এই মুহূর্তে




খুন হওয়ার আশঙ্কা নিয়ে যুব সহ সভাপতিকে বেনজির রাজনৈতিক নিশানা জেলা তৃণমূল সভাপতির

নিজস্ব প্রতিনিধি ,তমলুক: খুন হয়ে যেতে পারি।সমাজ মাধ্যমে মুখ খুলে তৃণমূলের রাজ্যের যুব সভাপতি নেতা পেলেন খুনের হুমকি।খুনের হুমকি দিলেন তৃণমূলের যুব সভাপতি,মানসিক ভারসাম্য হারিয়েছেন,ডাক্তার দেখান।নইলে কিছুদিন পরে নিজের বাবাকেও চিনবে না ওই নেতা। দাবি জেলা তৃণমূল সভাপতির।বিগত বেশ কয়েক মাস যাবত দলের একাংশের দুর্নীতি নিয়ে সমাজ মাধ্যমে সরব হয়েছিলেন তৃণমূলের রাজ্য যুব সহ সভাপতি পার্থসারথি মাইতি(Partha Sarathi Maity)।যার কারণে বেশ কয়েকবার অস্বস্তিতে পড়েছিল তমলুক সাংগঠনিক জেলা তৃণমূল নেতৃত্ব।এবার মুখ খোলায় পার্থসারথি মাইতিকে খুনের হুমকি দিলেন তৃণমূলেরই জেলা সভাপতি সুজিত রায়(Sujit Roy)।অন্তত এমনটাই অভিযোগ পার্থসারথির।

আর এই নিয়ে ইতিমধ্যেই রাজ্য নেতৃত্ব সহ প্রশাসনের দ্বারস্থ হয়েছেন তিনি।ইতিমধ্যেই রাজ্য সভাপতি সায়নী ঘোষ সহ জেলা পুলিশ সুপার ও সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের(Abhisekh Bandopadhay) দফতরে ই- মেল এ জানিয়েছেন তিনি।পার্থসারথি বলেন, এই জেলা সভাপতি যে ভাষায় কথা বলেছেন তাতে বোঝা যাচ্ছে তিনি anti social।তিনি আতঙ্কিত গত 2019 সালে পাঁশকুড়ার তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি কুরবান শাহ দলের দুর্নীতির অভিযোগ করায় খুন হতে হয়েছিল। তার মতন দ্বিতীয় কুরবান শা হয়ে যেতে পারি এমনটাই আশঙ্কা করছেন তিনি।তবে তিনি মমতা ব্যানার্জীকে দেখে দল করেছেন,তাই আপাতত তিনি দল ছাড়ছেন না।

যদিও পুরো ব্যাপার নিয়ে কটাক্ষ বিজেপির,বিজেপির দাবি কাক কাকের মাংস খায়না।এতদিন তৃণমূল বিজেপি কর্মীদের খুন করেছেন,এবার নিজের দলের লোকদের খুনের হুমকি দিচ্ছে,চোরদের সাথে থাকছেন কেনো?সেই নিয়েও প্রশ্ন তোলে বিজেপি,তবে যার বিরুদ্ধে অভিযোগ সেই তৃণমূলের জেলা সভাপতি সুজিত রায় সাংবাদিক সম্মেলন করে বলেন ওনার মাথা খারাপ। উনি যেন ডাক্তার দেখান।পার্থসারথি শুভেন্দুর (Suvendu)দালালি করছে। দলের উচ্চ নেতৃত্বও মনে করছেনা উনি সুস্থ বলে।কিছুদিন পরে উনি নিজের বাবাকেও চিনতে পারবেন না।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

স্ত্রী পুত্রের নথিতে গোলমাল, দেশছাড়া হতে হবে, SIR আতঙ্কে আত্মঘাতী প্রৌঢ়

BLO দের সহায়তার জন্য দেওয়া হচ্ছে সহকারী, ফর্ম ডিজিটাইজেশন নিয়ে ক্ষুব্ধ নির্বাচন কমিশন

কথা দিয়েও বেহালা পশ্চিমের জনতা দরবারে গেলেন না, জেলমুক্তির এক সপ্তাহ পরেও গৃহবন্দি পার্থ

শিবপুরে শুট আউট, আবাসনে ঢুকে মহিলাকে গুলি

বাড়ির উঠোন থেকে উদ্ধার BLO’র দেহ, চাঞ্চল্য এলাকায়

সপ্তাহের মাঝেই শিয়ালদহ ডিভিশনে একগুচ্ছ ট্রেন বাতিল, রইল তালিকা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ