এই মুহূর্তে




SIR জুজু: বাংলাদেশ থেকে ভারতে এসে বিয়ে করে আতঙ্কে দিন কাটাচ্ছেন কাজল কর

নিজস্ব প্রতিনিধি,নন্দকুমার: বাংলাদেশ থেকে কাঁটা তার টপনন্দকুমারকে ১৯৯৮ সালে ভারতে ঢুকেছিলেন প্রচুর শরণার্থী।সুন্দরবন,কলকাতা হয়ে পূর্ব মেদিনীপুরে চলে আসেন তাঁরা ।বছর পনেরোর কাজল,২০০৩ সালে ভোটার কার্ডে নাম উঠিয়ে এখানেই পেতেছেন সংসার। এস আই আর আতঙ্কে চোখে জল কাজল করের(Kajal Kar)।১৯৯৮ সালে বহু হিন্দু বাংলাদেশ ছেড়ে ভারতে আসেন।সেরকম এক সময়ে বাংলাদেশ(Bangladesh) ছেড়ে ভারতে আসেন বছর পনেরোর কাজল কর।বাংলাদেশের বরিশাল এর বাসিন্দা কাজল করকে তার বাবা পাঠিয়ে দেন দালাল মারফত, কাঁটাতারের বেড়া টপকে কাজলের মতো আরো শতাধিক মেয়ে প্রবেশ করেছিল ভারতে।তারা আশ্রয় নেয় সুন্দরবন এলাকাতে,সেখান থেকে আসে কলকাতায়।

কলকাতায় কারখানায় কাজ নেয় কাজল।সেখানেই আলাপ হয় পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমার বিধানসভার বহিচবেড়িয়া পূর্ব পাড়ার(Purba Para) কার্তিক করের(Kartick Kar) সঙ্গে।২০০২ সালে কাজলের সাথে কার্তিকের বিয়ে হয়। ২০০৩ সালে ভোটে নাম ওঠে কাজলের।তবে কাজল নাগরিকত্ব নিয়েছেন কিনা সে বিষয়ে কোনো সদুত্তর দিতে পারেননি কাজল কিংবা তার পরিবারের লোকজন। এসআইআর আতঙ্কে রাতের ঘুম উড়েছে কাজল করের। নাগরিকত্ব প্রমাণ না হলে তাকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হতে পারে এই নিয়ে আতঙ্কে ভুগছেন নাওয়া খাওয়া ভুলে।

ডকুমেন্ট(Docoment) হিসেবে তার কাছে ভোটার, আধার, এবং পাসপোর্ট রয়েছে। কাজলের দাবী ২০০২ সালের ভোটার তালিকায় তার নাম ছিল না। তার বাবা বাংলাদেশের নাগরিক। তার স্বামী এদেশের নাগরিক হলেও ২০০২ সালের ভোটার তালিকায় তারও নাম নেই। তার শ্বশুরের নাম থাকলেও তার নাম এস আই আরে বাদ পড়তে পারে এমন আতঙ্কে ভুগছেন। এস আই আর এর ফরম বিলি করতে কাজল করের বাড়িতে গিয়েছিলেন বিএল ও।ব্যাপার দেখে তিনিও পড়েছেন চিন্তায়।উচ্চ আধিকারিককে পুরো ব্যাপার জানাবেন বলে জানিয়েছেন বি এল ও দিলীপ নারায়ন রায়।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

সোনাগাছির যৌনকর্মীরা কার্তিক পুজোয় মেতে উঠলেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তর সঙ্গে

বেআইনি ভাবে পুকুর ভরাটের অভিযোগ রেশন ডিলারের বিরুদ্ধে

হাসপাতাল থেকে উধাও হয়ে যাওয়া সদ্যোজাত শিশুকে ভাঙড় থেকে উদ্ধার করল কলকাতা পুলিশ, গ্রেফতার ২

জগদ্দলে বিজেপির মণ্ডল সভাপতির পদ পাইয়ে দিতে ৩০ হাজার টাকা ঘুষ নেওয়ার অভিযোগ RSS নেতার বিরুদ্ধে

অপরিচিতার কাছে শিশু পুত্রকে রেখে ওষুধ কিনতে যান মা, সদ্যোজাতকে নিয়ে উধাও যুবতী

রাজ্য ও ভিন রাজ্যের কয়েকশো বাংলাদেশি হাকিমপুর সীমান্তের পথে, আটক করল বিএসএফ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ