এই মুহূর্তে




কাঠামো পুজোর মধ্য দিয়ে শারদোৎসবের ঢাকে কাঠি টাকি পুবের রাজবাড়িতে




নিজস্ব প্রতিনিধি, বসিরহাট: কাঠামো পুজোর মধ্য দিয়ে শারদোৎসবের ঢাকে কাঠি পড়লো টাকি পুবের রাজবাড়ীতে। বসিরহাটের ইছামতি নদীর তীরে ছোট্ট শহর টাকি। যে শহরের প্রতিটি কোণায় কোনায় মেলে ইতিহাস ও ঐতিহ্যের ছোঁয়া। বিশেষত দুর্গাপূজার সময় এক অনন্য চেহারা নেয় ভারত-বাংলাদেশ সীমান্তের এই শহর‌। পাশ দিয়ে বয়ে তুলেছে ইছামতি নদী(Ichamoti River)। সেই নদীই যেন ইতিহাসের সাক্ষ্য বহন করে তোলে। টাকি রাজবাড়ী(Taki Rajbari) গুলির মধ্যে অন্যতম প্রাচীন পূজা হিসাবে গণ্য করা হয় টাকি পুবের রাজবাড়িকে। জানা গিয়েছে, আজ থেকে প্রায় ৩০৩ বছর আগে টাকির তৎকালীন জমিদার রায়চৌধুরী বংশের উদ্যোগে টাকি পুবের বাড়িতে চালু হয় দুর্গাপুজো।

সময়ের সাথে সাথে মলিন হয়েছে পুবের রাজবাড়ির দেওয়াল, নোনা ধরেছে ইটগুলিতে। কিন্তু পুজোর ঐতিহ্যে একটুও চিড় ধরেনি সেই দুর্গাপুজোর। আর সেই দুর্গাপুজোর কাঠামো পুজো হলো আষাঢ় মাসে রথের দিন। এদিন সকাল থেকে টাকি পুবের বাড়ির ঠাকুর দালানে কাঠামা পুজো শুরু করেন স্থানীয় পুরোহিত। এই রাজবাড়ির বর্তমান কর্ণধার শর্মিষ্ঠা ঘোষের(Sarmistha Ghosh) উদ্যোগে এক অনিন্দ্য সুন্দর পরিবেশের সৃষ্টি হয় কাঠামো পূজায়। তিনি বলেন, “যে কাঠামোর উপরে ঠাকুর নির্মিত হয় রথের দিন সেই কাঠামো পুজোর মধ্য দিয়ে দুর্গাপূজা একপ্রকার শুরু হয়ে গেল টাকিতে।

শুধুমাত্র বাবলা গাছের কাঠ দিয়েই এই কাঠামো তৈরি হয়‌। কাটোয়া পুজোর শেষে ওই বাবলা গাছ এর গুড়ি থেকে এক টুকরো কাঠ কেটে রেখে দেওয়া হয়। মূল দুর্গাপূজায় নবমীর দিন যজ্ঞের সময় সেই কাঠের আহুতি দেওয়া হয়।” কাঠামো পূজার সাথে চলল দেদার প্রসাদ বিতরণ। ফল ও মিষ্টি সহযোগে নির্মিত প্রসাদ বিতরণ করা হয় টাকির বাসিন্দাদের মধ্যে। এই কাঠামো পূজার মধ্য দিয়ে টাকির ঐতিহ্যবাহী অকালবোধনের সূচনা হয়ে গেল সে কথা বলাই বাহুল্য।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

মাত্র আড়াই বছরে বাজিমাত পায়রাডাঙার শ্রেয়ানের, নাম উঠল ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে

থানার লকআপে অ্যাসিড খেয়ে আত্মহত্যার চেষ্টা আসামির

‘ইস্কন টাউন’ গড়ার জন্য মায়াপুরকে ৭০০ একর জমি দেওয়া হয়েছে, ঘোষণা মুখ্যমন্ত্রীর

নজিরবিহীন! ১২ বছরের নাবালকের কথা শুনে নিজের ভুল স্বীকার করে রায় বদলাল সুপ্রিম কোর্ট

নকল ফোনপে’তে লেনদেন দেখিয়ে লক্ষ লক্ষ টাকার সোনার গহনা প্রতারণা,ধৃত প্রতারক

গ্যাস ভর্তুকি ফেরতের অছিলায় গ্রাহকদের ব্যাঙ্কের তথ্য হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ