এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

অধীরের জেলায় এপ্রিল-মে মাসে ৫টি সভা করতে চলেছেন মুখ্যমন্ত্রী

Courtesy - Facebook and Google

নিজস্ব প্রতিনিধি: মুর্শিদাবাদ(Murshidabad District), বাংলা তো বটেই দেশের অন্যতম সংখ্যালঘু অধ্যুষিত জেলা। একসময় এই জেলা ছিল কংগ্রেসি দুর্গ। পরে সেখানে থাবা গাড়ে বামেরাও। কংগ্রেস ভেঙে তৃণমূল(TMC) গড়ে ওঠার পরেও সেখান অব্যাহত ছিল কংগ্রেসি রাজ। এমনকি বাংলায় ৩৪ বছরের বাম রাজত্বের অবসানের পরেও সেই ছবি অটুট ছিল আরও এক দশক। কিন্তু ২০১৬ সালের বিধানসভা নির্বাচনের পর থেকেই মুর্শিদাবাদ জেলার রাজনীতিতে তৃণমূলের দাপট বাড়তে শুরু করে। একই সঙ্গে মাটি হারাতে শুরু করে বাম ও কংগ্রেসও। সেই পরিবর্তনের নেপথ্যে ছিল জেলার রাজনীতিতে গেরুয়া শক্তির উত্থান। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে জেলার ৩টি লোকসভা কেন্দ্রের মধ্যে ২টিতেই জয়ী হয় তৃণমূল। জঙ্গিপুর ও মুর্শিদাবাদ – এই ২ কেন্দ্র যায় তৃণমূলের দখলে। বহরমপুর থেকে গিয়েছিল কংগ্রেসের দখলে। বলা ভাল অধীর রঞ্জন চৌধুরীর(Aadhir Ranjan Chowdhury) দখলে। কিন্তু ২৪’র ভোট(Loksabha Election 2024) যুদ্ধে তৃণমূল জেলার ৩টি লোকসভা কেন্দ্রই দখল করতে চাইছে। আর তাই এই জেলাতেই চলতি এপ্রিল ও আগামী মে মাসে ৫টি বড় জনসভা করতে চলেছেন তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)।

মুর্শিদাবাদের মাটিতে যে গেরুয়ার দাপট বাড়ছে সেটা কার্যত স্পষ্ট হয়ে যায় ২০১৬ সালের বিধানসভা নির্বাচনের পর থেকেই। উনিশের লোকসভা ভোটে সেই ছবি আরও স্পষ্ট হয়। দেখা যায় জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে তৃণমূলের প্রার্থী খলিলুর রহমান জয়ী হয়েছেন ২ লক্ষ ৪৫ হাজার ভোটের ব্যবধানে। কিন্তু সেখানেই বিজেপি প্রার্থী মাফুজা খাতুন পেয়েছিলেন ৩ লক্ষ ১৭ হাজার ভোট। বিজেপি শুধু যে সেই নির্বাচনে দ্বিতীয় স্থানে উঠে এসেছিল তাই নয়, কংগ্রেসকে ঠেলে দিয়েছিল তৃতীয় স্থানে। সেই ঘটনা ঘটেছিল বাম ভোটের একটা বড় অংশই বিজেপির দিকে চলে আসায়। আবার মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী আবু তাহের খান জয়ী হন ২ লক্ষ ২৬ হাজার ভোটে। সেখানে কিন্তু কংগ্রেসই ছিল দ্বিতীয় স্থানে। তবে প্রায় আড়াই লক্ষাধিক ভোট পেয়ে তৃতীয় স্থানে উঠে এসেছিল বিজেপি। বহরমপুর লোকসভা কেন্দ্রে অধীর জিতলেও সেখানে জয়ের মার্জিন ছিল মাত্র ৮০ হাজার ভোট। তৃণমূল সেখানে দ্বিতীয় স্থানে থাকলেও বিজেপি প্রায় দেড় লক্ষ্য ভোট পেয়ে তৃতীয় স্থানে উঠে এসেছিল। সব মিলিয়ে যে মুর্শিদাবাদের মাটিতে বিজেপির ভোট বাড়ছে সেটা সেই নির্বাচনেই স্পষ্ট হয়ে যায়।

এরই জেরে একুশের বিধানসভা নির্বাচনে জেলার ২২টি আসনের ক্ষেত্রেই দেখা যায় বিজেপিকে ঠেকাতে সংখ্যালঘু ভোট ব্যাঙ্ক জড়ো হয়েছে তৃণমূলের ঝান্ডার নীচে। বাম ও কংগ্রেস উভয় দলই বিজেপির বিরুদ্ধে লড়াই করার বিশ্বাসতা কার্যত হারিয়ে ফেলে সংখ্যালঘুদের কাছে। সেই সুবাদেই জেলার ২২টি বিধানসভা কেন্দ্রের মধ্যে ২০টিতেই জয়ী হয় তৃণমূল। একই সঙ্গে মুর্শিদাবাদের মাটি থেকে তো বটেই বাংলার বিধানসভা থেকেও মুছে সাফ হয়ে যায় বাম আর কংগ্রেস। সেই জায়গায় বিজেপি উঠে আসে প্রধান বিরোধী দল হিসাবে। তাঁদের প্রাপ্ত ৭৭টি আসনের মধ্যে ২টি আসন তাঁরা জিতেছিল মুর্শিদাবাদের মাটি থেকে। শুধু তাই নয়, জেলার বাকি ২০টি আসন যা তৃণমূলের দখলে গিয়েছিল সেই ২০টির মধ্যে ১৩টি স্থানে তাঁরা উঠে আসে দ্বিতীয় স্থানে। সংখ্যালঘু অধ্যুষিত এই জেলায় গেরুয়া শক্তির রি উত্থান তৃণমূলের কাছে অবশ্যই উদ্বেগের। আর তাই এবারে জেলার ৩টি লোকসভা কেন্দ্র দখলে বিন্দুমাত্র শিথিলতা রাখতে চাইছে না তৃণমূল। জঙ্গিপুরে জোড়াফুল এবারেও প্রার্থী করেছে খলিলুরকে। মুর্শিদাবাদে এবারেও জোড়াফুলের প্রার্থী হয়েছেন আবু তাহের। বহরমপুরে তৃণমূল প্রার্থী করেছে ভারতের বিশ্বকাপজয়ী দলের ক্রিকেটার ইউসুফ পাঠানকে।

এবার এই ৩ প্রার্থীকেই জেতাতে মাঠে নামছেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। জোড়াফুল সূত্রে জানা গিয়েছে, মুর্শিদাবাদ জেলায় মোট ৫টি নির্বাচনী জনসভা করবেন তৃণমূল সুপ্রিমো। জঙ্গিপুর ও মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে্র জন্য তিনি ২টি করে জনসভা করবেন। বহরমপুরের জন্য করবেন ১টি জনসভা। তাঁর প্রথম জনসভা অনুষ্ঠিত হতে চলেছে আগামী ১৯ এপ্রিল। সেদিন তিনি তাঁর প্রথম জনসভা করবেন মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের হরিহরপাড়া বিধানসভা এলাকায় আবু তাহের খানের সমর্থনে। সেদিনই তিনি তাঁর দ্বিতীয় সভাটি করবেন জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের সুতিতে জোড়াফুল প্রার্থী খলিলুর রহমানের সমর্থনে। আগামী ২৯ এপ্রিল মুর্শিদাবাদ জেলায় থাকছে মুখ্যমন্ত্রীর দ্বিতীয় পর্যায়ের সভা। সেদিন তিনি মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের ভগবানগোলা এবং জঙ্গিপুর লোকসভার কেন্দ্রের খড়গ্রামে দু’টি জনসভা করবেন। মুখ্যমন্ত্রীর তৃতীয় পর্যায়ের সভা থাকছে ১ মে। সেদিন তিনি বহরমপুর লোকসভা কেন্দ্রের কান্দীতে সভা করবেন ইউসুফ পাঠানকে জেতানোর জন্য।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ডায়মন্ড হারবার ও আনন্দপুর থানার ওসিকে সরিয়ে দিল নির্বাচন কমিশন

উত্তরপাড়ার মাখলাতে দৃষ্টিহীনদের মাধ্যমিক পরীক্ষায় নজর কাড়া ফলাফল

রাস্তা পার হতে গিয়ে প্রখর রৌদ্রে মাথা ঘুরে লরির তলায় পড়ে মৃত্যু বৃদ্ধের

রাজভবনের অন্দরে ওঠা অভিযোগ প্রসঙ্গে রাজ্যপালের বিরুদ্ধে সরব সায়নী ও লাভলী মৈত্র

কৃত্রিম বৃষ্টি রামনগরের স্কুলে! গরম থেকে মুক্তি পেতে আনন্দ নিকেতন স্কুলে অবাক করা কান্ড

গরমের মধ্যে কিছুটা স্বস্তি দিতে উদ্যোগী হল রাজগঞ্জ থানার পুলিশ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর