এই মুহূর্তে




রাজ্যে বিক্ষিপ্ত বৃষ্টি, বঙ্গের আবহাওয়া নিয়ে কী জানাল হাওয়া অফিস?

নিজস্ব প্রতিনিধি: ঘূর্ণিঝড় মান্থার অবশিষ্ট অংশ নিম্নচাপ হিসেবে বিহারে অবস্থান করছে। এরপ্রভাবে হিমালয় লাগোয়া উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ বৃদ্ধি পেয়েছে। তবে নিম্নচাপটি দুর্বল হয়ে শনিবার থেকে বৃষ্টির প্রকোপ কমাবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বৃষ্টি কমতে শুরু করে আবহাওয়া শুষ্ক হতে শুরু করবে।

হাওয়া অফিসের পক্ষ থেকে জানানো হয়েছে, শনিবার থেকে বৃষ্টি কমতে শুরু করে রবিবার আবহাওয়া শুকনো হবে উত্তরে। তবে কয়েক জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। উত্তরের আলিপুরদুয়ার, কোচবিহারে বিক্ষিপ্ত  ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। এরপলে নতুন করে প্লাবনের আশঙ্কা দেখা দিয়েছে। আলিপুরদুয়ারে তিন দিন ধরে দফায় দফায় চলছে বৃষ্টি ভুটান পাহাড় থেকে নামা জলে বিধ্বস্ত হয়ে পড়েছে আলিপুরদুয়ার আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে উদ্বেগে উত্তর বঙ্গ। শালকুমারের অস্থায়ী নদী বাঁধ ভেঙে হুহু করে ঢুকছে জল। প্রবল বৃষ্টির জেরে একাধিক গ্রামে আশঙ্কা দেখা দিয়েছে। দক্ষিণবঙ্গে নদিয়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। শনিবারের পর থেকে আবহাওয়া ধীরে ধীরে শুষ্ক হতে শুরু করবে। সোমবার থেকে বাংলা জুড়ে পরিষ্কার আকাশ দেখতে পাওয়া যাবে। পার্বত্য এলাকায় দৃশ্যমানতা কমতে পারে। দক্ষিণবঙ্গে শনিবার আংশিক মেঘলা আকাশ দেখতে পাওয়া যাবে। এদিন উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর, কলকাতা, হাওড়া, নদীয়াতে হালকা বৃষ্টি সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

জানা গিয়েছে, মান্থা শক্তি হারিয়ে অন্যত্র চলে গেলেও তার সাইড এফেক্ট  রয়েছে বঙ্গে। বুধবার সকাল থেকেই ক্ষণে ক্ষণে বৃষ্টি হয়েছে। দক্ষিণবঙ্গের জেলাগুলোতে। সকালে ঝলমলে রোদ থাকলেও বেলা হতেই কালো মেঘে ঢেকেছে শহর থেকে জেলা মান্থা বর্তমানের শক্তি খুইয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। আর এর প্রভাবেই ছত্তিশগড়ের আশেপাশে এলাকায় বৃষ্টিপাত চলছে। এই বৃষ্টিপাত হওয়ার কারণে তাপমাত্রা কিছুটা হলেও কম। সাধারণত নভেম্বরের শুরু থেকেই শীতের প্রভাব টের পাওয়া যায়। তার ওপর এই বছর রয়েছে এল নিনোর প্রভাব। যার ফলে আগামী কয়েক দিন নাতিশীতোষ্ণ আবহাওয়া টের পাবে বঙ্গবাসী। তবে আদৌ কবে শীত আসবে সেই বিষয়ে এখনো কিছু জানানো হয়নি।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ভোটারদের মতামত জানতে নিজের বিধানসভায় জনবাক্স বসালেন পার্থ চট্টোপাধ্যায়

সুকান্ত মজুমদারকে ‘কান কাটা খলিল’বলে কটাক্ষ করলেন তৃণমূল বিধায়ক আব্দুল রহিম বক্সি

বাংলার মনীষীদের কলুষিত করতে চাইছে বিজেপি, কটাক্ষ শশী পাঁজার

SIR আবহে তপ্ত ঠাকুর বাড়ি, একদিকে আমরণ অনশন অপরদিকে CAA তে আবেদনের পাল্টা প্রচার ক্যাম্প

২২ জন দরিদ্র যুবক-যুবতীকে বিবাহ বন্ধনে আবদ্ধ করল গণবিবাহের ছাদনাতলা

সামনেই বার্ষিক পরীক্ষা, স্কুলের সব শিক্ষকই ব্যস্ত SIR-র কাজে, চিন্তায় অভিভাবকরা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ