এই মুহূর্তে




নাবালিকার বিয়ে আটকে দিলেন প্রশাসন ও পুলিশ আধিকারিকরা, সচেতন বার্তা পরিবারকে




নিজস্ব প্রতিনিধি,মন্তেশ্বর ও সাগরদিঘী: নাবালিকার বাল্যবিবাহ রুখে দিল সোমবার পূর্ব বর্ধমান জেলার,মন্তেশ্বর ব্লক প্রশাসন, চাইল্ড প্রোটেকশন ইউনিট এবং মন্তেশ্বর থানার(Monteswar P.S.) পুলিশ। প্রশাসনের তৎপরতায় সোমবার একটি বাল্যবিবাহ থামানো সম্ভব হয়েছে বলে জানা গেছে।ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের মন্তেশ্বর ব্লকের মামুদপুর ২ নম্বর পঞ্চায়েতের অন্তর্গত মাঝডাঙ্গা গ্রামে। দশম শ্রেণির এক ছাত্রীর বিয়ের প্রস্তুতির খবর পেয়ে বিষয়টি ব্লক প্রশাসন ও চাইল্ড প্রোটেকশন ইউনিটের কানে আসে। তৎক্ষণাৎ মন্তেশ্বর থানার পুলিশকে সঙ্গে নিয়ে প্রশাসনের আধিকারিকেরা ওই কিশোরীর বাড়িতে পৌঁছান।

মন্তেশ্বরের বিডিও সঞ্জয় দাস জানান, “খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই আমরা পুলিশ ও চাইল্ড প্রোটেকশন টিম নিয়ে ওই পরিবারে যাই। কিশোরীর অভিভাবকদের সঙ্গে কথা বলে বাল্যবিবাহের কুফল বোঝানো হয়। পরিবারও বুঝতে পারে এবং তারা প্রতিশ্রুতি দেয়, ১৮ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত বিয়ে দেবে না”।ব্লক প্রশাসনের এই তৎপরতা ও সচেতনতামূলক পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয়রা। চাইল্ড প্রোটেকশন ইউনিটের আধিকারিকরাও জানিয়েছেন, এই ধরনের ঘটনায় আরও সচেতনতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে। এর পাশাপাশি,প্রশাসনের তৎপরতায় নাবালিকার বিয়ে বন্ধ হল সাগরদিঘীতে।

জানা গিয়েছে, মুর্শিদাবাদ জেলার পাটকেলডাঙ্গা অঞ্চলের বালাগাছি এলাকার তৌহিদা নাসিহা নামে এক নাবালিকার ইচ্ছের বিরুদ্ধে বিয়ে দিচ্ছিলেন তার বাবা-মা। বাবা মাকে বারবার বিয়েতে অমতের কথা জানালেও সেই নাবালিকার কথার গুরুত্ব না দিয়ে ভালো পাত্র পাওয়ার অছিলায় তার বিয়ে দিচ্ছিলেন তারা। উপায় না পেয়ে শেষমেষ সেই নাবালিকা মেয়েটি নিজেই সাগরদিঘী থানায় এসে হাজির হন। বাবা মার বিরুদ্ধে অভিযোগ করেন যে তার উপযুক্ত বয়স না হওয়া সত্বেও মতের বিরুদ্ধে তার বিয়ে দেওয়া হচ্ছে।

ঘটনার কথা শুনে তৎক্ষণাৎ সাগরদিঘী থানা(Sagardighi P.S.) পুলিশ, সাগরদিঘী ব্লক উন্নয়ন আধিকারিককে সঙ্গে নিয়ে সেই নাবালিকার বিয়ের রুখতে তাদের বাড়ি রওনা দেন। প্রথমে সেই নাবালিকার বাবা মা মেয়ের বয়স ১৮ হওয়ার দাবি করেন। পরবর্তীকালে নথি পত্র দেখলে দেখা যায় সেই মেয়ের বয়স মাত্র ১৫ বছর। তৌহিদা নাসিয়া(Touhida Nasia) নামে ওই নাবালিকা পাটকেলডাঙ্গা অঞ্চলের গৌরীপুর(Gouripur) এলাকার একটি বেসরকারি স্কুলে অষ্টম শ্রেণীতে পাঠরত। প্রশাসনের তড়িঘড়ি ব্যবস্থা নেওয়াই শেষমেষ বিয়ে বন্ধ করা গিয়েছে ওই নাবালিকার।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

তামান্নার গ্রামে হল পুলিশ ক্যাম্প, লাগানো হচ্ছে সিসি ক্যামেরা

জয়নগরের দক্ষিণ বারাসতে প্রায় ৩ কোটি টাকা ব্যয়ে তৈরি হল বৈদ্যুতিক চুল্লি

ন্যাজাটে নাবালিকাকে ধর্ষণ করে খুনের ঘটনায় গ্রেফতার বিজেপি নেতা সহ ২

বুধবার নিম্নচাপ ঝাড়খণ্ডে সরলেও সমুদ্র থাকবে উত্তাল, ৪ জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

পঞ্চম শ্রেণির ছাত্রীর শ্লীলতাহানিকে কেন্দ্র করে অগ্নিগর্ভ ডালখোলা

ভরতপুরে জাল আধারকার্ড চক্র,পুলিশের জালে ২পাণ্ডা

Advertisement




এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ