এই মুহূর্তে




কদম্বগাছির পীরগাছাতে শিশুদের ব্যবহৃত প্যাম্পারস কারখানার গোডাউনে বিধ্বংসী অগ্নিকাণ্ড




নিজস্ব প্রতিনিধি,কদম্বগাছি: বারাসতের দত্তপুকুর থানায় এলাকার কদম্বগাছি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পীরগাছা(Pirgacha) এলাকার শিশুদের ব্যবহৃত প্যাম্পারস কারখানার গোডাউনে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা। স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যা সাতটার পরে আগুন লাগে বলে এলাকার স্থানীয় মানুষ জন দেখে। ভেতরে এই মুহূর্তে ঢোকা যাচ্ছে না ।পুরো এলাকাটাই আগুনের লেলিহান শিখা গ্রাস করেছে। আগুন ছড়িয়ে পড়ে আশেপাশের কারখানা গুলিতেও। এর মধ্যে গ্যাসের গোডাউন আছে। কারখানা চত্বরের ভিতরেই একাধিক কোম্পানির ভাড়া দেওয়া পণ্য সামগ্রী সহ গোডাউন আছে।

ঘটনাস্থলে দমকলের ৬টি ইঞ্জিন পৌঁছেছে। তবে এখনো পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। এই অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান বারাসতের সাংসদ কাকলি ঘোষ দস্তিদার(MP Kakali Ghosh Dostidar)। তিনি জানান, রাজ্যের দমকল মন্ত্রীর সুজিত বসুর সঙ্গে কথা বলে তিনি এই আগুন যাতে ছড়িয়ে না পড়ে তার জন্য অতিরিক্ত ইঞ্জিন পাঠানোর আলোচনা সেরে নিয়েছেন। একাধিক দমকল বিভাগের ইঞ্জিন বারাসত সহ বিভিন্ন কেন্দ্র থেকে ঘটনাস্থলে আসছে।

যেখানে আগুন লেগেছে কারখানাটিতে তার পিছনে অনেক বসত বাড়ি আছে সেখানে যাতে আগুন না ছড়িয়ে পড়ে সেই দিকে দেখার জন্য সাংসদ কাকলি ঘোষ দস্তিদার পুলিশ ও দমকল অফিসারদের নির্দেশ দেন। কি করে ওই কারখানায় আগুন লাগলো তা জানা যায়নি। দমকল কর্মীরা আপ্রাণ চেষ্টা চালাচ্ছে আগুন যাতে নিয়ন্ত্রণে আনা যায়।একজন দমকল আধিকারিক অসুস্থ হয়ে পড়েছেন। তাকে সাধারণ মানুষজন আগুনের লেলিহান শিখা থেকে উদ্ধার করে নিয়ে আসে। স্থানীয় মানুষজন অভিযোগ করে দমকল আসতে দেরি করেছে। পুলিশ আধিকারিকরা অবশ্য দাবি করেছেন তারা খবর পাওয়ার ৫ মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছেছেন। ভেতরে কেউ আটকে রয়েছে কিনা তা কেউই বুঝতে পারছেন না। আগুন নেভানোর জন্য আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন দমকল কর্মীরা।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

হাজার হাজার টাকা প্রতারণার ঘটনায় প্রতারককে দড়ি দিয়ে বেঁধে চলল গণপ্রহার

ব্যাপক বৃষ্টিতে ইছামতি নদীর জলস্তর বৃদ্ধি, ভাঙতে পারে কাঠের সেতু, আতঙ্কিত স্বরূপনগরবা

বৃদ্ধা মায়ের সম্পত্তি হাতিয়ে নিয়ে অত্যাচারের অভিযোগ পুত্র ও তার স্ত্রী’র বিরুদ্ধে

নকল আধার কার্ড ব্যবহার করে সরকারি কাজ পাইয়ে দেওয়ার অছিলায় প্রতারণা, ধৃত ১

ডাবল ইঞ্জিন রাজ্যে বিজেপি ভোট দিতে দেয় না, ফের তোপ মমতার

৩২ বছর আগের সেই দিনের AI ভিডিও বানিয়ে ২১ জুলাইয়ের প্রচারে তৃণমূল

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ