এই মুহূর্তে

১০ লক্ষ Jobcard Holders-দের পথশ্রী-রাস্তাশ্রী প্রকল্পে কাজ

নিজস্ব প্রতিনিধি: রাজ্যের পঞ্চায়েত নির্বাচনের(Panchayat Election) প্রাক্কালে গ্রাম বাংলার(Rural Bengal) মানুষদের জন্য বড় পদক্ষেপ নিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) সরকার। সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাজ্যের গ্রামীণ এলাকায় যে সাড়ে ১১ হাজার কিলোমিটার রাস্তা পথশ্রী(Pathasree) ও রাস্তাশ্রী(Rastasree) প্রকল্পের মাধ্যমে গড়ে তোলা হবে সেখানে ১০০ দিনের কাজের প্রকল্পের যে সব Jobcard Holders’রা আছেন তাঁদের কাজ দেওয়া হবে। রাজ্যে এমন Jobcard Holders-দের সংখ্যা ১০ লক্ষ। অর্থাৎ রাজ্যের পঞ্চায়েত নির্বাচনের প্রাক্কালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ১০ লক্ষ মানুষকে আয়ের মুখ দেখাতে চলেছে। সন্দেহ নেই যখন কেন্দ্রের ক্ষমতাসীন নরেন্দ্র মোদির(Narendra Modi) সরকার সমস্ত কেন্দ্রীয় প্রকল্পের টাকা আটকে রেখে গ্রাম বাংলার মানুষকে পেটে লাথি মেরে তাঁদের মুখের ভাত কেড়ে নেওয়ার কৌশল নিয়েছে তখন মমতার সরকার সেই মানুষদের মুখে ভাত তুলে দিয়ে পাল্টা বার্তা দিচ্ছে।

আরও পড়ুন হাওড়ার স্টেশনের চাপ কমাতে নয়া টার্মিনাল ডানকুনিতে

 বিগত এক বছর ধরে বন্ধ ১০০ দিনের কাজের টাকা আটকে রেখেছে মোদি সরকার। মূলত গ্রাম বাংলার মানুষকে ভাতে মারার মাধ্যমেই মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলকে জব্দ করতে এই পথে হাঁটা দিয়েছে মোদি সরকার। এই আবর্তে গ্রামীণ মানুষের জন্য কাজের সুযোগ সৃষ্টির লক্ষ্যে মমতার সরকার যে পদক্ষেল নিল তা রীতিমত কুর্নিশ যোগ্য। ১০০ দিনের প্রকল্পের Jobcard Holders-দের কাজ দিতে আগেই পথশ্রী ও রাস্তাশ্রী প্রকল্পের বরাত পাওয়া ঠিকাদারদের নির্দেশ দিয়েছিল বিভিন্ন জেলা পরিষদ। কিন্তু তারপরেও দেখা যাচ্ছিল সেই নিয়ম ঠিকমতন পালন হচ্ছে না। তাই এবার রাজ্যের শীর্ষ স্তরে থেকে নিয়ম জারি করে দেওয়া হল যে, পথশ্রী-রাস্তাশ্রী প্রকল্পে যত কাজ হবে সেখানে এই ১০ লক্ষ Jobcard Holders-দের কাজ দেওয়া হবে।

আরও পড়ুন এপ্রিলে পূর্ব মেদিনীপুর সফরে মুখ্যমন্ত্রী, উদ্বোধন করতে পারেন জগন্নাথ ধামের

সব কিছু ঠিকঠাক থাকলে আগামী ২৮ মার্চ সিঙ্গুর থেকে সাড়ে ১১ হাজার কিলোমিটার গ্রামীণ সড়ক তৈরির কাজের শুভ সূচনা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের ২২টি জেলায় তৈরি হবে কিংবা সংস্কার হবে এই সাড়ে ১১ হাজার কিমি রাস্তা। এখন মমতার সরকারের সিদ্ধান্তে আগামী দু’মাসে এই প্রকল্পের মাধ্যমে ব্যাপক কাজের সুযোগ তৈরি হবে গ্রাম বাংলাজুড়ে। রাস্তা তৈরি এবং মেরামতির জন্য অনেক অদক্ষ শ্রমিকের প্রয়োজন হয়। সেই শূন্যস্থানই পূরণ করা হবে রাজ্যের ১০০ দিনের কাজের প্রকল্পের ১০ লক্ষ Jobcard Holders-দের মাধ্যমে। সেই অর্থে এই প্রকল্প ডবল বেনিফিট নিশ্চিত করবে। একদিকে গ্রামের রাস্তা তৈরি হবে, অন্যদিকে, কাজ পাবেন সেই গ্রামেরই জবকার্ডধারী অদক্ষ শ্রমিকরা। একদিকে কেন্দ্রের বঞ্চনার প্রতিবাদ, পাশাপশি বাংলার মানুষের স্বার্থ রক্ষা করতেই এই পদক্ষেপ নিয়েছেন মুখ্যমন্ত্রী। Jobcard Holders-দের এই প্রকল্পে বেশি করে কাজে লাগানোর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে। সেই অনুযায়ী ইচ্ছুক Jobcard Holders-দের নামের তালিকা তৈরির নির্দেশ দেওয়া হয়েছে বিডিওদের।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

সন্দেশখালিতে ফের রাজনৈতিক পতাকা লাগানোকে কেন্দ্র করে উত্তেজনা ,সংঘর্ষ

হার নিশ্চিত দেখেই দিল্লিতে ছুট বিজেপি প্রার্থী বিস্তার

ইডি-সিবিআইয়ের ভূমিকা নিয়ে কমিশনের কাছে নালিশ তৃণমূলের

কাঁচড়াপাড়ার মুকুলের বাড়িতে আশীর্বাদ নিতে গেলেন অর্জুন সিং

‘অমৃতা রায়কে দেখলে বোঝা যায় মেকলের উদ্ধৃতি কত দামী’, দাবি ব্রাত্যের

‘একসঙ্গে জ্বালাবে’ লিখে আত্মঘাতী দম্পতি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর