27ºc, Haze
Wednesday, 29th March, 2023 12:35 am
নিজস্ব প্রতিনিধি: প্রাইমারি (PRIMARY) টেট (TET) কেলেঙ্কারিতে এবার প্রকাশ্যে এল বাম (LEFT) যোগ। হাইকোর্টের রায়ে চাকরি গিয়েছে ২৬৯ জন শিক্ষক- শিক্ষিকার। এই তালিকাতেই রয়েছে দাপুটে সিপিএম (CPIM) নেতার মেয়ের নাম। কালনার ডাকসাইটে সিপিএম নেতা বীরেন্দ্রনাথ বসুমল্লিক। তাঁরই মেয়ে বৈশাখী বসুমল্লিক। চাকরি গিয়েছে বৈশাখীর। বীরেন্দ্রনাথ বাম জমানায় ছিলেন কাউন্সিলর। বাম শিক্ষক সংগঠন এবিপিটিএ-র প্রথম সারির নেতাও ছিলেন। ছিলেন বর্ধমান জেলার প্রাথমিক শিক্ষা সংসদের সদস্য।
জানা গিয়েছে সদ্য চাকরি হারানো বৈশাখীর স্বামী শুভাশিস সরকার। তিনি গত ২০১৫ বিধানসভা নির্বাচনে হয়েছিলেন সিপিএম প্রার্থী। বৈশাখীর মা গণতান্ত্রিক মহিলা সমিতির নেত্রী। গত ১৩ জুন ওয়েস্ট বেঙ্গল বোর্ড অব প্রাইমারি এডুকেশন সচিব আর সি বাগচি চিঠি পাঠিয়েছিলেন পূর্ব বর্ধমান জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যানকে। সেখানেই ১৭ জন প্রাথমিক শিক্ষককে বরখাস্ত করার নির্দেশ দেওয়া হয়। এই তালিকাতেই নাম রয়েছে বৈশাখীর। গত ২০১৮ সালে তিনি যোগ দিয়েছিলেন কালনার ধাপাসপাড়া প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা পদে।
উল্লেখ্য, গত মঙ্গলবার হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, দীর্ঘ সুড়ঙ্গের পরে তিনি কোনও আলো দেখতে পাচ্ছেন না। প্রসঙ্গত, এসএসসি গ্রুপ সি, গ্রুপ ডি এবং নবম- দশম শ্রেণির শিক্ষক- শিক্ষিকা নিয়োগ দূর্ণীতি বিতর্কে সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছিল। এরপরে প্রাথমিক শিক্ষক নিয়োগ বিতর্কে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি। তবে তাঁর মতে, সিবিআই এখনও তেমন ভাবে আশানুরূপ ফল দেখাতে পারেনি। উল্লেখ্য, এর আগে সুপ্রিম কোর্টে সিবিআইকে শুনতে হয়েছিল, ‘কেন্দ্রের তোতাপাখি’। তাঁর মতে সিবিআইয়ের থেকে সিট ভাল কাজ করতে পারত। প্রসঙ্গত, মঙ্গলবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ও আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মধ্যে বেশ কিছুক্ষণ কুশল বিনিময় হয়। তখন বিচারপতি বলেন, পার্থ চট্টোপাধ্যায় বিজ্ঞ ব্যক্তি, তাঁর ওপরে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কোনও ব্যক্তিগত রাগ নেই।