এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

দুই উপনির্বাচনের জন্য ১৫০ কেন্দ্রীয় বাহিনী আসছে বঙ্গে

নিজস্ব প্রতিনিধি: অবশেষে হাসি ফুটতে চলেছে বঙ্গ(Bengal) বিজেপির মুখে। যদিও সেই হাসি যে শেষ পর্যন্ত থাকবে, এমন সম্ভাবনা মোটেও দেখা যাচ্ছে না। নজরে বালিগঞ্জ(Ballugunge) বিধানসভা কেন্দ্র ও আসানসোল(Asansol) লোকসভা কেন্দ্রের উপনির্বাচন(Bye Election)। আগামী ১২ এপ্রিল সেখানে ভোট হতে চলেছে। আর সেই ভোটপর্ব যাতে শান্তিপূর্ণ ভাবে হয় তার জন্য নির্বাচন কমিশন বাংলায় ১৫০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী(Central Forece) পাঠাচ্ছে। মনে করা হচ্ছে চলতি সপ্তাহের শেষের দিকেই সেই বাহিনী বাংলায় চলে আসবে। ওই ১৫০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর মধ্যে বালিগঞ্জে ১০ কোম্পানি ও আসানসোল লোকসভা কেন্দ্রে বাকি বাহিনী মোতায়েন করা হবে বলে সূত্রে জানা গিয়েছে। সাম্প্রতিক কালে ৩ দফায় হয়ে যাওয়া রাজ্যের পুরনির্বাচনের জন্য বঙ্গ বিজেপির তরফে কেন্দ্রীয় বাহিনীর দাবি জানানো হলেও রাজ্য নির্বাচন কমিশন তা মানেনি। এমনকি বিজেপি কেন্দ্রীয় বাহিনী চেয়ে হাইকোর্ট থেকে সুপ্রিমকোর্ট অবধি দৌড়াদৌড়ি করলেও কোথাও জয়ের মুখ দেখেনি। কিন্তু এবার দুই কেন্দ্রের উপনির্বাচনে জাতীয় নির্বাচন কমিশন আগে থেকেই কেন্দ্রীয় বাহিনী পাঠিয়ে দেওয়ায় কিছুটা হলেও হাসি ফুটেছে বঙ্গ বিজেপি নেতৃত্বের মুখে।

একুশের বিধানসভা নির্বাচন হয়েছিল ৮ দফায়। একই সঙ্গে সেই নির্বাচন হয়েছিল কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপে। সেই সময় বিধানসভা পিছু ২০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছিল। এবারেও সেই একই ফর্মুলা মেনে কেন্দ্রীয় বাহিনী পাঠানো হচ্ছে বাংলায়। আসানসোল লোকসভা কেন্দ্রের আওতায় থাকা ৭টি বিধানসভা কেন্দ্রের জন্য ২০ কোম্পানি করে মোট ১৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পাঠানো হচ্ছে। বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে সেই ভাবে ভোট নিয়ে বিবাদ বা সংঘর্ষের ঘটনার ইতিহাস নেই তাই সেখানে ১০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে। আগামী বুধবার এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে জাতীয় নির্বাচন কমিশন। সেই সিদ্ধান্তের পরেই চলতি সপ্তাহের শেষদিকেই বাংলায় কেন্দ্রীয় বাহিনী পাঠানোর কাজ শুরু হয়ে যাবে। আসানসোল লোকসভা কেন্দ্রের আওতায় থাকা ৭টি বিধানসভা কেন্দ্র ও বালিগঞ্জ বিধানসভা কেন্দ্র নিয়ে রাজ্য পুলিশ প্রশাসনের তরফে এডিজি (আইনশৃঙ্খলা) আজই রিপোর্ট দিচ্ছেন। সেই রিপোর্ট পাঠানো হবে নির্বাচন কমিশনে। তারপরেই মনে করা হচ্ছে কেন্দ্রীয় বাহিনী নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কমিশন।

এদিকে চলতি বছরের উচ্চমাধ্যমিকের যে সূচী ঘোষিত হয়েছে সেই সূচীর মধ্যেই পড়ে গিয়েছে উপনির্বাচনের ভোট গ্রহণের দিন। তাই সেই পরীক্ষার দিন পরিবর্তিত হবে কিনা তা নিয়ে যখেন প্রশ্ন উঠে গিয়েছে ঠিক তখনই নির্বাচন কমিশন জানিয়ে দিল, পরীক্ষার জন্য ভোটে প্রচারের সময়সীমা হবে সকাল ৮টা থেকে রাত্রি ৮টা পর্যন্ত। একই সঙ্গে রাজ্যের মোট ৮টি বিধানসভা কেন্দ্রে থাকা উচ্চমাধ্যমিক পরীক্ষা কেন্দ্রগুলির তালিকা তৈরি করা হচ্ছে। সেই তালিকা পাঠানো হবে নির্বাচন কমিশনের কাছে। সেই তালিকা মিলিয়ে ভোটের ডিউটিতে শিক্ষকদের নিয়োগ ও বুথের বিষয়টি ঠিক করা হবে। তবে এই কেন্দ্রীয় বাহিনী আসার পরেও যদি বিজেপি এই দুই কেন্দ্রে না জেতে তাহলে কিন্তু বঙ্গ বিজেপির কারোরই আর মুখ দেখাবার জায়গাটিও থাকবে না।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ডায়মন্ড হারবার ও আনন্দপুর থানার ওসিকে সরিয়ে দিল নির্বাচন কমিশন

উত্তরপাড়ার মাখলাতে দৃষ্টিহীনদের মাধ্যমিক পরীক্ষায় নজর কাড়া ফলাফল

রাস্তা পার হতে গিয়ে প্রখর রৌদ্রে মাথা ঘুরে লরির তলায় পড়ে মৃত্যু বৃদ্ধের

রাজভবনের অন্দরে ওঠা অভিযোগ প্রসঙ্গে রাজ্যপালের বিরুদ্ধে সরব সায়নী ও লাভলী মৈত্র

কৃত্রিম বৃষ্টি রামনগরের স্কুলে! গরম থেকে মুক্তি পেতে আনন্দ নিকেতন স্কুলে অবাক করা কান্ড

গরমের মধ্যে কিছুটা স্বস্তি দিতে উদ্যোগী হল রাজগঞ্জ থানার পুলিশ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর