এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

৫০০ কোটি টাকায় দামোদরের ওপরে নয়া সেতু বর্ধমানে

Courtesy - Google and Facebook

নিজস্ব প্রতিনিধি: লোকসভা নির্বাচনের(General Election 2024) আগেই রাজ্যের ক্ষমতাসীন মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) সরকারের কাছ থেকে বড় উপহার পেতে চলেছেন বর্ধমান শহরের(Burdwan Town) বাসিন্দারা। সেখানে দামোদরের(Damodar River) ওপর থাকা কৃষক সেতুর(Krishak Setu) হাল রীতিমত খারাপ। তাই সেই সেতুর বিকল্প সেতু গড়ে তুলতে রাজ্য সরকার(West Bengal State Government) ৫০০ কোটি টাকারও বেশি খরচ করে নতুন একটি সেতু(A New Bridge) গড়ার সিদ্ধান্ত নিয়েছে। সব কিছু ঠিক থাকলে লোকসভা নির্বাচনের ঘোষণার আগেই সেই সেতুর শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কৃষক সেতুর পাশেই বিকল্প ব্রিজ তৈরি হবে। প্রাথমিকভাবে তার জন্য জমিও চিহ্নিত করা হয়েছে। সেতু তৈরিতে যে টাকা খরচ হবে তা রাজ্যের অর্থ দফতরের ছাড়পত্র পেয়ে গেলেই কাজ শুরু হয়ে যাবে। মুখ্যমন্ত্রী জেলায় আসার আগেই অর্থ দফতরও ছাড়পত্র দেবে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে।

দক্ষিণ দামোদর এলাকার বাসিন্দাদের দাবি মেনে ১৯৭৫ সালে তৎকালীন অবিভক্ত বর্ধমান জেলার সদর শহর বর্ধমানের বুকে দামোদরের ওপর কৃষক সেতু গড়ে তোলার জন্য শিলান্যাস সাধন হয়েছিল। ৫০০ মিটারের কিছু বেশি লম্বা এই সেতু ১৯৭৭ সালে উদ্বোধন করে তা চলাচলের জন্য খুলে দেওয়া হয়। তারপর দীর্ঘ বাম জমানায় এই সেতুর বিন্দুমাত্র কোনও সংস্কার না হওয়ায় এই সেতু রীতিমত জরাজীর্ণ হয়ে পড়ে। পরিবর্তনের পরে তৃণমূলের জমানায় ২০১৪ সালে এই সেতু সংস্কারের কাজ শুরু হলেও দেখা যায় তা যানবাহণের অতিরিক্ত চাপ নিতে পারছে না। নিত্যদিন সেখানে যানজট লেগেই থাকছে। ফলে কৃষক সেতু পার হতে হয়রানির শিকার হতে হচ্ছে আমজনতাকে। তাছাড়া একসময় যে সেতু দক্ষিণ দামোদর এলাকার বাসিন্দাদের জন্য বর্ধমান শহরের সঙ্গে যোগাযোগ রক্ষার জন্য তৈরি হয়েছিল, পরবর্তীকালে দেখা যায় সেই সেতু দিয়ে দক্ষিণবঙ্গের অনান্য জেলার মানুষজন, যাত্রীবাহী বাস ও পণ্য বোঝাই ভারী যানও চলাচল করছে। আর এটাই সেতুর মেয়াদের ক্ষেত্রে বড়সড় ধাক্কা দিয়ে বসে আছে।  

আর এই কারণেই ক্রমশ সেখানে বিকল্প সেতু গড়ার দাবি জোরালো হচ্ছিল। সেই দাবিকেই এবার মান্যতা দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার এই প্রসঙ্গে জানিয়েছেন, ‘সেতু তৈরি নিয়ে বেশ কয়েকবার বৈঠক হয়ে গিয়েছে। ফাইলের কাজ অনেকদূর এগিয়ে গিয়েছে। মুখ্যমন্ত্রী জেলায় এসে সেতু তৈরির কথা ঘোষণা করবেন। সেতু তৈরিতে জমি কোনও সমস্যা হবে না। পলেমপুর এলাকাতেই বিকল্প সেতু তৈরি হবে। শিলান্যাসের পরই দ্রুত কাজ শুরু হয়ে যাবে। কৃষক সেতু পার হতে নিত্যদিন হয়রানির শিকার হতে হয়। বেশিরভাগ সময় যানজটে নাভিশ্বাস ওঠে। সমস্যায় পড়েন আমজনতা। বিকল্প সেতু তৈরি হলে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকার বাসিন্দারা উপকৃত হবেন। বিশেষ করে পূর্ব বর্ধমান, হুগলি এবং বাঁকুড়া জেলার বাসিন্দারা সবচেয়ে বেশি উপকৃত হবেন।’

রায়নার বিধায়ক শম্পা ধাড়া জানিয়েছেন, ‘সেতু তৈরির রূপরেখা চূড়ান্ত হয়ে গিয়েছে। দীর্ঘদিনের সমস্যা থেকে জেলার বাসিন্দারা মুক্তি পাবেন। কৃষক সেতুর ওপর চাপ অনেক বেড়ে গিয়েছে। এই সেতু যখন তৈরি হয় সেইসময় যানবাহন অনেক কম ছিল। এখন তা বেড়ে গিয়েছে। সংকীর্ণ সেতুতে যানজট নিত্যদিনের সমস্যা হয়ে উঠেছে। হামেশাই দুর্ঘটনাও ঘটছে। বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, হুগলি সহ বিভিন্ন জেলা থেকে পণ্যবাহী ট্রাক এই সেতুর উপর দিয়ে যাতায়াত করে। বর্ধমানের দক্ষিণ দামোদরের বাসিন্দারা সবচেয়ে বেশি সমস্যায় রয়েছেন।’ প্রশাসন সূত্রে আরও জানা গিয়েছে, জেলায় মুখ্যমন্ত্রী আসার দিনক্ষণ এখনও চূড়ান্ত হয়নি। তবে তিনি লোকসভা নির্বাচনের আগে জেলায় বৈঠক করতে আসছেন বলে বার্তা দেওয়া হয়েছে। সেই সময়েই তিনি এই সেতুর শিলান্যাস করবেন।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ডায়মন্ড হারবার ও আনন্দপুর থানার ওসিকে সরিয়ে দিল নির্বাচন কমিশন

উত্তরপাড়ার মাখলাতে দৃষ্টিহীনদের মাধ্যমিক পরীক্ষায় নজর কাড়া ফলাফল

রাস্তা পার হতে গিয়ে প্রখর রৌদ্রে মাথা ঘুরে লরির তলায় পড়ে মৃত্যু বৃদ্ধের

রাজভবনের অন্দরে ওঠা অভিযোগ প্রসঙ্গে রাজ্যপালের বিরুদ্ধে সরব সায়নী ও লাভলী মৈত্র

কৃত্রিম বৃষ্টি রামনগরের স্কুলে! গরম থেকে মুক্তি পেতে আনন্দ নিকেতন স্কুলে অবাক করা কান্ড

গরমের মধ্যে কিছুটা স্বস্তি দিতে উদ্যোগী হল রাজগঞ্জ থানার পুলিশ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর