এই মুহূর্তে




সামশেরগঞ্জের বাবুপুরে নতুন নিয়ম, স্কুলে বসে ভোটার ফর্ম বিলি করলেন BLO

নিজস্ব প্রতিনিধি সামসেরগঞ্জ: বাড়ি বাড়ি নয়, স্কুলে বসেই ফর্ম বিলি করলেন BLO কর্মী। চাঞ্চল্য বাবুপুরে। শুরু বিতর্ক।মুর্শিদাবাদের সামশেরগঞ্জ ব্লকের(Samsherganj Block) বাবুপুর জুনিয়র হাই স্কুলে বসে ফর্ম বিতরণ নিয়ে তৈরি হল ব্যাপক চাঞ্চল্য। নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী BLO কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে ফর্ম বিলি করার কথা থাকলেও, এদিন বাবুপুর জুনিয়র হাই স্কুল(Babupur Junior High School) প্রাঙ্গণে ৮৯ নং বুথে বসেই ফর্ম বিলি করেন BLO । ঘটনায় এলাকার বাসিন্দাদের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সামশেরগঞ্জ থানার(Samsherganj P.S.) পুলিশ এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।স্থানীয় বাসিন্দা শাহ আলম জানান, “এখন আবার যথারীতি বাড়ি বাড়ি গিয়ে অন্যান্য বুথে ফর্ম বিলি করা হচ্ছে।

পুলিশ এসে পরিস্থিতি সামলে দেয়।”অন্যদিকে, স্থানীয় তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্য জানান, “নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী BLO দের বাড়ি বাড়ি গিয়ে ফর্ম দিতে হবে। অথচ এখানে স্কুলে বসে ফর্ম বিলি করায় গোলমাল তৈরি হয়েছে।”ঘটনায় সংশ্লিষ্ট BLO আঙ্গুরা খাতুনের স্বামী মোহাম্মদ মামলাত হোসেন জানান, “আমি আমার স্ত্রীকে এখানে পৌঁছে দিতে এসেছিলাম। এখন ফর্ম বিলি আপাতত বন্ধ রাখা হয়েছে। কেন বন্ধ হয়েছে তা জানি না।

বিডিওকে অফিসে ডাকা হয়েছে।”যদিও বাবুপুরে এদিন এমন বিক্ষিপ্ত ঘটনার সৃষ্টি হলেও, সামশেরগঞ্জের অন্যান্য এলাকায় স্বাভাবিকভাবেই বাড়ি বাড়ি গিয়ে BLO রা ফর্ম বিলি করছেন যথারীতি। নির্বাচন কমিশনের স্পষ্ট নির্দেশ রয়েছে প্রত্যেক ভোটারের বাড়িতে তিনবার করে যেতে হবে বিএল ওদের। এখানে কোন ভোটারদের বাড়িতে না গিয়ে স্কুলে বসে কি করে এস আই আর এর জন্য ফর্ম বিলি করা হল তা নিয়ে প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

হাকিমপুর সীমান্তে বাংলাদেশ ফিরে যাওয়ার জন্য অনুপ্রবেশকারীদের ভিড় বাড়ছে

এবার রবিবারেও মিলবে কল্যাণী ,কৃষ্ণনগর এসি লোকাল ট্রেন ঘোষণা পূর্ব রেলের

শিলিগুড়ি জংশন স্টেশন থেকে উদ্ধার ৪ নাবালিকা, টাকার লোভ দেখিয়ে পাচারের অভিযোগ

উত্তরপ্রদেশের কুখ্যাত গ্যাংস্টার মহম্মদ সহরাব রিপন স্ট্রিট থেকে গ্রেফতার

SIR ফর্ম বিলির ক্ষেত্রে কলকাতা পিছিয়ে, দ্রুত কাজ শেষ করতে সময়সীমা নির্ধারিত করল কমিশন

বনগাঁয় সন্দেহজনক ব্যাগ খুলতেই বেরিয়ে এল মৃত মানুষের মাথার খুলি ও হাড়গোড়

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ