ করেছেন মালদা জেলার পুলিশ সুপার। ভিন রাজ্যের অপরাধীদের পাশাপাশি যাতে বাংলাদেশের জঙ্গিরা মালদায় ঢুকে কোন ঘটনা ঘটাতে না পারে তার জন্য তৎপর হয়ে উঠেছে পুলিশ প্রশাসন। এখন থেকে মালদা জেলার সব থানার মধ্যে অপরাধ কোথায় কি রকম ঘটছে এবং সেই অপরাধের পরিসংখ্যান কি ও কি ধরনের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে সবটাই মনিটারিং করবেন ক্রাইম পদে নিযুক্ত হওয়া দক্ষ পুলিশ অফিসার। বিভিন্ন রাজনৈতিক দলগুলি ধারণা এর ফলে মালদায় অপরাধ দমনে মালদা জেলা পুলিশ সফলতা পাবে।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

দিঘায় হোটেলের ঘর ভাড়ার রেট নির্দিষ্ট করতে জেলা প্রশাসনকে কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

দক্ষিণবঙ্গের সব জেলায় বুধবার পর্যন্ত ভারী বৃষ্টির সতর্কতা , মৎস্যজীবীদের সমুদ্রে যেতে মানা

কেরলের নিখোঁজ মানসিক ভারসাম্যহীন যুবককে পরিবারের হাতে ফিরিয়ে দিল বেলিয়াবেড়া থানা

অত্যাচারের হাত থেকে মুক্তি পেতে মহকুমা শাসকের কাছে স্বেচ্ছামৃত্যুর আবেদন বৃদ্ধার

জল্পেশ মন্দিরে স্কাইওয়াক, ভিড়ের হাত থেকে মিলবে রক্ষা

OBC-র বিজ্ঞপ্তিতে হাইকোর্টের স্থগিতাদেশে প্রশ্নের মুখে ভর্তি ও নিয়োগ প্রক্রিয়া

Advertisement




এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ