এই মুহূর্তে




মালদায় ‘ম্যাঙ্গো হাব ‘করার দাবি জানিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে চিঠি আম ব্যবসায়ী সংগঠনের




নিজস্ব প্রতিনিধি,মালদা: বর্তমানে মালদা জেলার তিনটি সুস্বাদু আম হিমসাগর, ফজলি ,লক্ষণভোগ জি আই ট্যাগ স্বীকৃতি পেয়েছে। এবার মালদা জেলাকে আমের বাজার তথা “ম্যাঙ্গো হাব”(Mango Hub) ঘোষণা করার দাবী জানিয়ে কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের কাছে আবেদন জানালেন মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রিস কর্মকর্তারা। সম্প্রতি এই ব্যবসায়ী সংগঠনের পক্ষ থেকে একটি চিঠি পাঠিয়ে এমন আবেদন রাখা হয়েছে। সংগঠনের জেলা সভাপতি উজ্জ্বল সাহা বলেন, মালদার বেশ কয়েকটি প্রজাতি আম জগৎ বিখ্যাত। ইতিমধ্যে তিনটি আম জিআই স্বীকৃতি পেয়েছে। কিন্তু মালদায় আজও আমের বাজার তথা “ম্যাঙ্গো হাব” গড়ে ওঠেনি।

এবছর প্রায় ৩২ হাজার হেক্টর জমিতে আমের চাষ হয়েছে। ইতিমধ্যে আমের প্রক্রিয়াকরণ কেন্দ্র সহ পরিকাঠামোর ব্যবস্থা ও বাজার গড়ে উঠে নি। মোগল সাম্রাজ্যের সময় বা তারও আগে থেকে মালদহে আম চাষ হচ্ছে। সেই মালদা জেলাকে নির্দিষ্টভাবে আমের বাজার তথা”ম্যাঙ্গো হাব” হিসেবে যাতে ঘোষণা করা হয় সেই আবেদন জানানো হয়েছে। ইতিমধ্যে মালদা জেলায় সাড়ে তিন লক্ষ মেট্রিক টন আম উৎপাদন হয়েছে।

প্রতিবছর গড়ে পাঁচ লক্ষ মেট্রিক টন আম মালদা জেলায় উৎপাদিত হয়। যদি কেন্দ্রের অর্থ মন্ত্রক ‘ম্যাঙ্গো হাবের’ অনুমতি দেয় তাহলে একে ঘিরে মালদায় যত আমের বাগান আছে সেখানে নিয়মাবলী চালু হবে। শুধু তাই নয় এই আম উৎপাদনকে কেন্দ্র করে একাধিক অনুশিল্প গড়ে উঠবে মালদায়। অর্থনৈতিক পরিকাঠামোতে নতুন দিক আনবে মালদা জেলার আম। বড় মানুষ এর ফলে উপকৃত হবে। মালদা জেলার আম দেশের বিভিন্ন প্রান্তের পাশাপাশি বিদেশের বাজারে আরও জায়গা করে নেবে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

হাজার হাজার টাকা প্রতারণার ঘটনায় প্রতারককে দড়ি দিয়ে বেঁধে চলল গণপ্রহার

ব্যাপক বৃষ্টিতে ইছামতি নদীর জলস্তর বৃদ্ধি, ভাঙতে পারে কাঠের সেতু, আতঙ্কিত স্বরূপনগরবা

বৃদ্ধা মায়ের সম্পত্তি হাতিয়ে নিয়ে অত্যাচারের অভিযোগ পুত্র ও তার স্ত্রী’র বিরুদ্ধে

নকল আধার কার্ড ব্যবহার করে সরকারি কাজ পাইয়ে দেওয়ার অছিলায় প্রতারণা, ধৃত ১

ডাবল ইঞ্জিন রাজ্যে বিজেপি ভোট দিতে দেয় না, ফের তোপ মমতার

৩২ বছর আগের সেই দিনের AI ভিডিও বানিয়ে ২১ জুলাইয়ের প্রচারে তৃণমূল

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ