এই মুহূর্তে




SIR জুজু: সাহাপুর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দাদের ঘুম উবে গেছে, নাম নেই ২০০২ ভোটার তালিকায়

নিজস্ব প্রতিনিধি,সাহাপুর: নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী রাজ্যে এস আই আর প্রক্রিয়া ৪নভেম্বর থেকে শুরু হয়েছে ।আর এই এস আই আর আবহে ইতিমধ্যেই দেখা যাচ্ছে ২০০২ এর ভোটার লিস্টে মালদা বিধানসভার সাহাপুর গ্রাম পঞ্চায়েতের(Sahapur Gram Panchayet) বাসিন্দাদের অনেকেরই নাম নেই। নাগরিকত্ব হারানোর ভয়ে রীতিমতো আতঙ্কে রয়েছেন তারা। তাঁদের সবাই কখনও না কখনও বাংলাদেশ থেকে এ’দেশে এসেছেন৷ পরিস্থিতি তো আরও খারাপ, তাঁদের নাম ভোটার তালিকায় না থাকলেও ছেলেমেয়েদের নাম দিব্যি সেই তালিকায় জায়গা করে নিয়েছে৷ ইতিমধ্যে এ’রাজ্যে এসআইআর ঘোষণা করেছে নির্বাচন কমিশন৷ ৪ নভেম্বর থেকে বিএলও’রা(BLO) ময়দানে নেমে পড়েছেন ৷ কমিশন জানিয়ে দিয়েছে, ২০০২ সালের তালিকায় ভোটারদের নাম থাকলে তবেই তাঁরা বৈধ ভোটার হিসাবে স্বীকৃতি পাবেন৷ যদি তা না থাকে তবে তাঁদের কমিশন বর্ণিত ১১টি নথির যে কোনও একটি বা একাধিক নথি পেশ করতে হবে৷ এই পরিস্থিতিতে প্রবল দুশ্চিন্তায় পড়েছেন এই মানুষগুলো৷

নিজেদের ভারতীয় প্রমাণ করতে মরিয়া হয়ে উঠেছেন তাঁরা৷এদের মধ্যে একজন মালদা সাহাপুর পঞ্চায়েতের এলাকার বাসিন্দা সমরেশ মজুমদার ।যার এখনো পর্যন্ত ভোটার লিস্টে নাম ও। পঞ্চায়েত থেকে বিধানসভা কিংবা লোকসভা কোন ভোটই তিনি ভোট দিতে পারেননি ।অথচ তার ছেলেদের ভোটার লিস্টে নাম উঠেছে ।তিনি অভিযোগ করে বলেন বহুবার ভোটের নাম তোলার ক্ষেত্রে সরকারি দফতরে আবেদন জানিয়েছেন ।সেই আবেদনের রিসিভ কপি ও রয়েছে। কিন্তু নাম উঠেনি। প্রশাসনের গাফিলতির জন্য আজকের তার এই অবস্থা। তাই নির্বাচন কমিশনের কাছে আবেদন জানাচ্ছেন ২০২৬ এর বিধানসভার আগে যাতে ভোটার লিস্টে নাম ওঠে তাঁর।সাপুরের বাসিন্দা দিলীপ ভট্টাচার্য(Dilip Bhattacharya) জানান, ২০০২ সালে ভোটার লিস্টে নাম নেই পরবর্তী ভোটার লিস্টে নাম উঠে ২০০৫ সালের ভোটার লিস্টে নাম রয়েছে ।সেক্ষেত্রে নির্বাচন কমিশন নির্দেশ অনুসারে যে নথি চাওয়া হচ্ছে সেটি আমার আছে তাই নির্বাচন কমিশনের কাছে আবেদন জানাবো নতুন ভোটার লিস্টে নাম ওঠে যেনো।এস আই এর আবহে আতঙ্কের মধ্যে রয়েছেন সাহাপুরের বাসিন্দা, দিলীপ সিংহ ।২০২৫ এর ভোটার লিস্টে নাম রয়েছে ।তিনি ভোট দিচ্ছেন কিন্তু দেখা যাচ্ছে ২০০২ এ ভোটার লিস্টে তার নাম নেই। সে ক্ষেত্রে চিন্তার মুখে পড়েছেন। যদিও নির্বাচন কমিশনের নির্দেশ অনুসারে যে নথি চাওয়া হচ্ছে সেই নথি তার কাছে রয়েছে। তাই নতুন করে ভোটার লিস্টে নাম যাতে না বাদ যায় সেক্ষেত্রে নির্বাচন কমিশনের কাছে তিনি আবেদন জানাবেন।

সাহাপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান মাম্পি শাহাদাস(Mampi Saha Das) জানান, আমাদের গ্রাম পঞ্চায়েতের বসবাসকারী অনেক বাসিন্দাদের দেখা যাচ্ছে ২০০২ ভোটার লিস্টে তাদের নাম নেই। পরবর্তীতে ভোটার লিস্টে তাদের নাম রয়েছে। তারা ভোটও দিয়েছে। তো সে ক্ষেত্রে নির্বাচন কমিশনের নির্দেশ সে নির্দেশ মেনে আমরা বিশেষ ক্যাম্পের মাধ্যমে তাদের নাম তোলার ক্ষেত্রে নির্বাচন কমিশনের কাছে আবেদন জানাবো। যাতে কারো নাম কাটা না যায়।আর এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানুত্তর।মালদা জেলার তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ ঘোষ জানান আমরা এস আই আর এর বিরুদ্ধে নয়।তবে বৈধ ভোটারদের নাম কাটা গেলে আমরা তীব্রতর আন্দোলনে নামবো। ২০০২ সালে যাদের ভোটার লিস্টে নাম নেই তাদের যাতে সময় দেওয়া হয়। তারা যাতে কাগজপত্র জোগাড় করতে পারে।উত্তর মালদা বিজেপির সহ-সভাপতি তাপস গুপ্ত জানান, আমাদের মালদা জেলার বর্তমান যা পরিস্থিতি সেক্ষেত্রে ভারতীয় জনতা পার্টি সমস্ত মানুষের শরণার্থী যাদের ২০০২ এ ভোটার লিস্টে নাম নাই যাতে তাদের নাম ওঠে সে ক্ষেত্রে বিশেষ ক্যাম্প সিএএ(CAA) মাধ্যমে বাংলাদেশের শরণার্থীদের সকলের নাম ভোটার লিস্টে ওঠাবো। নির্বাচন কমিশনের নির্দেশ অনুসারে তৃণমূল সরকার নাটক সব ক্ষেত্রেই করছে ।তৃণমূল সরকার অনৈতিকভাবে মানুষকে ভয় দেখাচ্ছে । মৃত্যুর মুখে ফেলে দিচ্ছে রাজ্যের মানুষকে ।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

সোনাগাছির যৌনকর্মীরা কার্তিক পুজোয় মেতে উঠলেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তর সঙ্গে

বেআইনি ভাবে পুকুর ভরাটের অভিযোগ রেশন ডিলারের বিরুদ্ধে

হাসপাতাল থেকে উধাও হয়ে যাওয়া সদ্যোজাত শিশুকে ভাঙড় থেকে উদ্ধার করল কলকাতা পুলিশ, গ্রেফতার ২

জগদ্দলে বিজেপির মণ্ডল সভাপতির পদ পাইয়ে দিতে ৩০ হাজার টাকা ঘুষ নেওয়ার অভিযোগ RSS নেতার বিরুদ্ধে

অপরিচিতার কাছে শিশু পুত্রকে রেখে ওষুধ কিনতে যান মা, সদ্যোজাতকে নিয়ে উধাও যুবতী

রাজ্য ও ভিন রাজ্যের কয়েকশো বাংলাদেশি হাকিমপুর সীমান্তের পথে, আটক করল বিএসএফ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ