এই মুহূর্তে




কোচিং ক্লাসে নাবালিকাকে ধর্ষণের ঘটনায় গ্রেফতার ২ নাবালক, চাঞ্চল্য সিউড়িতে

নিজস্ব প্রতিনিধি,সিউড়ি: ১৪ বছরের নাবালিকাকে ধর্ষণের অভিযোগ তারই দুই সহপাঠীর বিরুদ্ধে। তারাও নাবালক। শনিবার ওই দুজন নাবালককে পেশ করা হয়েছিল বীরভূমের সিউড়িতে জুভেনাইল জাস্ট্রিস বোর্ডে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, তাদের বিরুদ্ধে পক্সো আইনে চার ও ছ নম্বর ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে। পরিবার সূত্রে জানা যায় ,এক গৃহ শিক্ষকের কাছে পড়তে গিয়েছিলেন তিনজন। শুক্রবার ওই কিশোরীকে বাকি দুজন কিশোর জানায় আটটার পরিবর্তে সকাল সাতটার সময় পড়াবেন শিক্ষক ।সেইমতো কিশোরী সেখানে গিয়ে উপস্থিত হলে তাকে জোড়পূর্বক ধর্ষণ করে বলে অভিযোগ।

কিশোরী পরিবারের লোকজনকে সমস্ত বিষয়ে খুলে বলার পর সিউড়ি থানায় (Siuri P.S.)অভিযোগ দায়ের করা হয়েছে। এরপর আটক করা হয় ওই দুই নাবালকে(Minor Boy)। ইতিমধ্যেই ওই নাবালিকার মেডিকেল পরীক্ষা করা হয়েছে এবং সোমবার গোপন জবানবন্দি নেওয়া হবে প্রশাসনের পক্ষ থেকে। দুই নাবালক কিভাবে এই ঘটনা ঘটালো তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। এই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। জানা গেছে যে কোচিং ক্লাসে এই ধর্ষণের ঘটনা ঘটেছে সেই স্পটে দুই নাবালককে নিয়ে যাবে পুলিশ। ঘটনার পুন: নির্মাণ করানো হবে। ধৃত দুই নাবালককে শনিবার আদালতে হাজির করলে বিচারক তাদের জেল হেফাজতে রাখার নির্দেশ দেন।

জানা গেছে, যে জায়গায় এই ধর্ষণের ঘটনা ঘটেছে সেই স্পট পুলিশ পরীক্ষা করেছে। ওই কোচিংয়ের(Coaching) মাস্টার মশাইকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। এই ঘটনায় অতি দ্রুত পোক্সো আইনে যাতে ওই দুই নাবালকের সাজা হয় তার জন্য অতি দ্রুত আদালতে চার্জশিট পেশ করবে পুলিশ। প্রয়োজনে জেলে গিয়ে দুই নাবালকে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ। আদালতের অনুমতি নিয়ে ওই দুই নাবালককে জেল থেকে যে স্পটে ধর্ষণের ঘটনা ঘটেছে সেখানে নিয়ে যেতে পারে পুলিশ।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

হাকিমপুর সীমান্তে বাংলাদেশ ফিরে যাওয়ার জন্য অনুপ্রবেশকারীদের ভিড় বাড়ছে

এবার রবিবারেও মিলবে কল্যাণী ,কৃষ্ণনগর এসি লোকাল ট্রেন ঘোষণা পূর্ব রেলের

শিলিগুড়ি জংশন স্টেশন থেকে উদ্ধার ৪ নাবালিকা, টাকার লোভ দেখিয়ে পাচারের অভিযোগ

উত্তরপ্রদেশের কুখ্যাত গ্যাংস্টার মহম্মদ সহরাব রিপন স্ট্রিট থেকে গ্রেফতার

SIR ফর্ম বিলির ক্ষেত্রে কলকাতা পিছিয়ে, দ্রুত কাজ শেষ করতে সময়সীমা নির্ধারিত করল কমিশন

বনগাঁয় সন্দেহজনক ব্যাগ খুলতেই বেরিয়ে এল মৃত মানুষের মাথার খুলি ও হাড়গোড়

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ