28ºc, Haze
Friday, 24th March, 2023 9:09 pm
নিজস্ব প্রতিনিধি,নৈহাটি : ঘর থেকে একাকি বৃদ্ধার মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য নৈহাটি বিজয়নগর(Bijaynagar) অঞ্চলে। পুলিশ সূত্রে খবর, নিজেরই ঘর থেকে এক বৃদ্ধার মৃতদেহ উদ্ধার হয় নৈহাটিতে। নৈহাটি থানার(Naihati P.S.) অন্তর্গত এক নম্বর বিজয়নগর এলাকায় ওই বৃদ্ধা একাকী থাকতেন একটি বাড়িতে। কর্মসূত্রে তার ছেলে উড়িষ্যার ভুবনেশ্বরে(Bhubeneswar) থাকেন। প্রতিবেশী এবং আত্মীয় পরিজনদের অভিযোগ বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন এই বৃদ্ধা।
আজ সকালে দীর্ঘক্ষণ দরজা না খোলায় ডাকাডাকি করে না পেয়ে পুলিশকে খবর দেওয়া হয়। এরপর নৈহাটি থানার পুলিশ ঘটনাস্থলে এসে দরজা ভেতর থেকে খুলে দেখা যায় মৃতদেহ পড়ে রয়েছে বিছানায়। এই ঘটনার ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। কিভাবে ওই বৃদ্ধার মৃত্যু হলো তার তদন্ত শুরু করেছে নৈহাটি থানার পুলিশ। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতন্ত্রের জন্য পাঠিয়েছে।
জানা গেছে ,মৃত বৃদ্ধার নাম শিখা দে(Sikha Dey), বয়স ৬৫। এই মৃত্যু স্বাভাবিক নাকি এর পিছনে সম্পত্তিগত বা কোন পারিবারিক সমস্যা আছে তা জানতে পুলিশ ময়নাতদন্তের রিপোর্টের জন্য অপেক্ষা করছে। এর পাশাপাশি আত্মীয়-স্বজনদের জিজ্ঞাসাবাদ করছে। প্রতিবেশীদেরও বয়ান রেকর্ড করছে পুলিশ।