27ºc, Haze
Tuesday, 28th March, 2023 10:55 pm
নিজস্ব প্রতিনিধি, বামনগোলা: কীটনাশক পান করে আত্মহত্যার চেষ্টা করে নবম শ্রেণীর এক ছাত্রী। এই ঘটনাটি ঘটেছে শনিবার রাতে বামনগোলা থানার(Bamongola P.S.) রাখাল পুকুর এলাকায়। পরিবার সূত্রে জানা যায় ,কীটনাশক পান করা ওই ছাত্রীর নাম পূর্ণিমা মন্ডল(Purmina Mondal)। বয়স ১৫। এদিন রাতে ঘরের মধ্যে তাকে অসুস্থ অবস্থায় দেখতে পায় পরিবারের লোকজনেরা। তড়িঘড়ি তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসক তাকে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে(Malda Medical College Hospital) নিয়ে যাওয়ার পরামর্শ দেন।
বর্তমানে তার চিকিৎসা চলছে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে। তবে ওই ছাত্রী কি কারনে কীটনাশক পান করলেন তা বুঝে উঠতে পারছে না পরিবারের লোকজনেরা। কি কারণে সে আত্মহত্যার চেষ্টা করেছিল তা জানতে পুলিশ তদন্ত শুরু করবে। তবে ওই ছাত্রীর অবস্থা স্বাভাবিক হওয়া অবধি অপেক্ষা করছেন পুলিশ আধিকারিকরা।
কোন প্রেম প্রণয় ঘটিত কারণ নাকি, পড়াশোনা অথবা মোবাইল নিয়ে কোন সমস্যা এই আত্মহত্যার চেষ্টা পেছনে অন্যতম কারণ তা খতিয়ে দেখছে পুলিশ। ওই ছাত্রীর পরিবারের অন্যান্য সদস্যদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।বিভিন্ন স্কুল ও কলেজ সহ শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে ছাত্র-ছাত্রীরা মানসিক চাপে যাতে আত্মহত্যার মতো চরম সিদ্ধান্তর পথে না যায় তার জন্য একাধিক সেমিনার অনুষ্ঠিত হয়। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে একাধিক আলোচনা চক্র অনুষ্ঠিত হয়। কিন্তু তারপরেও বর্তমান সমাজের ছাত্র-ছাত্রীরা কোন ধরনের ঘটনা ঘটলে চরম পরিণতির পথে এগোনোর সিদ্ধান্ত গ্রহণ করছে ।যা অত্যন্ত চিন্তা জনক বলে মনে করছে মনস্তত্ত্ববিদরা।