নিজস্ব প্রতিনিধি: ফের শুটআউট জগদ্দলে। মঙ্গলবার বিকেলে জগদ্দলের ১৭ নম্বর ওয়ার্ডে নিজের বাড়ির সামনেই অজ্ঞাতপরিচয়ধারী দুষ্কৃতীদের হাতে গুলিতে ঝাঁঝরা হলেন তৃণমূল কংগ্রেস কর্মী ভিকি যাদব। তাঁকে লক্ষ্য করে মোট ৯ রাউন্ড গুলি চালায় অপরাধীরা। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন ভিকি। পরে স্থানীয় বাসিন্দারা সঙ্কটজনক অবস্থায় তাকে উদ্ধার করে এক বেসরকারি হাপাতালে নিয়ে যায়। হাসপাতালে চিকিৎসা চলাকালীনই মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। ওই ঘটনা ঘিরে এলাকায় তীব্র উত্তেজনা দেখা দিয়েছে। ক্ষোভে ফুঁসছেন তৃণমূল কর্মীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় বিশেষ পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ব্যারাকপুরের তৃণমূল সাংসদ অর্জুন সিংয়ের ভাইপোর ছায়াসঙ্গী হিসেবেই পরিচিত ভিকি যাদব। ভাটপাড়া পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডে তৃণমূলের অত্যন্ত সক্রিয় কর্মী হিসেবেই পরিচিত ছিলেন। এদিন বিকেলে বাড়ির কাছেই ভিকির কাছে তাঁর পরিচয় জানতে চায় দুষ্কৃতীরা। পরিচয় জানার সঙ্গে সঙ্গেই অতর্কিতে গুলি চালানো শুরু করে। গুলির শব্দে এলাকার বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েন। গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন ভিকি। নিরাপদেই এলাকা ছেড়ে চম্পট দেয় আততায়ীরা।
শুট আউটের ঘটনার খবর পেয়েই তদন্তে নেমেছে পুলিশ। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে আততায়ীদের শনাক্ত করার চেষ্টা চালাচ্ছে। রাজনৈতিক নাকি ব্যক্তিগত শত্রুতার জেরে ভিকিকে খুন করার চেষ্টা চলছে তা তদন্ত করে দেখা হচ্ছে বলে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের এক আধিকারিক জানিয়েছেন।