এই মুহূর্তে




দিঘা-নন্দকুমার জাতীয় সড়কে লবণ বোঝাই মেশিন ভ্যান দুর্ঘটনা, মৃত ১, আহত ২




নিজস্ব প্রতিনিধি,দইসাই:দিঘা-নন্দকুমার জাতীয় সড়কের দইসাই এলাকায় দুর্ঘটনায় প্রাণ হারালেন এক মেশিন ভ্যান চালক। জানা গেছে, লবণ বোঝাই দ্রুতগতির একটি যন্ত্রচালিত মেশিন ভ্যান হঠাৎ বিকল হয়ে রাস্তায় উল্টে যায়। ঘটনাস্থলেই ভ্যানের নিচে চাপা পড়ে মৃত্যু হয় চালক সঞ্জয় জানার(Sanjay Rana)। আহত হন আরও দুই ব্যক্তি।প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, চলন্ত অবস্থায় হঠাৎ ভ্যানটির চাকা ভেঙে যায় এবং ভারসাম্য হারিয়ে পাশেই উল্টে পড়ে। দুর্ঘটনার পরপরই মারিশদা থানার(Marishda P.S.) পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে এবং আহতদের কাঁথি মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

উল্লেখযোগ্য বিষয়, জাতীয় সড়কের(National Highway) উপর এই ধরনের অপরিকল্পিত যন্ত্রচালিত মেশিন ভ্যান চলাচল নিষিদ্ধ হলেও নিয়ম অমান্য করে প্রশাসনের চোখের সামনে দিব্যি চলছে এইসব যানবাহন। যার জেরে বারংবার ঘটছে দুর্ঘটনা। প্রশাসনের নিষ্ক্রিয়তা নিয়ে উঠছে প্রশ্ন। যদিও প্রশাসনের পক্ষ থেকে জানানো হচ্ছে জাতীয় সড়কে আর এই ধরনের যানবাহন যাতে না চলে সেই ব্যাপারে কঠোর সিদ্ধান্ত গ্রহণ করা হচ্ছে। কোনোভাবে এই ধরনের যানবাহন জাতীয় সড়কে এলে তৎক্ষণাৎ আটক করবে পুলিশ। ব্যবস্থা গ্রহণ করা হবে।

যন্ত্র চালিত উল্টে যাওয়া ভ্যানটি পুলিশ আটক করে থানায় নিয়ে গিয়েছে। প্রত্যক্ষদর্শীদের বয়ান রেকর্ড করেছে পুলিশ। আহতদের সঙ্গেও কথা বলেছে পুলিশ।মৃত ভ্যান চালকের পরিবারকে খবর পাঠিয়েছে পুলিশ। মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। শুক্রবার ভ্যানচালকের দেহ ময়না তদন্তের পর তার পরিবারের হাতে তুলে দেওয়া হবে। এই ভ্যানটি অতি দ্রুত গতিতে যাচ্ছিল নাকি যান্ত্রিক ত্রুটি হয় তা জানতে পুলিশ তদন্ত করছে।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

বুধবার নিম্নচাপ ঝাড়খণ্ডে সরলেও সমুদ্র থাকবে উত্তাল, ৪ জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

পঞ্চম শ্রেণির ছাত্রীর শ্লীলতাহানিকে কেন্দ্র করে অগ্নিগর্ভ ডালখোলা

ভরতপুরে জাল আধারকার্ড চক্র,পুলিশের জালে ২পাণ্ডা

সোনারপুর কলেজে ছাত্রীকে দিয়ে মাথা মালিশে অভিযুক্ত তৃণমূলের ছাত্র নেতা

ইংলিশবাজারে সংঘর্ষে আহত পুলিশ কর্মী ও সিভিক ভলান্টিয়াররা, ভাঙচুর দোকানপাট, বাড়িঘর

SSCর বিজ্ঞপ্তি জারির সিদ্ধান্ত খারিজ সহ ৩ আর্জি নিয়ে হাইকোর্টে মামলা

Advertisement




এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ